Image
Image
৪৬তম বিসিএস পরীক্ষা প্রশ্ন ও সমাধান

 

বাংলা অংশের সমাধানঃ

১. রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হবে?

উত্তরঃ ইউরেনিয়াম

২. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?

উত্তরঃ ০৪টি

৩. 'নিমরাজি' 'নিম' উপসর্গটি কোন ভাষার?

উত্তরঃ আরবি

৪. 'উপশহর' কোন সমাসের উদাহরণ?

উত্তরঃ অব্যয়ীভাব 

৫. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

উত্তর: চট্রোপাধ্যায়

৬. অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ:

উত্তর: ব্লাংকভার্স

৭. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?

উত্তর:আধুনিক যুগ

৮. রবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যে ব্যবহৃত ছন্দের নাম:

উত্তর: মুক্তক ছন্দ

৯. 'অগ্নি-বীণা' কাব্য উৎসর্গ করা হয়;

উত্তর: শ্রীবারীন্দ্রকুমার ঘোষকে

১০. 'কামিজ' শব্দটি কোন ভাষা থেকে আগত?

উত্তর: পর্তুগিজ

১১. নিচের কোন শব্দ বিশেষ্য'র উদাহরণ?

উত্তর: উন্নয়ন

১২. 'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে' -এটি কোন ধরনের বাক্য?

উত্তর: সরল

১৩. 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা'-কে এক কথায় বলে-

উত্তর: প্রত্যুদ্গমন

১৪. 'ওদিকে আর যাব না'-এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে

উত্তর: পুনরাবৃত্তি অর্থে

১৫. উপসর্গযোগে গঠিত শব্দ হলো:

উত্তর: আকাল

১৬. নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?

উত্তর: মিতালি

১৭. সৈয়দ ওয়ালীউল্লাহ্র 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক-

উত্তর: আরেফ আলী

 

 

১৮. 'হেম' শব্দের অর্থ-

উত্তরঃ স্বর্ণ

১৯. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

উত্তর: নিজ বাসভূমে

২০. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

উত্তরঃ আরেক ফাল্গুন

২১. কোনটি শুদ্ধ বানান?

উত্তরঃ ব্যাকুল

২২. 'স্বাগত' এর সন্ধি বিচ্ছেদ কি?

উত্তরঃ সু + আগত

২৩. 'বিষাদসিন্ধু' কোন সমাস?

উত্তরঃ রূপক কর্মধারয় 

২৪. কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?

উত্তরঃ জার্মান

২৫. 'অভিরাম' শব্দের অর্থ কি?

উত্তরঃ সুন্দর

২৬. 'নীড়সন্ধানী' কার রচিত উপন্যাস?

উত্তরঃ আনোয়ার পাশা

২৭. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো:

উত্তরঃ মুক্তিযুদ্ধ

২৮. 'প্রচ্ছেদ' শব্দের প্রকৃত সন্ধি

বিচ্ছেদ হলো:

উত্তরঃ প্র + ছদ

২৯. 'তদ্ভব' শব্দের অর্থ হলো:

উত্তরঃ সংস্কৃত থেকে উদ্ভূত

৩০. নিচের কোন শব্দটি আরবি

শব্দ নয়?

উত্তরঃ আসরফি

৩১.'ক্ষ' যুক্তবর্ণে যে দুটো বর্ণ মেলে, তারা হলো:

উত্তরঃ ক+ষ

৩২. 'মুক্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো:

উত্তরঃ মুচ + ক্ত

৩৩. নিচের কোনটি নাটক?

উত্তরঃ রক্তকরবী

৩৪. 'বীরাঙ্গনা-কাব্য' কোন জাতীয় কাব্য?

উত্তরঃ পত্রকাব্য

৩৫. 'কবর' নাটকের পটভূমি হলো:

উত্তর: ভাষা আন্দোলন 

৩৬. 'জনবিরল' শব্দের বিপরীত শব্দ হলো:

উত্তর: জনাকীর্ণ

৩৭. নিচের কোন বাগধারা 'পটল তোলা' বাগধারার সমার্থক?

উত্তর: ভবলীলা সাঙ্গ

৩৮. নিচের কোনটি 'বায়ু' শব্দের প্রতিশব্দ?

উত্তর: মরুৎ

৩৯. বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধানে'র সম্পাদক হলেন:

উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ

৪০. সবচেয়ে বেশি চর্যাপদ রচয়িতা চর্যাকার হলেন:

উত্তর: কাহ্ন পা

 

 

 

ইংরেজি অংশ সমাধানঃ  

৪১। Identify the feminine gender: উত্তরঃ Sow

৪২। Fill in the gap: `Would you mind………the window? উত্তরঃ closing

৪৩। Choose the correct singular number: উত্তরঃ bacterium

৪৪। What is the correct translation of ‘যার জ্বালা সেই বোঝে’ উত্তরঃ The wearer best knows where the shoe pinches.

৪৫। Who wrote `Julius Caesar’? উত্তরঃ William Shakespeare

৪৬। The word `Oncology’ is related with- উত্তরঃ Medicine

৪৭। ‘Ordinary’ means- উত্তরঃ normal or usual

৪৮। Choose the correct one: উত্তরঃ Lifebuoy

৪৯। In which century was the Victorian period? উত্তরঃ 19th century

৫০। Which one is correct? উত্তরঃ The captain commanded the soldiers to fire on.

৫১। The bird flew high. Here the word `high’ is a/an. উত্তরঃ adverb

৫২। Select the correct passive voice of “He did for me the unnecessary things.”- উত্তরঃ The unnecessary things were done for me by him.

৫৩। ‘I myself went there’. Here ‘myself’ is- উত্তরঃ Reflexive pronoun

৫৪। What is the plural of ‘photo’- উত্তরঃ photos

৫৫। What kind of noun is ‘Cavalry’? উত্তরঃ Collective noun

৫৬। Identify the correct sentence. উত্তরঃ If you had come, I would have helped you.

৫৭। The phrase ‘Keep an eye on’ means- উত্তরঃ to keep under careful observation

৫৮। Choose the correct spelling: উত্তরঃ auxiliary

৫৯। ‘Always speak the truth’ is a/an – sentence. উত্তরঃ imperative

৬০। ‘Proclaim’ means- উত্তরঃ make known publicly through cry

৬১। Choose the correct word: The man is trying hard to – weight. উত্তরঃ lose

৬২। The invigilator made us — our identity cards at the test centre. উত্তরঃ show

৬৩। Antonym of the word ‘Soothe’ is- উত্তরঃ irritate

৬৪। Slangs in a language are usually ephemeral in nature. Here the underlined word means- উত্তরঃ transient

৬৫। Select the appropriate preposition. The candles have been blown — by the wind. উত্তরঃ out

৬৬। I could barely make out the traffic sign through the rain. Here the phrasal verb `make out’ means- উত্তরঃ discern

৬৭। The idiom “The sit on the fence” means- উত্তরঃ to remain neutral

৬৮। Choose the correct option: “No sooner had we reached the station – the train left. উত্তরঃ than

৬৯। We asked him why he — telephoned earlier. উত্তরঃ had not

৭০। Select the correct tag question: My sister doesn’t like fish. উত্তরঃ does she

৭১। Choose the correct option: My father doesn’t tell a lie, and— উত্তরঃ neither do I

৭২। What is the adjective form of the word ‘obligate’? উত্তরঃ Obligatory

৭৩। Change the form of narration: The teacher said “Honesty is the best policy.” উত্তরঃ The teacher said that Honesty is the best policy.

৭৪। Choose the appropriate article: Can you speak — Spanish? উত্তরঃ no article

৭৫। I think it — rain today. উত্তরঃ may

৭৬। The plural form of the personal pronoun ‘my’ is- উত্তরঃ our

৭৭। Choose the appropriate Linker: I’ll visit you—I have finished my homework. উত্তরঃ as soon as

৭৮। Put the right form of verbs: My uncle – (be) a source of inspiration for me since I was a young boy. উত্তরঃ has been

৭৯। A person whose ‘head’ is in the clouds is —. উত্তরঃ a day dreamer

৮০। Choose the right word: They have —their support for our case. উত্তরঃ pledged

গণিত অংশ সমাধানঃ  

১২১। a = 3 এবং b = 12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? উত্তরঃ a + b

১২২। একটি কলম ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হলো। কলমটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ১৮০ টাকা

১২৩। ৪৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে? উত্তরঃ ৮০%

১২৪। ৫ টাকায় ৮ করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ১২টি কলার মূল্য কত? উত্তরঃ ১০

১২৫। নিচের ভগ্নাংসগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? উত্তরঃ ১৩/২৫

১২৬। নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? উত্তরঃ ২

১২৭। নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়? উত্তরঃ √−3

১২৮। নিচের কোনটি মিথ্যা? উত্তরঃ 2 জটিল সংখ্যা নয়

১২৯। A = {a, b, c} এর প্রকৃত উপসেট কয়টি? উত্তরঃ ৮টি

১৩০। {১ – (১৬ + ১২)} – ১৩ = কত? উত্তরঃ 0

১৩১। log2√2 64 এর মান কত? উত্তরঃ 4

১৩২। 4x+1 =2x-2 হলে x = কত? উত্তরঃ 4

১৩৩। x2– (a + b) x + ab = 0 এর সমাধান সেট নিচের কোনটি? উত্তরঃ { a, b }

১৩৪। a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? উত্তরঃ b^2=ac

১৩৫। 1/x+ 1/y = 3 এবং 1/x2 – 1/y2 = 9 হলে 1/x– 1/y = কত? উত্তরঃ 3

১৩৬। lne এর মান কত? উত্তরঃ 1

১৩৭। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ১২৮ বর্গমিটার হলে, পরিসীমা কত? উত্তরঃ 48 মিটার

১৩৮। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? উত্তরঃ 3:12:5

১৩৯। একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির এক-তৃতীয়াংশ এবং ক্ষেত্রফল ৬ বর্গএকক। ভূমির দৈর্ঘ্য কত? উত্তরঃ 6 একক

১৪০। 5+11+17+………..+65 ধারাটির পদসংখ্যা কয়টি? উত্তরঃ 11

১৪১। যদি x/y= 2/3 হয়, তবে 6x + y/3x + 2y এর মান কত? উত্তরঃ 5/4

১৪২। ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%? উত্তরঃ ৯৬০

১৪৩। ২/৫এবং ৫/৯ এর গ.সা.গু কত? উত্তরঃ ১/৪৫

১৪৪। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? উত্তরঃ 17

১৪৫। কোন সংখ্যার বর্গমূলের সাথে ৩ যোগ করলে ৩ এর বর্গ হবে? উত্তরঃ 36

১৪৬। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে? উত্তরঃ ১৫

১৪৭। 6+12+18+24+……… ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত? উত্তরঃ 330

১৪৮। x2– 4x + 1 = 0 হলে x÷ (x2-3x+1) এর মান কত? উত্তরঃ 1

১৪৯। ৬^ ১/৪% মুনফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনফা ১৮ টাকা হবে? উত্তরঃ ৩ বছরে

১৫০। A = {a, b, c} এর P (A)-তে কতটি উপাদান থাকবে? উত্তরঃ ৮টি

 

বিজ্ঞান অংশ সমাধানঃ  

১৫১। কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট অবস্থান থেকে 8kmh⁻¹ বেগে কোথাও গিয়ে যদি আবার 7kmh⁻¹ বেগে আগেয় যায়গায় ফিরে আসেন তবে তাঁর গড়বেগ হবে- উত্তরঃ 7.5 kmh-1

১৫২। নিম্নের কোন স্কেলটি সূক্ষ্মতম? উত্তরঃ স্ক্রুগজ

১৫৩। ∣→a+→b∣=∣→a−→b∣ হলে নিচের কোনটি সঠিক? উত্তরঃ →a>→b

১৫৪। 60 kg ভরের এক ব্যক্তি 940 kg ভরের লিফটে চড়ে উপরে উঠতে থাকলে লিফটের ঝুলন রশিতে টান হবে (g = 10ms⁻²)- উত্তরঃ 11000 N

১৫৫। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেখায়? উত্তরঃ 11000 N

১৫৬। একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100W – 220V লেখা আছে। বাতিটির রোধ কত? উত্তরঃ 400 Ω

১৫৭। আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুব? উত্তরঃ আলোর দ্রুতি

১৫৮। সৌর শক্তির উৎস হলো- উত্তরঃ ফিউশন বিক্রিয়া

১৫৯। AC প্রবাহ কে DC প্রবাহে রুপান্তর করতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়? উত্তরঃ ডায়োড

১৬০। ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? উত্তরঃ 131 I

১৬১। কক্ষ তাপমাত্রায় নিম্নের কোনটি তরল? উত্তরঃ Br2

১৬২। নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক? উত্তরঃ দহন তাপ

১৬৩। খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী? উত্তরঃ পানি

১৬৪। দুধ হচ্ছে- উত্তরঃ ইমালশন

১৬৫। নিচের কোনটি ভিনেগার? উত্তরঃ 6 – 10% CH3COOH

১৬৬। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো- উত্তরঃ Uranium-235

১৬৭। ইনসুলিন মানবদেহের কোন অংশ হতে নিঃসৃত হয়? উত্তরঃ অগ্ন্যাশয়

১৬৮। কোনটি লিপিডের বৈশিষ্ট্য নয়? উত্তরঃ এটি পানিতে অদ্রবণীয় [অদ্রবণীয় বলা যাবে না এটি প্রায় অদ্রবণীয়]

১৬৯। চেহারা দেখার জন্য যে দর্পণটি ব্যবহৃত হয় সেটি হলো একটি- উত্তরঃ সমতল দর্পণ

১৭০। দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি? উত্তরঃ এ্যান্টিবডি

১৭১। পৃথিবীর মুক্তি বেগ V হলে, যে গ্রহের ব্যাসার্ধ ও ভর পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের দ্বিগুণ সে গ্রহের মুক্তি বেগ কত হবে? উত্তরঃ V

১৭২। অ্যান্টিবায়োটিক কাদের উপর কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না? উত্তরঃ ভাইরাস

১৭৩। নিচের কোনটি আয়নিক যৌগ? উত্তরঃ NaCl  

১৭৪। কোনটি মানবদেহের জন্য ভাল কোলেস্টেরল? উত্তরঃ HDL

১৭৫। এক গ্রাম ফ্যাট হতে যে পরিমাণ শক্তি পাওয়া যায়- উত্তরঃ ৯.০ kcal

১৭৬। কোনটি কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রোগের সৃষ্টি করে? উত্তরঃ ব্যাকটেরিয়া

১৭৭। স্পিরলিনা কী? উত্তরঃ শৈবাল

১৭৮। কোন আলোতে সালোকসংশ্লেষণ হয় না? উত্তরঃ সবুজ

১৭৯। কোনটি বলের একক নয়? উত্তরঃ জুল

১৮০। আমরা যখন কথা বলি তখন শব্দশক্তি রূপান্তরিত হয়- উত্তরঃ যান্ত্রিক শক্তিতে

১৮১। কোনটিকে মিশ্র পদার্থ বলা হয়? উত্তরঃ বায়ু

১৮২। কোনটি নোবেল গ্যাস নয়? উত্তরঃ ওজন

১৮৩। ক্লোরোফিলে কোন মৌলটির উপস্থিতি বিদ্যমান? উত্তরঃ Mg

১৮৪। দুবার নোবেল পুরস্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন-উত্তরঃ মেরি কুরি

১৮৫। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে- উত্তরঃ সিলেট

১৮৬। একটি গতিশীল বস্তুর বেগ 2ms-1 এবং গতিশক্তি 1J হলে বস্তুটির ভর হবে- উত্তরঃ 0.5 kg

১৮৭। নিচের কোন গ্যাসটি গ্রীন হাউস গ্যাস নয়? উত্তরঃ কার্বন ডাই-সালফাইড

১৮৮। কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে? উত্তরঃ অগ্ন্যাশয় রস

১৮৯। কোন যৌগটিতে কেবলমাত্র সিগমা বন্ধন রয়েছে? উত্তরঃ C6H6

১৯০। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তরঃ Vit-K

১৯১। জীবকোষে কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়? উত্তরঃ রাইবোজোম

১৯২। রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা নষ্ট করে- উত্তরঃ CO

১৯৩। কোনটি অম্লীয় যৌগ? উত্তরঃ CH3CI

১৯৪। মোলার 1 লিটার NaOH দ্রবণ তৈরিতে 40 গ্রাম দ্রব প্রয়োজন। একই দ্রবের একই পরিমাণ 0.01 মোলার দ্রবণ তৈরিতে কত গ্রাম দ্রব প্রয়োজন? উত্তরঃ 0.4 g

১৯৫। ক্লোরাইড আয়ন শনাক্ত করতে যে দ্রবণ ব্যবহৃত হয়- উত্তরঃ জলীয় AgNO3

১৯৬। স্টার্চের মূল উপাদান কোনটি? উত্তরঃ সেলুলোজ

১৯৭। দুগ্ধ চিনি কোনটি? উত্তরঃ গ্লুকোজ

১৯৮। PET বোতল তৈরির একটি উপাদান হলো- উত্তরঃ টেরিথেলিক এসিড

১৯৯। নিম্নের কোন যৌগটি ক্ষারধর্ম প্রদর্শন করে? উত্তরঃ Ba(OH)2

২০০। কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? উত্তরঃ Li