Image
MCQ
13681. 'যত গর্জে তত বর্ষে না' বাক্যটিতে 'যত তত' অব্যয়ের ব্যবহার কোন অর্থে?
পরিণাম
তুলনা
বৈপরীত্য
নিশ্চিত
13682. 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ'।
ভয়
বিরক্তি
রাগ
বিপদ
13683. আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে। ৫০ উৎপাদনের জন্য কত কেজি আখে প্রয়োজন?
৫০০ কেজি
২৫০ কেজি
৪০০ কেজি
৬০০ কেজি
13684. 'কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা।' এ বাক্যটি কী প্রকাশ করে?
হতাশা
সম্ভাবনা
সন্দেহ
অনিশ্চয়তা
13685. বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি কারা?
চাকমা
মুরং
ঘুমি
খাসিয়া
13686. কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়?
গেওয়া
ধুন্দল
গর্জন
সুন্দরী
13687. ২.৫ মিটার গভীর একটি বর্গাকার খোলা চৌবাচ্চায় ২৮, ৯০০ লিটার পানি ধরে। এর ভিতরে এলুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে ৫ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে?
১২৯.২৯ টাকা
২২৯.৬০ টাকা
২২৭.৮০ টাকা
৬০০ টাকা
13688. সিলেট জেলার হরিপুরে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
প্রাকৃতিক গ্যাস
খনিজ তেল
কয়লা
চীনামাটি
13689. 'ভোমরা' স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
যশোর
সিলেট
দিনাজপুর
সাতক্ষীরা
13690. 'সে নাকি আসবে না।' এখানে 'না' অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে?
অনুমান অর্থে
বিস্ময় অর্থে
সম্ভাবনা অর্থে
বিরক্তি অর্থে
13691. 'তাকেও আসতে বলেছি।' এই বাক্যের 'ও' অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়?
নির্দেশ অর্থে
স্বীকৃতি জ্ঞাপনে
বিকল্প প্রকাশে
অনুরোধে
13692. 'কী আপদ লোকটা যে পিছু ছাড়ে না।' বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
বিরক্তি
যন্ত্রণা
ঘৃণা
কষ্ট
13693. 'তুই কি কাজ করবি, না মার খাবি? এই বাক্যে 'কি' অব্যয়ের ব্যবহার হয়েছে-
প্রশ্ন জিজ্ঞাসা
বিরক্তি প্রকাশে
শাসন করায়
ক্রোধ প্রকাশে
13694. কোন পরীক্ষায় গণিতে ৫২% ও বাংলায় ৪২% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ১৭% পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে?
২৩%
৬%
৩০%
৮০%
13695. লবণের মূল্য ১০% বেড়ে যাওয়ায় ৭৫০০ টাকায় পূর্বাপেক্ষা ৩০ কেজি লবণ কম পাওয়া যায়। লবণের দাম কত টাকা বেড়েছে?
৫০০ টাকা
১৫০০ টাকা
৭৫০ টাকা
৮০০ টাকা
13696. বিশ্বের গভীরতম হ্রদের নাম কি?
বৈকাল
কাম্পিয়ান
লেক সুপিরিয়র
চিলকা
13697. কোন স্কুলের ছাত্রসংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রত্যেক বারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?
৪০ জন
৬০ জন
৪৪ জন
৮০ জন
13698. ৫৬ টি কলা ৩৩৬ টাকায় কিনে ৪২টি কলা ২৫২ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক্ষতি ৫%
কোন লাভ বা ক্ষতি হবে না
লাভ ১০%
ক্ষতি ১০%
13699. 'আকাশ শুধু নীল আর নীল' এই বাক্যে 'আর' হচ্ছে-
ঘন
অনেক
অব্যয়
ক্রিয়া
13700. 'শুধু শুধু তিনি রেগে ওঠেন।' বাক্যটিতে কোন ভাব প্রকাশ করা হয়েছে?
ক্রমশ
অভ্যাস
আকস্মিকতা
ব্যাপ্তি