Image
MCQ
1. গ্রুপ ইনডেক্স এ মান যত কম হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত-
অনুপোযুক্ত হবে
উপোযুক্ত হবে
দৃঢ়াবদ্ধ
ক্ষতিকারক
2. কোন বাঁক বরাবর সুপার এশিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়-
উলম্ব বাঁক
ক্রান্তি বাঁক
অবতল বাঁক
সরল বাঁক
3. ত্রিভুজায়নে কোন ত্রিভূজের কোণের সর্ব্বোচ্চ মান কত-
৩০
৬০
১২০
১৮০
4. কোন ধরনের এগ্রিগেট উচ্চ শক্তি প্রদান করে?
কোণাকৃতি
গোলাকার
পাতাবিশিষ্ট
অসম আকৃতি
5. কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
জার্মেনিয়াম
পারদ
বোরন
সোডিয়াম
7. ইটের উপাদানে সিলিকার শতকরা পরিমাণ কত?
৪৫%
৫৫%
৬০%
৬৫%
8. নিচের কোনটি স্প্রেড ফুটিং এর উদাহরণ-
ক. অফসেট ফুটিং গ. খ. ঘ.
ওয়াল ফুটিং
আরসি ফুটিং
স্প্রেড ফুটিং
9. শোরিং কত প্রকার-
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
10. বলের প্রভাব অনুসারে মোমেন্ট কত প্রকার-
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
11. কাঁচ তৈরীর প্রধান উপাদান কোনটি-
সোডা
লাইম
বালি
সব
13. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?
বার্নোলির সূত্র
প্যাসকেলের সূত্র
নিউটনের সূত্র
রনের সূত্র
14. পেভমেন্ট এর অংশ কয়টি-
৩ টি
খ. ৪ টি
৫ টি
ঘ. ৬ টি
16. শিকল জরিপ কোন ধরনের এলাকার জন্য উপযুগী?
বন্ধুর
সমতল
ঘণ বসতি
পাহাড়ি
17. ইটের স্থায়ীত্বশীলতা বৃদ্ধির জন্য কোন উপাদান ব্যবহার করা হয়-
লাইম
সিলিকা
ম্যাগনেসিয়াম
সবগুলোই
18. লেভেল যন্ত্রের সমন্বয় কত প্রকার?
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
5 প্রকার
19. টেকোমিটার দিয়ে মাপা হয়?
বিয়ারিং
দৈর্ঘ্য
কোণ
উচ্চতা
20. কোন মৃত্তিকার তারল্য সীমা ২০% এর কম হলে তা কোন মৃত্তিকা?
বেলে
পলি
কাদা
নম্যতা