Image
MCQ
1441. মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
অ্যাম্পিয়ারের সূত্র
ফার্মানেটর নীতি
হুইটস্টোন ব্রিজ নীতি
কোনোটিই নয়
1443. ইলেকট্রোস্ট্যাটিক ইফেক্ট ব্যবহার হয় শুধুমাত্র-
অ্যামিটারে
ওয়াটমিটারে
ভোল্টমিটারে
এনার্জি মিটারে
1444. এসি পরিমাপে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহারের উদ্দেশ্য-
তড়িতাহতের সম্ভাবনা কমানো
ইনস্ট্রমেন্টের রেঞ্জ বাড়ানো
ট্রান্সফরমেশন অনুপাত বৃদ্ধি করা
ইনস্ট্রমেন্টকে ত্রুটিমুক্ত করা
1445. ওয়াটমিটার একটি-
ইন্ডিকেটিং ইনস্ট্রমেন্ট
রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট
ইন্ট্রিগ্রেটিং ইনস্ট্রমেন্ট
অ্যাবসলুট ইনস্ট্রুমেন্ট
1446. রেকটিফায়ার ইনস্ট্রুমেন্টে ব্যবহৃত হয়-
মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট
২টি ওয়‍্যার ইনস্ট্রমেন্ট
মুভিং কয়েল পারমানেন্ট ম্যাগনেট ইনস্ট্রুমেন্ট
ডায়নামো মিটার টাইপ ইনস্ট্রুমেন্ট
1447. বিদ্যুৎপ্রবাহ মাপার যন্ত্রের নাম-
অ্যাম্পিয়ার মিটার
অ্যামিটার
গ্যালভানোমিটার
ভোল্টমিটার
1448. ডেসিবেল হলো-
পাওয়ারের রেশিও
এনার্জির রেশিও
পাওয়ারের একক
ভোল্টেজের একক
1449. ইনস্ট্রমেন্ট সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজন-
ডিফ্লেকটিং টর্ক
ড্যাম্পিং টর্ক
ইনট্রোলিং টর্ক
সব কয়টি
1450. এসি বিদ্যুৎ লাইনে ব্যবহারযোগ্য ক্লিপ-অন (Clip-on) মিটার দিয়ে আমরা সাধারণত কী পরিমাপ করি?
লাইন কারেন্ট
ফ্রিকুয়েন্সি
লাইন ভোল্টেজ
কিলোওয়াট
1451. ৫০০ কেভি এসি ভোল্টেজ নিচের কোনটির সাহায্যে মাপা যায়?
হট ওয়‍্যার ভোল্টমিটার
ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার
মুভিং আয়রন ভোল্টমিটার
যে-কোনো একটি দিয়ে
1452. বৈদ্যুতিক ক্যাবলের ইন্সুলেশন রেজিস্ট্যান্স মাপার যন্ত্রের নাম কী?
মেগার
ওহমমিটার
পটেনশিওমিটার
মাল্টিমিটার
1453. ভোল্টমিটার বর্তনীতে কীভাবে সংযুক্ত করতে হয়?
শ্রেণিতে
সমান্তরালভাবে
উভয় পদ্ধতিতে
কোনোটিই নয়
1454. এনার্জি মিটারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
১ ওয়াট-ঘণ্টা
১ কিলোওয়াট-ঘণ্টা
১০০ ওয়াট-ঘণ্টা
১০০০ কিলোওয়াট-ঘণ্টা
1455. একটি ইন্ডিকেটিং ইনস্ট্রমেন্ট এর ড্যাম্পিং ফ্রিকশনাল হলে পয়েন্টারটি-
খুবই দ্রুত উঠানামা করে
খুবই ধীরে উঠানামা করে
স্বাভাবিকভাবে উঠানামা করে
কোনোটিই নয়
1456. যে পদার্থের চৌম্বকগ্রাহিতা ক্ষুদ্র, কিন্তু ধনাত্মক, তা হলো-
ডায়াচৌম্বক পদার্থ
ফেরোচৌম্বক পদার্থ
প্যারাচৌম্বক পদার্থ
কোনোটিই নয়
1457. এনার্জি মিটার একটি-
ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট
রেকর্ডিং ইনস্ট্রমেন্ট
ইন্টিগ্রেটিং ইনস্ট্রমেন্ট
কোনোটিই নয়
1458. চৌম্বকগ্রাহিতা কাকে বলে?
চৌম্বক তীব্রতা ও চুম্বকায়ন তীব্রতার অনুপাত
চৌম্বক প্রবেশ্যতা ও চুম্বকায়ন তীব্রতার অনুপাত
চুম্বকায়ন তীব্রতা ও চৌম্বক তীব্রতার অনুপাত
চুম্বকায়ন তীব্রতা ও চৌম্বক প্রবেশ্যতার অনুপাত
1460. একটি ওয়াটমিটার নিম্নের কোন মানটি দেখায়?
অ্যাপারেন্ট পাওয়ার
রিয়‍্যাকটিভ পাওয়ার
অ্যাকটিভ পাওয়ার
কে.ভি.এ. মান