MCQ
2861. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
নওগাঁ
বগুড়া
নাটর
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: তথ্য: নাটোর শহর হতে ৩ কিলোমিটান উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস বিখ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দিঘাপতিয়া পরগণা উপহার দেন।
2862. প্রি-কাস্ট পাইলের দৈর্ঘ্য-
৩-১৫ মি.
৪.৫-৩০ মি.
১৫-৪০ মি.
ঘ. ২-৪০ মি.
2863. পেভমেন্ট এর অংশ কয়টি-
৩
৪
৫
৬
ব্যাখ্যা: ব্যাখ্যা: Flexible সড়কের পেভমেন্ট এর অংশ ৪টি
i. Sub grade
iii. Base course
ii. Sub base
iv. Wearing course
Right সড়কের পেভমেন্ট এর অংশ ৩টি
i. Sub grade
ii. Sub base
iii. Concrete slab
2864. নিচের কোনটি কোহেসিভ সয়েল?
গ্রাভেল
বোল্ডার
বালি
ক্লে
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোহেসিভ সয়েল পানির উপস্থিতিতে নম্যতা প্রাপ্ত হয়। যেমন- পলি ও কাদা (ক্লে)।
সঠিক উত্তর: ঘ
2865. কোন ধরনের এগ্রিগেট উচ্চ শক্তি প্রদান করে-
Angular
Round
Unequal sized
None of this
ব্যাখ্যা: ব্যাখ্যা: Angular এগ্রিগেটের মাঝে ইন্টারলক সৃষ্টি হয় বিধায় উচ্চ শক্তি প্রদান করে। Round এবং Unuqual sized এগ্রিগেটের মাঝে ইন্টারলক সৃষ্টি হয় না বিধায় উচ্চ শক্তি প্রদান করে না। সঠিক উত্তর: ক
2866. একই তলে যে কোন বিন্দুতে যুগলের মোমেন্ট মান
সমান
৩ গুণ
৪ গুণ
৫ গুণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি কঠিন পদার্থের দুই বিন্দুতে ক্রিয়াশীল দুটি একই পরিমাণের অসদৃশ্য (বা বিপরীতমুখী) সমান্তরাল বল একটি যুগল বা জোড় গঠন করে। যুগল সৃষ্টি করে এরূপ বলদ্বয়ের ক্রিয়ারেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্বকে জোড়ায় বাহু বলা হয় এবং জোড় সৃষ্টিকারী বলদ্বয়ের যে কোন একটি বল ও জোড়ার বাহুর গুণফলকে ঐ জোড়ার মোমেন্ট বলা হয়। একই তলে যে কোন বিন্দুতে যুগলের মোমেন্টের মান সমান।
সঠিক উত্তর: ক
2867. লেভেল যন্ত্রের সমন্বয় কত প্রকার?
2
3
4
5
ব্যাখ্যা: ব্যাখ্যা: লেভেল যন্ত্রের সমন্বয় ২ প্রকার (স্থায়ী, অস্থায়ী)। অস্থায়ী সমন্বয়- ৫টি ধাপে করা হয়। লেভেলিং প্রধানত ২ প্রকার (প্রত্যক্ষ ও পরোক্ষ)। প্রত্যক্ষ লেভেলিং ৭ (সাত) প্রকার, পরোক্ষ লেভেলিং ৩ (তিন) প্রকার।
সঠিক উত্তর: ক
2868. বীম কলামের উপর প্লাস্টারের অনুপাত কত-
1:3
1:4
1:6
1:7
ব্যাখ্যা: ব্যাখ্যা: আর.সি.সি পৃষ্ঠতলে সিমেন্ট:বালি অনুপাত হচ্ছে ১:৪ এবং ইটের পৃষ্ঠতলে ১:৬।
সঠিক উত্তর: ক
2869. আন্ডার পাইপিং এর পদ্ধতি-
২টি
৩ টি
৪টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: পুরাতন ভিত্তিকে শক্তিশালী করা অথবা পুরাতন ভিত্তির স্থলে নতুন ভিত্তি প্রদান করার পদ্ধতিকে আন্ডার পাইনিং বলে। আন্ডার পাইপিং ২ প্রকার। সঠিক উত্তর: ক
2870. জড়তার ভ্রামক কত প্রকার-
২প্রকার
৩প্রকার
৪প্রকার
৫প্রকার
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: ব্যাখ্যা: জড়তার ভ্রামক (Moment of inertia) মূলত ২প্রকার-
i. Mass moment of inertia
ii. Area moment of inertia
2871. কোন মৃত্তিকার তারল্য সীমা ২০% এর কম হলে তা কোন মৃত্তিকা?
বেলে
পলি
কাদা
নম্যতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: বেলে মাটি ব্যতিত অন্যান্য যে কোন মৃত্তিকার তারল্য সীমা ২০% এর বেশী।
সঠিক উত্তর: ক
2872. ক্লে সিমেন্ট ব্যবহার করা হয়-
সামুদ্রিক নির্মাণ কাজে
বাঁধ নির্মাণে
সেতু নির্মাণে
কনভার্টেড এভিলেশন
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন প্রকার সিমেন্টের ব্যবহার:
১. ক্যার সিমেন্ট: মোজাইক বা সৌন্দর্য বৃদ্ধির কাজে
২. হাই আরলি স্ট্রেংথ পোর্টল্যান্ড সিমেন্ট: দ্রুত কঠিন ভবন
অর্জনের জন্য
৩. অ্যালুমিনাস সিমেন্ট: ২৪ ঘন্টায় ৭৫% শক্তি অর্জনের
জন্য।
৪. ক্লে সিমেন্ট: সামুদ্রিক নির্মাণ কাজে
৫. এয়ার এনট্রেইনিং সিমেন্ট: বরফ আচ্ছাদিত স্থানে।
৬. পাজোলান সিমেন্ট: অগ্নী নির্বাপক কাজে।
উত্তর: ক.
2873. টেকোমিটার দিয়ে কি মাপা হয়-
বিয়ারিং
কোণ
দৈর্ঘ্য
উচ্চতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: টেকোমিটার জরিপ কৌনিক জরিপ বিজ্ঞানের একটি শাখা। টেকোমিটার দিয়ে কোণ মাপা হয়। সঠিক উত্তর: কোণ
2874. ভার্সাই নগরী কোথায় অবস্থিত?
ফ্রান্স
জার্মানি
ইংল্যান্ড
আমেরিকা
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: তথ্য: ভার্সাই ফ্রান্সের একটি নগরী।
2875. নিচের কোনটিকে পাতন করে তলানি হিসাবে পিচ পাওয়া যায়-
টার
বিটুমিন
অ্যাস্ফাল্ট
ইমালশন
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পিচ (Pitch): Bituminous গুন সম্পন্ন ও কালো বর্ণের সান্দ্র পদার্থ। টার ও জৈব পদার্থের পাতন প্রক্রিয়ায় পিচ পাওয়া যায়।
উত্তর: ক.
2876. ৬৩% লাইম মিশ্রিত থাকে কোন সিমেন্টে?
ক্লে সিমেন্ট
পোর্টল্যান্ড সিমেন্ট
অ্যালুমিনাস সিমেন্ট
কনভার্টেড সিমেন্ট
Civil Department
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেন্টটে ৬৩ থেকে ৬৫% লাইম মিশ্রিত থাকে। সঠিক উত্তর: খ. পোর্টল্যান্ড সিমেন্ট
2877. শোরিং কত প্রকার-
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাময়িকভাবে বিপদগ্রস্থ কাঠামোকে সাপোর্ট প্রদান করার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে শোরিং বলে। শোরিং ৩ প্রকার।
I. Raking shoring
ii. Flying shoring
iii. Dead shoring
2878. বলের প্রভাব অনুসারে মোমেন্ট কত প্রকার-
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বলের প্রভাবে অনুসারে মোমেন্ট দুই প্রকার।
1. clockwise moment.
2. anticlockwise moment.
2879. ল্যামিনিঙ্কেট ক্রান্তি বাঁক ব্যবহৃত হয়-
রেলপথ
বাধে
সেতুতে
সড়ক পথে
Civil Department
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: ব্যাখ্যা: অনেক সময় ফ্লাই ওভারের সংযোগ সড়ক অনেকটা বৃত্তাকার
পথে ঘুরিয়ে এনে ফ্লাই ওভারের সংযোগ দেওয়া হয় একেি
ল্যামিনিস্কেট ক্রান্তি বাঁক বলে।
উত্তর: সড়ক পথে
2880. কাঠে কার্বনের পরিমাণ কত-
৩৯%
৪৯%
৫৯%
৬৯%