EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8021. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?
কার্বন ডাই-অক্সাইড
মিথেন
সিএফসি
নাইট্রাস অক্সাইড
8022. যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?
রিচার্ড নিক্সন
কেনেডি
বিল ক্লিনটন
ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি হতে নির্বাচিত। হন। বিল ক্লিনটন, রিচার্ড নিক্সন ও জন এফ. কেনেডি ছিলেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের ৪২তম, ৩৭তম ও ৩৫তম প্রেসিডেন্ট। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বয়োজ্যেষ্ঠ এবং ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক পার্টি হতে নির্বাচিত হন।
8023. বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?
১৫ নভেম্বর ২০০৭
১৬ নভেম্বর ২০০৭
১৭ নভেম্বর ২০০৭
১৮ নভেম্বর ২০০৭
8024. 'ভিক্টোরিয়া ডেজার্ট' কোথায় অবস্থিত?
কানাস্তা
পশ্চিম আফ্রিকা
নর্থ আমেরিকা
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা ভিক্টোরিয়া ডেজার্ট বা গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট হলো দক্ষিণ ও পশ্চিম অস্ট্রেলিয়ার সমতল তৃণভূমি, নোনা হ্রদ, বালির স্তূপ এবং মুড়ি পাথরের ঘন সন্নিবিষ্ট অঞ্চল নিয়ে অবস্থিত অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় ৪,২২,৪৬৬ বর্গকিমি। ভিক্টোরিয়া মরুভূমিতে তুলনামূলকভাবে অনেক বজ্রঝড় হয়। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর 'গ্রেট ব্যারিয়ার রিফ' অস্ট্রেলিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাছাড়া বিশ্বের বৃহত্তম মরুভূমি 'সাহারা মরুভূমি' আফ্রিকা মহাদেশে অবস্থিত।
8025. ২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
সিঙ্গাপুর
জাকার্তা
ম্যানিলা
বালি
8026. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
১৫০ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২৫০ নটিক্যাল মাইল
৩০০ নটিক্যাল মাইল
8027. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
সাইপ্রাস
আলজেরিয়া
ইস্টোনিয়া
মাল্টা
ব্যাখ্যা: ব্যাখ্যা ১৯৫৭ সালের ২৫ মার্চ ইউরোপের ছয়টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা 'রোম চুক্তি' নামে পরিচিত। এই চুক্তির ফলে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় আত্মপ্রকাশ করে। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্টে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের ফলে ১২টি দেশ নিয়ে ১৯৯৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন একক মুদ্রা হলো ইউরো, যা ১৯৯৯ সালে চালু হয়। বর্তমানে ২৭টি দেশের মধ্যে ২০টিতে এই মুদ্রা চালু আছে। সাইপ্রাস, এস্তোনিয়া ও মাল্টা তিনটি দেশ একই সালে তথা ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেন।
8028. তিব্বত একটি-
উপত্যকা
দ্বীপ
উপদ্বীপ
মরুভূমি
ব্যাখ্যা: ব্যখ্যা উপত্যকা হলো দুইটি পাহাড়ের মধ্যে অবস্থিত। সমতল বা অসমতল এবং ঢালু প্রশস্ত ভূমিক্ষেত্র, যার ভিতর দিয়ে নদী প্রবাহিত হতেও পারে আবার নাও হতে পারে। অন্যদিকে, তিনদিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। যেমন- কোরীয় উপদ্বীপ অন্যদিকে, চারদিকে জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে। যেমন- বোর্নিও। সুতরাং সঠিক উত্তর হবে। তিব্বত একটি উপত্যকা।
8029. কোনটি প্রাচীন সভ্যতা?
গ্রিস
মেসোপটেমিয়া
রোম
সিন্ধু
8030. পৃথিবীর গভীরতম স্থান:
ম্যারিয়ানা ট্রেঞ্চ
ডেড সী
বৈকাল হ্রদ
লোহিত সাগর
8031. 'বান্দা আচেহ' কোথায় অবস্থিত?
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
ফিলিপাইন
কম্বোডিয়া
8032. 'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রম শুরু হয়:
২০০০ সালে
২০০১ সালে
২০১৩ সালে।
২০১৬ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা: চীনা উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) হচ্ছে এশীয় বিশ্বায়নের কর্মসূচি, যার কার্যক্রম শুরু হয় ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নব্বই দশকের গোড়ার বিশ্বায়নকে বলা হচ্ছে বিশ্বায়ন ১.০। আর বিআরআই প্রকল্প পুরোদমে বাস্তবায়িত হলে এটি হয়ে উঠবে বিশ্বায়ন ২.০। বিআরআই মূলত একুশ শতাব্দীর বৃহত্তম উন্নয়ন প্রকল্প যাতে বিশ্বের সবচেয়ে বেশি দেশ (৬৮টি), ৬০ শতাংশ বিশ্ব জনসংখ্যা এবং ৪০ শতাংশ জিডিপি নিয়ে গঠিত। 'বিআরআই' প্রকল্পের নাম প্রথমে ছিল 'ওয়ান বেল্ট ওয়ান রোড (OBOR)। কিন্তু, 'ওয়ান' বা একক কথাটার মধ্যে একাধিপত্যের লক্ষণ থাকায় বিআরআই নামকরণ করা হয়।
8033. 'Elephant Pass' অবস্থিত-
থাইল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কা
মালয়েশিয়া
8034. চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
১৯৫৯
১৯৬০
১৯৬২
১৯৬৩
ব্যাখ্যা: ব্যাখ্যা ২৩ অক্টোবর ১৯৬২ চীনের সেনারা উত্তর-পূর্বা ভারতের হিমালয় অঞ্চলে ভারতীয় সীমান্তে ঢুকে। গোলাবর্ষণ শুরু করে। ঐ যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাস্ত হয়েছিল। চীন-ভুটান সীমান্তবর্তী এলাকাটি তখন নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা এনইএফএ নামেই পরিচিত ছিল। বর্তমানে এ অঞ্চলে ভারতের অরুণাচল প্রদেশ অবস্থিত। চীন এই অরুণাচল দাবি করে আসছে নিজেদের বলে
8035. TIFA-এর পূর্ণরূপ কী?
Trade for International Finance Agreement
Trade and Investment Framework Agreement
Treaty for International Free Area
Trade and Investment form America
8036. নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র?
বাখরাবাদ
হরিপুর
তিতাস
হবিগঞ্জ
ব্যাখ্যা: [Note: মজুতের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র হলো রশিদপুর গ্যাসক্ষেত্র। এটি ১৯৬০ সালে হবিগঞ্জে পাকিস্তান শেলওয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়। আর বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। এ গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন হয় ১৯৫৭ সালে। উল্লেখ্য, ইলিশা-১ হচ্ছে ভোলায় আবিষ্কৃত দেশের ২৯তম ও সর্বশেষ গ্যাসক্ষেত্র।
8037. কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশ?
কর্ণফুলি
নাফ
মেঘনা
হালদা
ব্যাখ্যা: ব্যাখ্যা এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বাদনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অপরদিকে, কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা। নাফ নদীর উৎপত্তিস্থল মিয়ানমারের আরাকান পাহাড় এবং মেঘনা নদীর উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের লুসাই পাহাড়ে।
8038. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?
পানির উপরিভাগে
পানির মধ্যভাগে
পানির আন্তঃআণবিক স্থানে
পানির তলদেশে
8039. ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
সিয়াটল
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
নিউইয়র্ক
ব্যাখ্যা: ব্যাখ্যা সামাজিক যোগাযোগের অন্যতম ও জনপ্রিয় মাধ্যম যাত্রা শুরু হয় ৪ ফেব্রুয়ারি ২০০৪। মার্ক জাকারবার্গ এটি প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটির সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে।
8040. ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়-
১৯৭০
১৯৭২
১৯৭৫
১৯৭৭
ব্যাখ্যা: ব্যখ্যা ১৯৭৫ সালে স্বাধীন রাষ্ট্র সিকিমের স্বাধীনতার সূর্য আজীবনের জন্য অস্তমিত হয়, সিকিমের তৎকালীন প্রধানমন্ত্রী লেন্দুপ দর্জির বিশ্বাসঘাতকতা এবং ভারতের গোয়েন্দা সংস্থা 'RAW'-এর ষড়যন্ত্রের পথ ধরে। ২৬ এপ্রিল ১৯৭৫ ভারতের ২২তম প্রদেশ হিসেবে সিকিম অন্তর্ভুক্ত হয়। কাঞ্চনজঙ্খার পাদদেশে অবস্থিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি।