ব্যাখ্যা: ব্যাখ্যাঃ "আনন্দমঠ" বঙ্কিমচন্দ্রের অন্যতম উপন্যাস। তিনি বাংলা সাহিত্যে 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত। অন্যদিকে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত।
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নাগরিক কবি শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো- নিরালোকে দিব্যরথ, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বন্দিশিবির থেকে।
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা সাহিত্যে ১৮৪৭ সালে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন। তিনি 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন।
9288. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'- পঙক্তিটির রচয়িতা কে?
ব্যাখ্যা: ব্যাখ্যা: A man of letter একটি phrase, যার অর্থ বিদ্যান ব্যক্তি। A stupid man - নির্বোধ, Unwise man- অজ্ঞ ব্যক্তি। A illiterme person হলো নিরক্ষর ব্যক্তি। যিনি বিদ্যান তিনিই জ্ঞানী।
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গী- শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তা ছাড়া জননী, জাহান্নাম হতে বিদায় তাঁর উল্লেখযোগ্য উপন্যাস।