MCQ
1. নিচের কোনটি নাটক?
গড্ডলিকা
রক্তকরবী
সিন্ধু হিন্দোল
কালান্তর
2. রেল লাইনের Standard Gause-
১৬৭৬ মি.মি.
১৪৩৬ মি.মি.
১৫৪২ মি.মি.
১০০০ মি.মি.
3. Moment of inertia এর একক-
m²
m³/ sec
m4
m³
4. Kg/m³ এ কংক্রিটের একক ওজন সাধারণত ধরা হয়-
১০০ কেজি
১২০০ কেজি
২৪০০ কেজি
৩০০০ কেজি
5. কোন তেলের আপেক্ষিক ওজন এর আপেক্ষিক গুরুত্ব হবে-
15 gm/cm³
15 gm/cm²
0.75
1.0 kg
6. Camber মাটির তৈরি রাস্তার সাধারন যে প্রদান করা হয়-
1 in 20
1 in 24
1 in 10
1 in 36
7. সাধারণত একটি ভবন নির্মানে মোট প্রাক্কলিত ব্যয়ের শতকরা কত Electrification ভাগ কাজে ব্যয় হয়?
২%
৮%
১০%
১৫%
8. প্রতি ৫ কেজি/বর্গ সেন্টিমিটার চাপের সমতুল্য পানির স্তম্ভেও উচ্চতা-
৫ মিটার
২.৫ মিটার
৫০ মিটার
২৫ মিটার
9. যে Footing দুটি Column -কে Support করে তা-
Continuous Footing
Combied Footing
Strip Footing
Step Footing
10. T ব্যাসবিশিষ্ট নিরেট শ্যাফটে D টর্কেও কারনে উৎপন্ন শিয়ার পীড়ন হবে-
16T / πd³
32T / πd³
16T / πd²
16T / πα4
11. ৪° সেন্টিগ্রেট তাপমাত্রায় ১ লিটার পানির ওজন?
০.৯৬ কেজি
১.২ কেজি
১ কেজি
১.৫ কেজি
12. d ব্যাসবিশিষ্ট একটি রডের কেবলমাত্র hook-এর দৈর্ঘ্য-
2d
10d
4d
16d
13. নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল কংক্রিট?
১:২:৪
১:৪:৮
১:৩:৬
১: ৫: ১০
14. Cusec দ্বারা বোঝায়-
1 ft³/ sec
1 cm³/ sec²
1 m³/ sec
1 m³/ sec²
15. রেল সেতুতে একমাত্র যে Sleeper ব্যবহার করা হয়-
Wooden Sleeper
Cast Sleeper
Steel Sleeper
Concrete Sleeper
16. a বাহুবিশিষ্ট কোন বর্গাকৃতি বীমে M বেন্ডিং মোমেন্টের কারণে সৃষ্ট বেন্ডিং পীড়ন হবে-
6 M/a³
4 M/a3
3 M/a³
5 M/a³
17. L মিটার দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মধ্যে বিন্দুতে P লোড দেওয়া হলে সর্ব্বোচ্চ মোমেন্ট হবে-
PL/2
PL/4
PL/8
PL/12
18. পানির স্তম্ভের হিসাবে বায়ুমন্ডলীয় চাপ -এর পরিমাণ-
৭.৫ মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
19. আয়তন অনুযায়ী বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায়-
৫০%
৩৫%
৩০%
২৫%
20. পয়সনের অনুপাত বলতে কি বুঝায়-
পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি / পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস / দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/ পার্শ্ব হ্রাস