EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6463. The method of surveying in which field work and plotting work are done simultaneously, is called (সার্ভেয়িং পদ্ধতিতে মাঠের কাজ এবং প্লটিং কাজ একই সাথে করা হয় তাকে বলে)
compass surveying
levelling
plane tabling
chain surveying
ব্যাখ্যা: তথ্য: plane table surveying সাধারণত মাঠে সারেজমিনে কাজ করা হয়ে থাকে এজন্য এই পদ্ধতিতে মাঠের কাজ এবং প্লটিং কাজ একই সাথে করা হয়।
6464. The contour interval depends upon the (কন্টুর বিরতি নির্ভর করে) nature of the ground (ভূমির প্রকৃতি) scale of map (ম্যাপের স্কেল purpose and extent of survey (সার্ভেয়িং এ উদ্দেশ্য) all of these তথ্য: nature of the ground (ভূমির প্রকৃতি), scale of map (ম্যাপের স্কেল), and purpose and extent of survey (সার্ভেয়িং এ উদ্দেশ) এর উপর কন্টুর বিরতি নির্ভর করে।
nature of the ground (ভূমির প্রকৃতি)
scale of map (ম্যাপের স্কেল
purpose and extent of survey (সার্ভেয়িং এ উদ্দেশ্য)
all of these
ব্যাখ্যা: তথ্য: nature of the ground (ভূমির প্রকৃতি), scale of map (ম্যাপের স্কেল), and purpose and extent of survey (সার্ভেয়িং এ উদ্দেশ) এর উপর কন্টুর বিরতি নির্ভর করে।
6465. Falling drop of water become sphere due to the properties of water is called-
cohesion (সংসক্তি)
adhesion (সংযুক্তি)
viscosity (সান্দ্রতা)
surfacetension (পৃষ্ঠটান)
6466. Super elevation given by where e is the equilibrium superelevation, G is the gauge, V is the velocity, g is the accelaration due to gravity, and R is the radius of the curve--
V/127R
v/127R
Gv^2/gR
Gv^2/GR
6469. Change the voice: 'Do not laugh at the lame man'
Let not the lame man be laughed at
Let the lame man not laughed at
Let the lame man not laughed at by someone
The lame man is not to be laughed at
6470. 'হাতহদাই' নাটকটি কে লিখেছেন?
গিরীশ্চন্দ্র ঘোষ
উৎপল দত্ত
মান্নান হীরা
সেলিম অলদীন
6471. কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হলেন-
নিউটন
ম্যাক্সপ্ল্যাঙ্ক
হাইগেন
ম্যাক্সওয়েল
6472. The bending moment of a cantilever beam of length Land carrying a uniformly distributed of w per unit length is (L দৈর্ঘ্যেও ক্যান্টিলিভার বীমের প্রতি একক দৈর্ঘ্য সমভাবে বিস্তৃত লোড w হলে বেল্ডিং মোমেন্ট-)
zero
wL²
wL²/2
WL
ব্যাখ্যা: তথ্য: মোট লোড = প্রতি একক দৈর্ঘ্যে সমভাবে বিস্তৃত লোড মোট দৈর্ঘ্য = WL মোমেন্ট = বল * মধ্যবর্তী লম্ব দূরত্ব =WL* L/2=wL²/2 মনে রাখবেন সমভাবে বিস্তৃত লোড w কে বীমের মধ্যবিন্দুতে পয়েনন্ট লোড হিসাবে গণ্য করতে হবে।
6473. The mass per unit volume of a liquid at a standard temperature and pressure is called--. (নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন তরলের একক আয়তনের ভরকে বলে)
specific weight
mass densit
specific gravity
none of these
ব্যাখ্যা: তথ্য: Mass Density (ঘণত্ব): নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন তরলের একক আয়তনের ভর উহার ঘনত্ব বলে।
6474. Modular ratio of the two materials is the ratio of (দুটি বস্তুর মডুলার রেশিও হল........... অনুপাত)
liner stress to linear strain
shear stress to shear strain
their modulus of elasticities
their modulus of rigidities
ব্যাখ্যা: তথ্য: মডুলার রেশিও Steel এবং Concreteএর মডুলার গুনাঙ্কের (modulus of elasticities) অনুপাতকে মডুলার রেশিও বলে।
6476. The pressure measured with the help of pressure gauge is called-
Gauge Pressure
Atmospheric Pressure
Vaccum Pressure
Absolute Pressure
ব্যাখ্যা: তথ্য: পরম চাপ (Absolure Pressure): কোন স্থানে আর্দশ বায়ুর চাপ এবং গেজে চাপের বীজগাণিতিক যোগফলকে পরম চাপ বলে। গেজ চাপ (Gauge Pressure): চাপমান যন্ত্রের সাহায্যে যে চাপ পরিমাপ করা হয় তাকে গেজ চাপ বলে। এই সকল বাতাসের চাপকে শূন্য ধরে গেজে দাগাঙ্কিত করা হয়।
6477. The shear force of a cantilever beam of length L carrying a uniformlydistributed load if w per unit length is (L দৈঘ্যের ক্যান্টিলিভার বীমের প্রতি একক র্দৈঘ্য সমভাবে বিস্তৃত লোড w হলে শিয়ার ফোর্স)
zero
wL/4
wL/2
WL
ব্যাখ্যা: তথ্য: উলম্ব বলের বীজগাণিতিক যোগফলই শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স প্রতি একক দৈর্ঘ্য সমভাবে বিস্তৃত লোড মোট দৈর্ঘ্য = WL [অর্থাৎ লোডই এ ক্ষেত্রে শিয়ার ফোর্স।
6478. Optical squar কিভাবে কোণ মাপে-
Refraction দ্বারা
Reflection দ্বারা
double Refraction দ্বারা
double Refraction দ্বারা
ব্যাখ্যা: তথ্য: Optical squar-এ দুটি দর্পণ ব্যবহৃত হয়। এদের মাঝে অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে সমকোণী Offset স্থাপন করা হয়।
6479. The point of contraflexure is a point where কন্ট্রাফ্লেক্সার হল এমন একটি বিন্দু যেখানে ......)
shear force changes sign (শিয়ার ফোর্স-এর চিহ্ন পরিবর্তন হয়)
bending moment changes sign (বেল্ডিং মোমেন্ট চিহ্ন পরিবর্তন হয়)
shear force is maximum (শিয়ার ফোর্স সর্বোচ্চ)
bending moment is maximum
ব্যাখ্যা: তথ্য: Point of contraflexure: বীমের যে বিন্দুতে বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান পজেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজেটিভ হয় ঐ বিন্দুকে কন্ট্রাফ্লেক্সার পয়েন্ট বলে। উক্ত বিন্দুতে বীম কখনও বাকা হবে না। অনেকের মতে, Point of contraflexure Point of Inflection একই বিন্দু, যদিও এই ধারনা সত্য নয়। এদের মাঝে কিছুটা পার্থক্য বিদ্যমান।
6480. The ratio of weight of liquid to the weight of pure water at a standard temperature is called--
specific weight
mass densit
specific gravity
none of these
ব্যাখ্যা: তথ্য: কোন তরল পদার্থ পানির চেয়ে যত গুণ ভারী তাকে ঐ তরলের আপেক্ষিক গুরুত্ব বলে। সিজিএস এককে আপেক্ষিকক গুরুত্বই উহার ঘনত্ব।