Image
MCQ
2. ১ম শ্রেণির ইট ২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে শোষিত পানির পরিমাণ ইটের শুকনো ওজনের শতকরা কত ভাগের অধিক হবে না?
10%
20%
15%
25%
3. Bangladesh Railway কর্তৃক সর্বোচ্চ superelevation broad gauge এর ক্ষেত্রে-
7.62 cm
10.16 cm
8.32 cm
16.51 cm
4. প্লাইউড তৈরি হয়-
সাধারণ কাঠ হতে
বাঁশের আঁশ হতে
সেগুন কাঠ হতে
অ্যাসবেশটাস শীট হতে
6. গভীর নলকূপ থেকে পানি উঠাবার জন্য কোন পাম্পটি বেশি উপযোগী?
Centrifugal pump
Reciprovating pump
Jot pump
Airlift pump
7. Workable Concrete এর পানি ও সিমেন্টের ন্যূনতম অনুপাত-
0.3
0.5
0.4
0.6
9. কোনো বস্তুর অবস্থানের কারণে যে Energy উৎপন্ন হয়, এর নাম-
Kinetic energy
Electrical energy
Potential energy
Chemical energy
12. যখন দুই বা ততোধিক Footing কে বীম দ্বারা সংযোগ দেওয়া হয় তখন ঐ Footing কে বলা হয়-
Beam footing
Strap footing
Combined footing
Mat footing
13. 'Ordinary Portland Cement এর initial setting time -
45 minutes-এর কম হবে না
60 minutes-এর কম হবে না
90 minutes-এর অধিক হবে না
120 minutes-এর অধিক হবে না
15. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর centre of pressure এর অবস্থান-
ডুবন্ত তলের Centroid এ
সর্বদাই তলের Centroid এর উপরে
সর্বদাই তলের Centroid এর নিচে
কোনোটিই নয়
16. Quick lime পানির সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হয়-
Hydraulic lime
Hydrated lime
Poor lime
Slaked lime
17. একটি Contour ম্যাপের কেন্দ্রের দিকে উচ্চতা বাড়লে বুঝা যায় এটা-
পাহাড়
জলাশয়
সমতলভূমি
উপরের কোনোটিই নয়
18. Lateral Strain এবং Linear Strain এর অনুপাতকে বলা হয়-
Modulus of elasticity
Bulk modulus
Modulus of vigidity
Poisson's ratio