EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2821. কুইক সেটিং সিমেন্ট এর সেটিং টাইম কত মিনিট-
৫ মিনিট থেকে ১০ মিনিট
৫ মিনিট থেকে ৬০ মিনিট
৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ৬০০ মিনিট
2822. ৪ নং চালুনীতে বাধাপ্রাপ্ত সব এগ্রিগেট-
ফাইন এগ্রিগেট
কোর্স এগ্রিগেট
বাইন্ডিং ম্যাটেরিয়াল
কোনটি নয়
2823. নিচের কোনটি পিচ্ছিলকারক
কারক
তেল
পানি
মাটি
2824. দালানের বুনিয়াদ শক্ত করতে কোন পদ্ধতিতে শোরিং করা হয়?
ডেড শোরিং
রেকিং শোরিং
ফ্লাই শোরিং
স্ক্যাফোল্ডিং
2825. ভিত্তির ব্যর্থতার কারন কোনটি?
মাটির অসম বসন
মাটির অসম লোড
মাটির অসম প্রকৃতি
মাটির অসম গাথুনী
2826. বাকল অপসারিত গাছের কান্ডকে কী ধরণের টিম্বার বলে?
রাফ টিম্বার
লগ টিম্বার
কনভার্টেট টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
ব্যাখ্যা: ব্যাখ্যা: শাখা প্রশাখা ছেদিত গাছের কার্যকরী দৈর্ঘ্যের কান্ডকে মোটাসোটা ডালকেও) লগ বলে। সঠিক উত্তর: খ.
2827. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুইটি উপাদান-
লাইম, সিলিকা
লাইম, অ্যালুমিনা
লাইম, আয়রন অক্সাইড
কোনটি নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেন্টের সবথেকে বেশী পরিমাণে থাকে লাইম ও সিলিকা। এজন্য লাইম ও সিলিকা সিমেন্টের প্রধান দুইটি উপাদান। সঠিক উত্তর: ক.
2828. কাঠামোর স্ফেটিক সৃষ্টির জন্য দায়ী কোনটি-
আর্সেনিক
অ্যাসিড
লবন
ক্ষার
2829. নিচের কোনটি কৃত্তিম পাথর?
মোজাইক পাথর
বেলে পাথর
শেল পাথর
নিস পাথর
2830. সাধারনত রাস্তার কাজে ও ইটের মেঝেতে কোন বন্ড ব্যবহৃত হয়?
জিগ- জ্যাক বন্ড
ডায়াগোনাল বন্ড
হেরিং বোন বন্ড
ডাচ বন্ড
2831. স্থায়ী জলাবদ্ধ এলাকার কাঠামোর ভিত্তি নির্মাণ করা হয়-
পায়ার ভিত্তি
র্যাফট ভিত্তি
স্টিল গ্রিলেজ ভিত্তি
টিম্বার গ্রিলেজ পদ্ধতি
ব্যাখ্যা: ব্যাখ্যা: টিম্বার গ্রিলেজ ফাউন্ডেশনে স্টিলের জোয়েস্টের জায়গায় কাঠের তক্তা এবং বিম ব্যবহার করে। এই ফাউন্ডেশনটি জলাবদ্ধ এলাকায় বিশেষভাবে উপযোগী যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুব কম এবং যেখানে মাটির নিচের পানির কারণে ইস্পাতের বিমগুলি ক্ষয়প্রাপ্ত হতে পারে। মাটিতে লেডিং ৫০ থেকে ৬০ kN/m² পর্যন্ত সীমাবদ্ধ। মাটিতে জোয়েস্টের মধ্যে কোন কংক্রিট এম্বেড করা হয় না। সঠিক উত্তর: ঘ.
2832. পানি চক্র কি ধরনের প্রক্রিয়া?
কৃত্রিম
প্রাকৃতিক
জৈবিক
চুম্বকীয়
2833. হালকা পুরুত্বের কাঠের পাতকে কী বলা হয়?
ব্যাটেন বোর্ড
প্লাইউড
ভিনিয়ার
পুনঃ নির্মিত বোর্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১.৫ মিমি থেকে ৬ মিমি পুরু করে চেরাই করা পাতলা কারঠর পাতকে ভিনিয়ার বলে। সাধারণত মুল্যবান কাঠ যেমন- সেগুন, মেহগনি ইত্যাদি কাঠ থেকে ভিনিয়ার সংগ্রহ করা হয়। এগুলো বিভিন্ন শোভাবর্ধন কাজে ব্যবহার করা হয়। কাঠের লগ হতে, ধারালো অস্ত্রের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় খুব কম পুরুত্বের (০.৪-০.৬ মি: মি:) পাত তুলে নেয়া হয়। একে ভিনিয়ার বলে। সঠিক উত্তর: গ.
2834. কনক্রিট ঢালায়ের উপযুক্ত তাপমাত্রা কত
72-98° F
90-128°F
95-130°F
100-150°F
2835. Weight of a brick (একটি ইটের ওজন)
3 kg
3.175 kg
3.125 kg
3.5 kg
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন বইয়ে বিভিন্ন মান দেওয়া থাকলেও মূলত আদর্শ শুকনা ইটের ওজন 3.125 kg.
2836. শহর ও নগর এলাকার রান অফের সহগ কত ধরা হয়-
০.৭০
০.৯০
১.৩০
১.৫
2837. ছাদের পানি চুইয়ে পড়া প্রতিরোধ করার জন্য কী দ্বারা আবরণ সৃষ্টি করা হয়-
বিটুমিন
সোডা
পটাশ
কোনটি নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিটুমিন বাধুনী গুণ সম্পন্ন ও পানি অপ্রবেশ্য বিধায় ছাদের পানি চুইয়ে পড়া প্রতিরোধ করার জন্য বিটুমিন দ্বারা আবরণ সৃষ্টি করা হয়। সঠিক উত্তর: ক.
2838. সেতুর ভিত্তি নির্মাণে মাটি পরীক্ষার জন্য ব্যবহৃত হয় কোনটি?
পারকুশন বোরিং
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
টেস্ট সিলিন্ডার
2839. কোন ধরনের মাটির ভার বহন ক্ষমতা বেশী?
বেলেমাটি
এটেল মাটি
দোআশ মাটি
বালি
2840. দেওয়ালের আড়াআড়ি ইটের স্থাপনেকে বলে-
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার