Image
MCQ
22. তরল প্রবাহীর প্রবাহের অভ্যন্তরীণ বাধা দেওয়াকে বলে---
রেজিস্ট্যান্স
অ্যাডিসিভিটি
ভিসকোসিটি
কোহিশন
23. প্রিকুলিং রুমের তাপমাত্রা কত রাখা হয়?
5°C হতে 15°C
15°C হতে 24°C
24℃ হতে 35°C
35°C হতে 45°C
24. বাতাসের মধ্যে জলীয়বাষ্পের সম্পৃক্ত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা
ভেজা বাল্ব তাপমাত্রা
ডিউ পয়েন্ট তাপমাত্রা
পরম তাপমাত্রা
25. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং-এ CFC-এর অর্থ কী?
Community Festival Committee
Chloro-Fluoro Carbon
Combined Federal Campaign
Chrome-Fluoro Carbon
26. বাতাস শুদ্ধ বা স্বাভাবিক অবস্থায় পরিমাপকৃত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
27. বড় বড় রেফ্রিজারেশন প্লান্টের কন্ডেন্সারের তাপবাহিত পানি পুনরায় ব্যবহার উপযোগী বা ঠান্ডা করার যন্ত্রকে কী বলে?
এয়ারকুলার
কুলিং টাওয়ার
কন্ডেন্সার
ইভাপোরেটর
28. যান্ত্রিক ড্রাফট কুলিং টাওয়ার কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
29. পৃথিবীতে প্রথম হিমায়কের নাম কী?
ফ্রেয়ন
অ্যামোনিয়া
ইথার
সালফার ডাই-অক্সাইড
30. ব্রাইন ওয়াটার (লবণ ও পানির মিশ্রণ), পানি ও বাতাস কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
32. বাতাসের প্রধান বৈশিষ্ট্য পরিমাপক যন্ত্রের নাম কী?
এয়ার সাইক্রোমিটার
স্প্রিং সাইক্রোমিটার
স্লিং সাইক্রোমিটার
কোনোটিই নয়
33. এয়ারকন্ডিশনিং-এ FCU-এর অর্থ কী?
Flight Control Unit
Fan Coil Unit
Fuel Consumption Unit
কোনোটিই নয়
34. জলীয়বাষ্প সম্পৃক্ত অবস্থায় বাতাসের তাপমাত্রার পরিমাপ হলো-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
35. R-134a এর রাসায়নিক নাম ও সংকেত কী?
CCI3,F (ট্রাই ক্লোরো মনোফ্লোরো মিথেন)
CCI2F2 (ডাই ক্লোরো ভাই ফ্লোরো মিথেন)
CHCIF2 (মনোক্লোরো ডাই ফ্লোরো মিথেন)
C₂H₂F4 (টেট্রাফ্লোরো ইথেন)
36. CFC-12, HFC-134a কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
38. এয়ারকন্ডিশনিং-এ AHU-এর অর্থ কী?
Air Handling Unit
Air Handover Unit
Air House Unit
কোনোটিই নয়
39. যে রেফ্রিজারেন্ট অবস্থার পরিবর্তনের মাধ্যমে রেফ্রিজারেশন চক্রে তাপ স্থানান্তর করে, তাকে-- বলে।
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
40. বাতাসে জলীয়বাষ্প ও আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করাকে কী বলে?
সম্পৃক্ত বাতাস
আপেক্ষিক আর্দ্রতা
অতিমাত্রায় সম্পৃক্ততা
শুষ্ক বাতাস