MCQ
2941. ডায়াম্যাগনেটিক পদার্থসমূহ-
চুম্বক কর্তৃক দুর্বলভাবে বিকর্ষিত হয়
অত্যন্ত ভালো ইন্সুলেশন
চৌম্বক মনোপোল
চৌম্বক পদার্থ এবং সিসার সঙ্কর ধাতু
2942. কোনো কোনো পদার্থের নিকট শক্তিশালী চুম্বক আনলে সামান্য আকর্ষণ করে। সে ধরনের পদার্থকে বলা হয়-
চৌম্বক পদার্থ
অচৌম্বক পদার্থ
প্যারাম্যাগনেটিক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
2943. প্রতি একক ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য উৎপাদিত ফ্লাক্সকে বলে চুম্বক পথের-
পারমিয়্যাবিলিটি
পারমিয়্যান্স
ফিল্ড ইনটেনসিটি
রিলেটিভ পারমিয়্যাবিলিটি
2944. পারদ- একটি পদার্থ।
প্যারাম্যাগনেটিক
ডায়াম্যাগনেটিক
চৌম্বক
অচৌম্বক
2945. ফ্লেমিং-এর বামহস্ত বিধি প্রয়োগ করা হয়-
জেনারেটরের ক্ষেত্রে
মোটরের ক্ষেত্রে
ট্র্যান্সফরমারের ক্ষেত্রে
কনভার্টারের ক্ষেত্রে
2946. স্বর্ণ একটি-
প্যারাম্যাগনেটিক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
ফেরো চৌম্বক পদাথ
অচৌম্বক পদার্থ
2947. ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির একক-
ওয়েবার/মিটার
গজ
ম্যাক্সওয়েল
অ্যাম্পিয়ারটার্ন/মিটার
2948. একটি চৌম্বকক্ষেত্রের যে-কোনো স্থানে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে যে বল অনুভূত হয়, তাকে বলা হয়-
ম্যাগনেটিক ইনটেনসিটি
ম্যাগনেটোমোটিভ ফোর্স
ম্যাগনেটিক ফ্লাক্স
ফ্লাক্স ডেনসিটি
2949. ম্যাগনেটিক ফ্লাক্সের পথ বরাবর প্রতি একক দৈর্ঘ্যের ম্যাগনেটোমোটিভ ফোর্সকে বলে-
ফিল্ড ইনটেনসিটি
mmf
ফ্লাক্স ডেনসিটি
Emf
2950. ম্যাগনেটিক ফ্লাক্সের একক-
ওয়েবার/মিটার
ওয়েবার
অ্যাম্পিয়ার-টার্ন
নিউটন/ওয়েবার
2951. রিলাকট্যান্স নির্ণয় করা হয়-
μL/A
L/μΑ
μΑ /L
A/ μL
2952. অনির্দিষ্টকালের জন্য চৌম্বক গুণাবলি ধরে রাখতে পারে যে পদার্থ, তা হলো-
নরম লোহা
কঠিন ইস্পাত
দস্তা
প্লাটিনাম
2953. একটি চৌম্বক উৎস কর্তৃক উৎপাদিত চৌম্বকক্ষেত্রের সমষ্টিকে বলা হয়-
চৌম্বকক্ষেত্র
চৌম্বক বলরেখা
ম্যাগনেটিক ইনটেনসিটি
ম্যাগনেটিক ফ্লাক্স
2954. ওয়েবার/বর্গমিটার হলো-
ফ্লাক্স ডেনসিটির একক
ম্যাগনেটিক ফ্লাক্সের একক
ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির একক
ম্যাগনেটোমোটিভ ফোর্সের একক
2955. প্রতি একক ক্ষেত্রফল ফ্লাক্সের পরিমাণকে বলে-
ফিল্ড ইনটেনসিটি
ফ্লাক্স ডেনসিটি
পারমিয়্যাবিলিটি
রিলেটিভ পারমিয়্যাবিলিটি
2956. প্লাটিনাম একটি- পদার্থ।
প্যারাম্যাগনেটিক
ডায়াম্যাগনেটিক
চৌম্বক
অচৌম্বক
2957. ম্যাগনেটিক সার্কিটের মধ্য দিয়ে ফ্লাক্স চালিত করার ঝোঁক বা প্রবণতাকে বলে-
Emf
mmf
ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি
পারমিয়্যাবিলিটি
2958. এমকেএস (MKS) পদ্ধতিতে অ্যাম্পিয়ার টার্ন/ওয়েবার-
mmf-এর একক
পারমিয়্যাবিলিটির একক
ফিল্ড ইনটেনসিটির একক
রিলাকট্যান্সের একক
2959. কারেন্ট বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল-
BVIL
VIL
BIL
BLV
2960. একটি চুম্বকের চারদিকে যতটুকু স্থান জুড়ে ঐ চুম্বকের প্রভাব বিদ্যমান থাকে, ঐ স্থানকে বলা হয়-
চৌম্বক বলরেখা
ম্যাগনেটিক ফ্লাক্স
চৌম্বকক্ষেত্র
ম্যাগনেটিক ইনটেনসিটি