MCQ
6201. একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’- ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী ?
ভাই
চাচা
ছেলে
কোনো সম্পর্ক নেই
6202. বাংলাদেশে কত সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করা হয়?
২০১০
২০১১
২০১২
২০১৩
6203. DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
DE
ED
FG
GF
6204. CPM means-এর পূর্ণ অভিব্যাক্তি হলো-
computer programming mode
critical path method
controlling planning and management
crucial project management
6205. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?
সমাজ
নৈতিক চেতনা
রাষ্ট্র
ধর্ম
6206. বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কতটি?
৩টি
৫টি
৪টি
৬টি
6207. কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্বারোপ করে?
আত্মস্বার্থবাদ
পরার্থবাদ
পূর্ণতাবাদ
উপযোগবাদ
6208. উৎপত্তিগত অর্থে Governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ল্যাটিন
গ্রিক
হিব্রু
ফারসি
6209. ‘শাসক যদি মহৎগুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর।’ – এটি কে বলেছেন?
সক্রেটিস
প্লেটো
অ্যারিস্টটল
বেনথাম
6210. লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?
৩০ পাউন্ড
২৫ পাউন্ড
৪০ পাউন্ড
৩৫ পাউন্ড
6211. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
২০
২৬
৩০
২৫
6212. Human Society in Ethics Politics গ্রন্থের লেখক কে?
প্লেটো
রুশো
বার্ট্রান্ড রাসেল
জন স্টুয়ার্ট মিল
6213. On Liberty গ্রন্থের লেখক কে?
ইমানুয়েল কান্ট
টমাস হবস্
জন স্টুয়ার্ট মিল
জেরেমি বেন্থাম
6214. The property of a material by virtue of which it can be beaten or rolled into plates is called (পদার্থের যে গুণের জন্য একে পিটিয়ে পাত করা যায় তাকে বলে)
malleability
ductility
plasticity
elasticity
6215. ‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক কে?
ইমামুয়েল কান্ট
হার্বাট স্পেন্সার
বার্ট্রান্ড রাসেল
অ্যারিস্টটল
6216. একজন ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এরপর আবার ৫ মাইল পশ্চিমে যায় । যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
৮ মাইল
১৫ মাইল
১২ মাইল
উপরের কোনোটিই নয়
6217. প্রতিযোগিতায় সবসময় কী থাকে?
topic
examination
party
participant
6218. সুশাসনের মূল ভিত্তি কী?
মূল্যবোধ
আইনের শাসন
গণতন্ত্র
আমলাতন্ত্র
6219. নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয় । কোন শব্দটি আলাদা?
Conventional
Peculier
Conservative
Traditional
6220. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
চাঁদ
প্লুটো
মঙ্গল
পৃথিবী