EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6141. Concrete-এর Water-cement ration 0.5 হলে 10 ব্যাগ Cement-এর জন্য কতটুকু পানি প্রয়োজন?
150 Litre
400 Litre
250 Litre
200 Litre
ব্যাখ্যা: W/C Ratio = Water/ Cement ⇒0.5 = Water/10 ×50 ⇒ Water = 250 litre.
6142. নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
৩.৪৩ কিমি
৩.৩৪ কিমি
৪.৩৩ কিমি
৪.৪৩ কিমি
ব্যাখ্যা: কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেলের নাম দেয়া হয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'। এটি কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে।
6143. 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?
সুকুমার সেন
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে আবিষ্কৃত হয়। চর্যার পুঁথিতে ৫১টি গান ছিল, যার মধ্যে সাড়ে ৪৬টি পাওয়া গেছে।
6144. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
কর্ণফুলী
সাঙ্গু
তিস্তা
মেঘনা
ব্যাখ্যা: কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলায় অবস্থিত একমাত্র কৃত্রিম হ্রদ। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এই হ্রদ তৈরি করা হয়েছে।
6145. কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে কোন দেশে?
চীন
ভারত
পাকিস্তান
থাইল্যান্ড
ব্যাখ্যা: কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে (১০,৩৭,৬৬৪ জন)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত (৫,২৪,৮০৩ জন)।
6146. সিমেন্ট গুদামজাত করলে স্তুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?
১০ ব্যাগ
২০ ব্যাগ
১৫ ব্যাগ
কোনোটিই নয়
6147. ইউক্রেনের রাজধানীর বর্তমান নাম কী?
জেনেভা
কিয়েভ
রোস্টভ
বদরুঙ্কু
ব্যাখ্যা: ইউক্রেনের, রাজধানীর নাম কিয়েভ। এটি দনিপার নদীর তীরে অবস্থিত।
6148. 'Swansong' refers to
a song
a swan
last work of an artist
song of an artist
ব্যাখ্যা: 'Swansong', phrase-টির অর্থ কোনো ব্যক্তির শেষ কাজ। Option (গ)-এর অর্থ একজন শিল্পীর শেষ কর্ম। তাই এটি সঠিক উত্তর।
6149. Fill in the blank. I ---a good film last week.
have seen
have watched
see
saw
ব্যাখ্যা: বাক্যে last week, last night, last year, last month, yesterday ইত্যাদি থাকলে verb-এর past form হয়। এখানে Option (ঘ)টি past form-এ আছে।
6150. 'বীরবল' কার ছদ্মনাম?
প্রমথনাথ বিশী
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ চৌধুরী
প্রমথনাথ বসু
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটো গল্পকার। ৩২ বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন।
6151. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত
বিসর্জন
ডাকঘর
অচলায়তন
ব্যাখ্যা: 'বসন্ত' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে।
6152. 'Animal Farm' is written by -.
George Orwell
Jane Austen
Henry Fielding
E.M. Forster
ব্যাখ্যা: 'Animal Firm', ব্রিটিশ ঔপন্যাসিক Georga Orwell রচিত একটি উপন্যাস। Jane Austen তাঁর Pride & Prejudice উপন্যাসের জন্য পরিচিত। E.M. Forster, Passage to India এবং Henry Fielding, Tom Jones-এর জন্য বিখ্যাত।
6153. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী"- গানটির রচয়িতা কে?
শামসুর রাহমান
হাসান হাফিজুর রহমান
আলতাফ মাহমুদ
আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা: আবদুল গাফফার চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
6154. সঠিক বানান কোনটি?
প্রতিযোগীতা
মুমুর্ষু
পুরস্কার
সবগুলোই
ব্যাখ্যা: শুদ্ধ বানান- প্রতিযোগিতা, মুমূর্ষু।
6155. গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: গঠনগত দিক থেকে বাংলা বাক্য ৩ প্রকার; যথা- ১। সরলবাক্য ২। জটিল বা মিশ্র বাক্য ৩। যৌগিক বাক্য।
6156. Sand pile কেন করা হয়?
Soil থেকে পানি নিষ্কাশনের জন্য
Vertical load নেয়ার জন্য
Soil compaction-এর জন্য
Horizontal load নেয়ার জন্য
ব্যাখ্যা: স্যান্ড পাইলিং একটি Soil iprovement technique, যা মাটির বিয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি করে।
6157. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধৃত করা হয়েছে?
অনুচ্ছেদ-৭
অনুচ্ছেদ-৪(১)
অনুচ্ছেদ-৪ক
অনুচ্ছেদ-৭(গ)
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান ৪ক অনুচ্ছেদ অনুযায়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয়, সরকারি ও আধা- সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
6158. Rail-এর Super-elevarion কোন Parameter-এর সাথে বিপরীত আনুপাতিক (Inversely proportional)?
Velocity
Radius of the curve
Gauge
কোনোটিই নয়
6159. ১০ মিটার দৈর্ঘ্যের একটি Simiply supported beam- এর ঠিক মধ্যখানে একটি 10KN concentrated load প্রয়োগ করলে সর্বোচ্চ Bending moment কত হবে?
100 KN-m
25 KN-m
50 KN-m
কোনোটিই নয়
ব্যাখ্যা: Bending moment, M= PL/4= 10x10/ 4 = 25 kN-m