MCQ
13721. নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
রাজর্ষি
নীলকণ্ঠ
অহিনকুল
গ্রামান্তর
13722. 'দ্বেষ' এর বিশেষণ রূপ কী?
দ্বিষ্ট
দিষ্ট
বিদ্বেষ
দ্বেষী
13723. ছেলেটি দ্রুত দৌড়ায়। 'দ্রুত' কোন পদের উদাহরণ?
বিশেষণ
ক্রিয়া বিশেষণ
ক্রিয়া
বিশেষ্য
13724. 'জন্ম' শব্দের বিশেষণ-
জীবন
জাত
বংশ
জাতি
13725. সে এখন যাবে না। এই বাক্যে 'না' কোন পদ?
বিশেষণ
ক্রিয়াবিশেষণ
অব্যয়
অনুসর্গ
13726. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ?
বসুধা
পার্থিব
ধরুণী
পৃথিবী
13727. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
ভাষা সংক্ষেপণ
নতুন শব্দ গঠন
শব্দের মিলন
বাক্যে অলংকার
13728. শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি?
টন-টন
বিড়-বিড়
ঠন-ঠন
বা-বা
13729. বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়?
সৌন্দর্য-সুন্দর
সংবাদ-সাংবাদিক
আকুলতা-আকুতি
পরমাণু-পারমাণবিক
13730. 'এক' এর বিশেষ্যরূপ কোনটি?
একাধিক
একতা
বহু
একক
13731. 'অলস' এর বিশেষ্য পদ কোনটি?
অলসতা
আলসে
আলস্য
আলসেমী
13732. 'অয়োময়' শব্দের অর্থ কি?
লৌহময়
পেঁচান
দুর্বোধ্য
বাজে
13733. 'শ্যামল' পদের বিশেষ্য কোনটি?
শ্যামালিকা
শ্যামালিমা
শ্যাম
শ্যামলী
13734. চালাকের বিশেষ্য পদ কোনটি?
চাতুর্য
চতুর
চালাকি
চাতুরি
13735. সভয়ে লোকটি বলল, বাষ আসছে। এখানে 'সভরে' পদটি কোন বিশেষণের উদাহরণ?
বিশেষ্যের বিশেষণ
বিশেষণের বিশেষণ
ক্রিয়া বিশেষণ
নাম বিশেষণ
13736. কোন জাতীয় 'শব্দে 'য' এর ব্যবহার হয় না?
সংস্কৃত
বিদেশি
তদ্ভব
দেশি
13737. বাক্যে বিষের বিশেষণ কোথায় বসে?
বিশেষণের পূর্বে
বিশেষ্যের পূর্বে
প্রথমে
শেষে
13738. 'অভিধান' শব্দটির বিশেষণ পদ কোনটি?
আভিধানিক
অভিধান
অভিধানি
অভিধানিক
13739. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ?
চৌকস লোক
কালো মেঘ
নীল আকাশ
ভাজা মাছ
13740. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ?
তিনি এখানে এসেছিলেন
ছেলেটি দ্রুত দৌড়ায়।
গতকাল তিনি এসেছেন
একটু ঘরে আসুন না