Image
MCQ
7062. ওয়াল স্ট্রীট জার্নাল কি?
নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি আন্তর্জাতিক দৈনিক
লন্ডনভিত্তিক অর্থনৈতিক গষেণা পত্রিকা
রাস্তা সংক্রান্ত খবর ছাপে এমন জার্নাল
একটি বিখ্যাত দেয়াল পত্রিকা
7063. 'টুপাক আমারু' কি?
একটি দর্শনীয় স্থান
পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
একজন বিখ্যাত পন্ডিত
একটি ফলের নাম
7064. মালদ্বীপের নিজস্ব কোন---
সেনাবাহিনী নেই
পুলিশ বাহিনী নেই
উভয়ই সত্য
কোনোটিই সত্য নয়
7066. FARC গেরিলারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে?
পেরু
কলম্বিয়া
চিলি
কোস্টারিকা
7068. যে রাষ্ট্রের মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক-
তুরস্ক
সুইডেন
সুইজারল্যান্ড
ইসরায়েল
7072. 'আনতারা' কি?
একটি কাব্যগ্রন্থ
তুরস্কের দৈনিক পত্রিকা
মিশরের একটি সংগঠন
ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা
7074. ইন্টারফ্যাক্স হল-
চীনের একটি বার্তা সংস্থা
রাশিয়ার একটি বার্তা সংস্থা
কোরিয়ার একটি বার্তা সংস্থা
জাপানের একটি বার্তা সংস্থা
7077. 'বার্নামা' কোন দেশের সংবাদ সংস্থা?
ইন্দোনেশিয়া
ব্রুনাই দারুস-সালাম
মালয়েশিয়া
সিঙ্গাপুর
7079. 'সাইনিং পাথ' হচ্ছে-
হন্ডুরাসের রাজনৈতিক দল
নেপালের গেরিলা সংগঠন
নিকারগুয়ার রাজনৈতিক দল
পেরুর গেরিলা সংগঠন