Image
MCQ
1. বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?
আন্তর্জাতিক অভিবাসন নীতি
অস্ত্র নিয়ন্ত্রণ
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
2. কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট?
চীন
সিঙ্গাপুর
ব্রুনাই
মিয়ানমার
3. সর্বপ্রথম ওপেক এর সদর দপ্তর উপেক এর স্থাপিত হয়?
ভিয়েনা
বাগদাদ
জেদ্দা
জেনেভা
4. বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
প্যারিস
ভিয়েনা
লিসবন
কনস্টান্টিনোপল
5. সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?
হাইড্রোজেন (Hydrogen)
অক্সিজেন (Oxygen)
ওজোন
নাইট্রোজেন (Nitrogen)
6. যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
ভারত
কানাডা
ইইউ
চীন
7. ফকেটিং (Folketing) কোন দেশের আইন সভা?
বেলজিয়াম
নরওয়ে
ফিনল্যান্ড
ডেনমার্ক
8. জিরোসাম গেম (Zero-Sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
বাস্তববাদ
মার্ক্সবাদ
গঠনবাদ
উদারবাদ
9. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
৫০
৪৮
৪৯
৫১
10. ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ইস্টানা আইল্যান্ড
সেনার আইল্যান্ড
সেন্তোষা
ম্যারিনা বে
11. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
সবুজ বিশ্ব গড়ে তুলি
জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
প্লাস্টিক (plastic) দূষণকে পরাজিত করি
12. কোন সালে হিটলার চ্যান্সেলর নিযুক্ত হন?
১৯৩৪
১৯৩১
১৯৩২
১৯৩৩
13. ৯২ বছর বয়সি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে?
ইউএমএনও
বারিসান ন্যাশনাল
পাটি পেরিকান
পাকাতান-হারুপান
14. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
পূর্ব আফ্রিকা
মধ্য প্রাচ্য
মধ্য আমেরিকা
পূর্ব এশিয়া
15. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
মালয়েশিয়া
ভারত
থাইল্যান্ড
মিয়ানমার
16. সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?
বাহরাইন
সংযুক্ত আরব আমিরাত
মিশর
কুয়েত
17. Cozy Bar একটি কী?
চুক্তি
বিনোদন কেন্দ্র
নদী
হ্যাকার গ্রুপ
18. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
জার্মানি
ইতালি
19. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
হোয়াংহো নদীর তীরে
ইয়াংসিকিয়াং নদীর তীরে
নীলনদের তীরে
ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
20. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
গ্রাচীন গ্রিস সময়কাল
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
প্রাচীন রোম শাসনকাল
১৬০০-১৮০০ সাল