EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6602. 'A man of straw' menas-
a man lack of money
a man of substance
a man lack of money
a man of no substance
ব্যাখ্যা: A man of straw (অপদার্থ লোক) idiom টির অর্থ a man of no substance.
6603. দুগ্ধদানকারী মায়ের জন্য কোন মিনারেল অত্যন্ত জরুরী?
জিংক
আয়োডিন
ক্যালসিয়াম
আয়রন
ব্যাখ্যা: ক্যালসিয়াম হচ্ছে Ca প্রতীকযুক্ত একটি- মৌলিক পদার্থ, যার পারমাণবিক সংখ্যা ২০। ক্যালসিয়াম একটি ক্ষারীয় ধাতব পদার্থ। এজন্য ক্যালসিয়াম বেশ প্রতিক্রিয়াশীল ধাতু।
6604. 'আকাদামি' কোন ভাষার শব্দ?
ফারসি
ফরাসি
ইংরেজি
গ্রিক
6605. বিশ্ব বিখ্যাত কম্পিউটার নিমার্তা প্রতিষ্ঠান IBM কে বলা হয়-
ব্লু উইন্ডো
ব্লু হান্টার
গ্রে ব্লু
বিগ ব্লু
6606. নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ-
ax²+bx+c=0
y² = a(x - 2)
x² + (y-2)² = 7
y² = 2x +7
ব্যাখ্যা: সমাধান: আমরা জানি, বৃত্তের সাধারণ সমীকরণ, x²+ -(x - h)² + (y - k)² = r² এখানে, অপশন (গ) হতে পাই, x² + (y-2)² = 7 ⇒(x-0)2 + (y-2)² = (√7) ²? যা বৃত্তের সমীকরণ।
6607. অপরাজেয় কথাশিল্পী হলেন-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
6608. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
গলন
বাষ্পীভবন
প্রস্বেদন
সালোকসংশ্লেষণ
6609. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে?
৯৯.৯৭%
৯৮%
৯৪%
৯০%
ব্যাখ্যা: বায়ুমন্ডলের মোট শক্তির ৯৯.৯৭% আসে সূর্য থেকে। সূর্য থেকে আগত এ শক্তি বায়ুমন্ডল তাপীয় শক্তি হিসেবে ধারণ করে।
6611. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর উল্লেখ করা হয়েছে?
৩ নং
৪ নং
৫ নং
৬ নং
ব্যাখ্যা: ১৩ এ গানটির প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে জানুয়ারি, ১৯৭২ মন্ত্রীসভার প্রথম বৈঠকে নির্বাচিত হয়। সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে 'আমার সোনার বাংলা' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়েছে।.
6612. Put the right form of verb - Many flowers (bloom) everyday.
bloom
has bloomed
have bloomed
blooms
ব্যাখ্যা: সাধারণত plural noun এর পরে plural verb বসে। Plural verb এর সাথে s বা es যুক্ত হয় না।
6613. Trees have....... off their leaves.
cast
thrown
fallen
put
ব্যাখ্যা: কোনো কিছু পরিত্যাগ করা অর্থে cast এর পরে preposition হিসেবে off বসে।
6614. একটি কোণের দ্বিগুণ 60 হলে তার পূরক কোণ কত?
15
20
60
30
ব্যাখ্যা: সমাধান: কোণটি 60° 2 = 30° এর পূরক কোণ = 90° -30°= 60°
6615. কোন বানানটি শুদ্ধ?
বুদ্ধিজীবী
বুদ্ধিজিবী
বুদ্ধিজিবি
বুদ্ধীজীবী
6616. 'বনলতা সেন' কবিতাটি রচনা করেন-
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর.
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
ব্যাখ্যা: বনলতা সেন জনপ্রিয়তম বাংলা কবিতাগুলোর মধ্যে অন্যতম। কবিতাটির রচয়িতা বিংশ শতাব্দীর আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশ।
6617. মানবদেহে তাপ ও শক্তি উৎপাদন করে কোনটি?
ভিটামিন
পানি
স্নেহ পদার্থ
খনিজ লবন
6618. একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয়ে যত ক্ষতি হয় ৪৫০ টাকায় বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত?
৩৬৯ টাকা
৩৯৮ টাকা
৩৯৬ টাকা
৬৩৯ টাকা
ব্যাখ্যা: সমাধান: ছাতাটির ক্রয়মূল্য x টাকা হলে, শর্তমতে, ৩(x - ৩৭৮) = ৪৫০ – x বা, ৩x - ১১৩৪ = ৪৫০ - x বা, ৪x = ১৫৮৪ x = ৩৯৬
6619. Break a leg' means-
good luck
bad luck
to hurt
to be failed
ব্যাখ্যা: Break a leg (শুভ কামনা জানানো) idiom টির অর্থ- good luck.
6620. দুইটি সংখ্যার গ.সা.গু 11 ও ল.সা.গু 7700 একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত?
318
308
283
279
ব্যাখ্যা: সমাধান: ধরি, অপর সংখ্যাটি x আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = 7700 × 11 বা , 275 × x = 7700 × 11 7700 × 11 / 275 = 308