Image
MCQ
1. কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না?
লাল
কমলা
নীল
হলুদ
2. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a. b এবং হলে নীচের কোনটি সঠিক
a+b>c
a+b=c
a+b<c
a+b+c
3. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়?
১২ নভেম্বর ১৯৯৭
২৫ ডিসেম্বর ১৯৯৭
২ ডিসেম্বর ১৯৯৭
১৬ ডিসেম্বর ১৯৯৭
4. কোন দেশটির ভেটো ক্ষমতা নেই?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
রাশিয়া
জার্মানি
5. জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
বাংলাদেশ
সৌদি আরব
মালয়েশিয়া
ইন্দোনেশিয়া
6. কোনটি আউটপুট ডিভাইস?
মাউস
প্রিন্টার
কি বোর্ড
স্ক্যানার
7. মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে?
৯ নং
৮ নং
৪নং
১১ নং
8. কোন আবর দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
সেনেগাল
সৌদি আরব
ইরাক
মিসর '
9. এক কোণের পরিমাণ ১৮১ হলে তাকে কি কোণ বলে?
স্থূলকোণ
সমকোণ
সূক্ষ্মকোণ
প্রবৃদ্ধ কোণ
10. এশিয়া উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর কোথায়?
হংকং
সিঙ্গাপুর
ম্যানিলা
ব্যাংকক
11. বৃত্তস্থ সামন্তরিক কোনটি?
রম্বস
আয়ত
বর্গ
ট্রাপিজিয়াম
12. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
হোয়ায়হো
ইয়াংসিকিয়াং
গঙ্গা
সিন্ধু
13. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
নীলফামারী
কুড়িগ্রাম
লালমনিরহাট
দিনাজপুর
14. সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধ হলেন-
শহীদুল ইসলাম লালু
হামিদুর রহমান
নূর মোহাম্মদ
শেখ মোস্তফা কামাল
15. কোন রেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?
মেরু রেখা
নিরক্ষ রেখা
অক্ষ রেখা
দ্রাঘিমা রেখা,
16. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে?
১৫০
১৪০
১৫৩
১৫১
17. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
স্পীকার
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি
18. কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
কানাডা
ইতালি
সুইডেন
জাপান
20. COMPUTER এন্টি ভাইরাস কি?
সফটওয়্যার
ম্যালওয়ার
হার্ডওয়্যার
সিস্টেম সফটওয়‍্যার