EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
9301. ৮৫। সাধারণ দরজার উচ্চতা কত?
৮' উচ্চতা
৭' উচ্চতা
৬'-৬" উচ্চতা
৫'-৬" উচ্চতা
9302. কম খরচের Floor Finish কোনটি?
মারবেল
মোজাইক
Cement concrete flooring
সিরামিক টাইলস
9303. বন্যায় গৃহ রক্ষা করতে কী বাড়াতে হবে?
ছাঁদ উচু করতে হবে
ঘরের প্লিন্থের (Plinth) উচ্চতা বাড়াতে হবে
দেয়ালের উচ্চতা বাড়াতে হবে
জানালার উচ্চতা বাড়াতে হবে
9304. অপপ্রয়োগের দৃষ্টান্ত---
প্রতি ঘরে ঘরে
চরম দুরবস্থা
ঊর্ধ্বমুখী শিখা
কথার ফুলঝুরি
9305. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে-
সমতল
ঢালু
ডোম আকৃতির
ভল্ট ছাদ
ব্যাখ্যা: প্রচুর বৃষ্টিপাত এলাকায় গৃহে ঢালু ছাদ দেওয়া উচিত। ঢাল সাধারণত ১০০ এর বেশি হওয়া উচিত।
9306. নালন্দা মহাবিহার কী?
বিখ্যাত বাজার
হাসপাতাল
কমিউনিটি সেন্টার
প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা: নালন্দা একটি খ্যাতনামা মহাবিহার। এটি বিহারের রাজধানী পাটনা শহরের ৯৫ কিমি দক্ষিণপূর্বে এবং বিহার শরিফ শহরের কাছে অবস্থিত। খ্রিষ্টীয় ৭ম শতাব্দী থেকে আনুমানিক ১২০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
9307. ঢাকার আর্ট কলেজের (Institute) স্থপতি কে?
রবিউল হুসাইন
মাজহারুল ইসলাম
রফিক আজম
সামসুল ওয়ারেস
ব্যাখ্যা: শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে কয়েকজন বিশিষ্ট শিল্পীর প্রচেষ্টায় ১৯৪৮ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে ১৯৮৩ সালে। ২০০৮ সালে চারুকলা অনুষদ হিসেবে এর পথ চলা শুরু হয়।
9308. নিচের কোনটি বাফার স্টেট?
পাকিস্তান
আফগানিস্তান
বেলজিয়াম
ফ্রান্স
ব্যাখ্যা: বাফার স্টেট হচ্ছে এমন একটি দেশ, যেটি আয়তনে ছোট কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান এবং দুই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে।
9309. Ballad কী?
গীতিকা
গাথা
লোকগাথা
সাদৃশ্য
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ Ballad-এর বাংলা পরিভাষা গীতিকা। এটা একটা গান, গল্প বা কথা। যার কোনো সাহিত্যিক রূপ নেই।
9310. কোনটিতে অপপ্রয়োগ ঘটছে?
একত্রিত
জবাবদিহি
মিথস্ক্রিয়া
স্বায়ত্ব
9311. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
ব্যাখ্যা: সাধারণত জানালার সিলের উচ্চতা ৩ ফিট রাখা হয়। তবে আর্কিটেকচারাল কারণে বর্তমানে ফ্লোর হতে ৬"-৯" উপরে অথবা নিরাপত্তার জন্য ৩০" থেকে ৪৮" উচ্চতা পর্যন্ত সিল রাখা হয়।
9312. পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
ইউরোপ
ব্যাখ্যা: গ্রান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশির ভাগ অংশই গ্রান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক-এর ভেতর পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল (৪৪৬ কিমি)।
9313. বাংলাদেশে 'Mud Architecture' কোথায় বেশি দেখা যায়?
উত্তরবঙ্গে
পাহাড়ী এলাকায়
কোস্টাল এলাকায়
হাওড় এলাকায়
ব্যাখ্যা: মাটির ঘর অথবা Mud Architecture বাংলাদেশের উত্তর- পশ্চিমাঞ্চলে বেশি দেখা যায়। বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর অংশ নিয়ে উত্তর-পশ্চিমাঞ্চল গঠিত।
9314. নিচের কোনটিতে মধ্য- স্বরগামের প্রয়োগ হয়েছে?
ফিল্ম> ফিলিম
সত্য > সত্যি
গ্লাস> গেলাস
শিক্ষা>শিকে
9315. সঠিক বানানে লেখা হয়েছে কোন শব্দটি?
নিক্কন
নিকুন
নিক্কণ
নিক্বণ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ 'নিক্বণ'' এটা শুদ্ধ। এখানে 'ক'-এর নিচে 'ব' সংযুক্ত হবে। নিক্বণ' অর্থ বীণ
9316. গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
২ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: গঠন অনুসারে বাক্য সাধারণত ৩ প্রকার; যথা- (১) সরল বাক্য, (২) মিশ্র বাক্য, (৩) যৌগিক বাক্য।
9317. 'লবণ' শব্দের বিশেষণ কোনটি?
নোনতা
ললিত
লোনা
লবণাক্ত
ব্যাখ্যা: নোটঃ লবণ শব্দের বিশেষণ- লবণাক্ত, নোনতা, লোনা। সুতরাং ক, খ. গ তিনটিই সঠিক।
9318. কোন বানানটি শুদ্ধ?
আভ্যন্তরিন
অভ্যন্তরীণ
অভ্যন্তরিন
আভ্যন্তরীন
9319. অপপ্রয়োগের দুষ্টান্ত নয়-
সুগন্ধফুল
বিষাদ মন্ডিত
সংযতবাক
সুনীল আকাশ
9320. নিচের কোথায় হাইফেনের প্রয়োজনীয় প্রয়োগ হয়েছে?
খাওয়া-দাওয়া
সকাল-সকাল
ছেলে ভুলানো ছড়া