Image
MCQ
1522. Microprocessor-এর কাজ নিচের কোনটি?
গাণিতিক ও যুক্তিমূলক কাজ
সময় নির্ধারণ ও নিয়ন্ত্রণ কাজ
ইনপুট এবং আউটপুট ডিভাইসের সমন্বয়সাধন
উপরের সবগুলো
1523. কী-বোর্ড, স্কেল, ডিসপ্লে এবং MPU- এই চারটি সেকশন নিয়ে কোন up টি গঠিত?
Intel-8255
Intel-8755
Intel-8275
Intel-8279
1524. কম্পিউটারের বিভিন্ন 1/0 ডিভাইসসমূহ ও মেমরিকে (p- এর সাথে সংযুক্ত করার পদ্ধতিকে কী বলে?
ইন্টারান্ট
ইন্টারফেসিং
মেমরি ম্যাপিং
কোনোটিই নয়
1525. একটি ইনস্ট্রাকশনের পূর্ণকাজ সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয়, তার নাম কী?
মেশিন সাইকেল
ইনস্ট্রাকশন সাইকেল
ক্লক পিরিয়ড
টাইমিং ডায়াগ্রাম
1526. নিচের কোন প্রোগ্রামের মাধ্যমে অ্যাসেম্বলি ভাষায় লিখিত নিমোনিক্সকে তাদের সমতুল্য মেশিন কোডে রূপান্তর করে?
কম্পাইলার
ডিবাগার
অ্যাসেম্বলার
ইমুলেটর
1530. Memory লোকেশনে Address পাঠানো এবং ইনস্ট্রাকশনের ধারাবাহিকতা রক্ষা করাই কীসের কাজ?
Accumulator
Program Counter
Stack Pointer
Interrupt Circuits
1531. কোন ধরনের অ্যাড্রেসিং মোডে কোনো অপারেন্ড ব্যবহার করা হয় না?
ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড
ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড
ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড
কোনোটিই নয়
1533. ৪086-এর Address Line দিয়ে কত মেমরি লোকেশনকে অ্যাড্রেস করা সম্ভব?
1 মেগাবাইট মেমরি
2 মেগাবাইট মেমরি
3 মেগাবাইট মেমরি
4 মেগাবাইট মেমরি
1534. সিস্টেমে 16 কিলোবাইট অপেক্ষা বেশি মেমরি ব্যবহার প্রয়োজন হলে কোন র্যাম ব্যবহৃত হয়?
স্ট্যাটিক র্যাম
ডাইনামিক র্যাম
উপরের দুটোই
কোনোটিই নয়
1535. গাণিতিক এবং যুক্তিক অপারেশনের ফলাফল অস্থায়ীভাবে জমারাখার কাজ করে নিচের কোনটি?
Flag রেজিস্টার
টেম্পোরারি রেজিস্টার
ইনস্ট্রাকশন রেজিস্টার
কোনোটিই নয়
1536. মাইক্রোপ্রসেসরের বাসসমূহ ব্যবহারের অনুমতি চাওয়ার জন্য নিচের কোন সিগন্যাল ব্যবহৃত হয়?
HOLD সিগন্যাল
HLDA সিগন্যাল
উপরের দুটোই
কোনোটিই নয়
1537. নিচের কোনটি অ্যারিথমেটিক এবং লজিক কার্যাবলি সম্পাদন করে?
Program counter
Stack Pointer
ALU
কোনোটি নয়