MCQ
1. একটি Circular Column এর minimum dimension কত?
4 inch dia
8 inch dia
10 inch dia
12 inch dia
2. Fine aggregare & Coarse aggregate এর পৃথকীকরণ Site কত?
3’’/4
3’’/16
1’’/4
1’’/2
3. First class brick-এর ন্যূনতম crushing strength-
70 kg/cm²
125 kg/cm²
105 kg/cm²
140 kg/cm²
4. Durable concrete এর জন্য water-cement ratio সর্বোচ্চ-
0.2
0.6
0.4
0.8
5. Hook's Law এর বৈধতা থাকে-
Yield point
Plastic limit
Elastic limit
Breaking point
6. Workable Concrete এর পানি ও সিমেন্টের ন্যূনতম অনুপাত-
0.3
0.5
0.4
0.6
7. প্লাইউড তৈরি হয়-
সাধারণ কাঠ হতে
বাঁশের আঁশ হতে
সেগুন কাঠ হতে
অ্যাসবেশটাস শীট হতে
8. 'Ordinary Portland Cement এর initial setting time -
45 minutes-এর কম হবে না
60 minutes-এর কম হবে না
90 minutes-এর অধিক হবে না
120 minutes-এর অধিক হবে না
9. ১ম শ্রেণির ইট ২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে শোষিত পানির পরিমাণ ইটের শুকনো ওজনের শতকরা কত ভাগের অধিক হবে না?
10%
20%
15%
25%
10. Be-chatelier apparatus used to perform-
Fineness test
Soundness test
Compressive strength test
Consistency test
11. একটি Contour ম্যাপের কেন্দ্রের দিকে উচ্চতা বাড়লে বুঝা যায় এটা-
পাহাড়
জলাশয়
সমতলভূমি
উপরের কোনোটিই নয়
12. গভীর নলকূপ থেকে পানি উঠাবার জন্য কোন পাম্পটি বেশি উপযোগী?
Centrifugal pump
Reciprovating pump
Jot pump
Airlift pump
13. যখন দুই বা ততোধিক Footing কে বীম দ্বারা সংযোগ দেওয়া হয় তখন ঐ Footing কে বলা হয়-
Beam footing
Strap footing
Combined footing
Mat footing
14. Lateral Strain এবং Linear Strain এর অনুপাতকে বলা হয়-
Modulus of elasticity
Bulk modulus
Modulus of vigidity
Poisson's ratio
15. Bangladesh Railway কর্তৃক সর্বোচ্চ superelevation broad gauge এর ক্ষেত্রে-
7.62 cm
10.16 cm
8.32 cm
16.51 cm
16. Manhole cover এর সর্বনিম্ন ব্যাস-
50 cm
100 cm
25 cm
75 cm
17. কোনো বস্তুর অবস্থানের কারণে যে Energy উৎপন্ন হয়, এর নাম-
Kinetic energy
Electrical energy
Potential energy
Chemical energy
18. একটি simply supported slab এর minimum thickness কত?
L/35
L/12
L/10
L/25
19. Quick lime পানির সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হয়-
Hydraulic lime
Hydrated lime
Poor lime
Slaked lime
20. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর centre of pressure এর অবস্থান-
ডুবন্ত তলের Centroid এ
সর্বদাই তলের Centroid এর উপরে
সর্বদাই তলের Centroid এর নিচে
কোনোটিই নয়