2863. একই তলে যে কোন বিন্দুতে যুগলের মোমেন্ট মান
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি কঠিন পদার্থের দুই বিন্দুতে ক্রিয়াশীল দুটি একই পরিমাণের অসদৃশ্য (বা বিপরীতমুখী) সমান্তরাল বল একটি যুগল বা জোড় গঠন করে। যুগল সৃষ্টি করে এরূপ বলদ্বয়ের ক্রিয়ারেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্বকে জোড়ায় বাহু বলা হয় এবং জোড় সৃষ্টিকারী বলদ্বয়ের যে কোন একটি বল ও জোড়ার বাহুর গুণফলকে ঐ জোড়ার মোমেন্ট বলা হয়। একই তলে যে কোন বিন্দুতে যুগলের মোমেন্টের মান সমান।
সঠিক উত্তর: ক