MCQ
6721. কোন প্রণালি আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
মালাক্কা
জিব্রাল্টার
পক
পানামা
6722. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে-
বেরিং প্রণালি
সুন্দা প্রণালি
মালাক্কা প্রণালি
মেসিনা প্রণালি
6723. 'পেনাং' কোন দেশের সমুদ্র বন্দর?
ভিয়েতনাম
মালয়েশিয়া
থাইল্যান্ড
ইন্দোনেশিয়া
6724. জিব্রাল্টার প্রণালি কোন কোন দেশকে পৃথক করেছে?
মরক্কো ও স্পেন
পর্তুগাল ও মরক্কো
আলবেনিয়া ও স্পেন
মৌরিতানিয়া ও স্পেন
6725. আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে----
মালাক্কা প্রণালি
ফ্লোরিডা প্রণালি
জিব্রাল্টার প্রণালি
লোহিত সাগর
6726. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
যমুনা নদীতে
মেঘনার মোহনায়
বঙ্গোপসাগরে
সন্দ্বীপ চ্যানেল
6727. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালি?
বেরিং প্রণালি
সুয়েজ খাল
বসফোরাস প্রণালি
পানামা খাল
6728. পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম?
ফ্রান্স
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
পানামা
6729. বেঙ্গল ফ্যান কি?
বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম অবসামুদ্রিক উপবদ্বীপ
একটি প্লাবন ভূমির নাম
বঙ্গোপসাগরের একটি খাদের নাম
বঙ্গোপসাগরের একটি দ্বীপের নাম
6730. 'ল্যানকাং দ্বীপ' কোন সাগরে অবস্থিত?
দক্ষিণ চীন সাগর
জাভা সাগর
জাপান সাগর
শৈবাল সাগর
6731. ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
হরমুজ
জিব্রাল্টার
বসফরাস
দার্দানেলিস
6732. সুমাত্রা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
ভারত মহাসাগর
জাভা সাগর
জাপান সাগর
শৈবাল সাগর
6733. Malacca Strait কোথায় অবস্থিত?
ভারত মহাসাগর
প্রশান্ত মহাসাগর
আটলান্টিক মহসাগর
কোনোটিই নয়
6734. জিব্রাল্টার প্রণালি পৃথক করেছে-
ইতালি-সিসিলি
আফ্রিকা-স্পেন
ফ্রান্স-ব্রিটেন
আমেরিকা-এশিয়া
6735. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
আটলান্টিক ও ভূমধ্যসাগর
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
ভারত ও প্রশান্ত মাহাসাগর
প্রশান্ত ও ভূমধ্যসাগর
6736. কোন প্রণালি ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?
বেরিং
পক
সুশিমা
মালাক্কা
6737. পানামা খালের মালিকানা কত সালে পানামার নিকট হস্তান্তর করা হয়?
২০০০ সালে
১৯৯৯ সালে
১৯৯৮ সালে
১৯৯০ সালে
6738. পানামা খাল কোন মহাদেশে?
এশিয়া
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
6739. Which water bodies are connected through the 'Strait of Gibraltar'?
Atlantic Ocean & Mediterranean sea.
Indian Ocean & Pacific Ocean.
Arab Sea & Gulf of Aden.
Arab sea & Caspian Sea.
6740. উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে –
বেরিং প্রণালি
পানামা যোজক
ফ্লোরিডা প্রণালি
গ্রেট লেকস্