Image
Questions
1. কোন যৌগটিতে কেবলমাত্র সিগমা বন্ধন রয়েছে?
CH4
C2H4
C2H2
C6H6
2. কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি?
Li
B
C
Ne
3. স্টার্চের মূল উপাদান কোনটি?
সেলুলোজ
গ্লুকোজ
ফ্রুক্টোজ
ল্যাকটোজ
5. কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?
টায়ালিন
পেপসিন
গ্যাস্টিক রস
অগ্ন্যাশয় রস
6. রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা নষ্ট করে-
CO
CO2
CH4
CI2
7. নিচের কোন গ্যাসটি গ্রীন হাউজ গ্যাস নয়?
কার্বন ডাই অক্সাইড
নাইট্রাস অক্সাইড
কার্বন ডাই-সালফাইড
জলীয় বাষ্প
8. আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে-
পার্বত্য চট্টগ্রাম
ঢাকা
ময়মনসিংহ
সিলেট
9. কোনটি মিশ্র পদার্থ বলা হয়?
লবণ
পানি
কার্বনডাই-অক্সাইড
বায়ু
10. . PET বোতল তৈরির একটি উপাদান হলো-
থেলিক এসিড
টেরিথেলিক এসিড
বেনজোয়িক এসিড
অ্যাসোটিক এসিড
11. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
Vit-C
Vit-D
Vit-B
Vit-K
12. 1 মোলার 1 লিটার NaOH দ্রবণ তৈরিতে 40 গ্রাম দ্রব প্রয়োজন। একই দ্রবের একই পরিমাণ 0.01 মোলার দ্রবণ তৈরিতে কত গ্রাম দ্রব প্রয়োজন?
0.4 g
4 g
0.8 g
10 g
13. একটি গতিশীল বস্তুর বেগ 2ms' এবং গতিশক্তি 1J হলে বস্তুটির ভর হবে-
0.5 kg
1 kg
1.5 kg
2 kg
14. দুগ্ধ চিনি কোনটি?
গ্লুকোজ
সুক্রোজ
ল্যাকটোজ
ম্যালটোজ
15. নিম্নের কোন যৌগটি ক্ষারধর্ম প্রদশন করে?
Ba(OH)2
Al(OH)3
C2H5OH
C6H5OH
16. ক্লোরাইড আয়ন সনাক্ত করতে যে দ্রবণ ব্যবহৃত হয়?
জলীয় AgNO3
অ্যালকোহলীয় KOH
জলীয় BaCI₂
জলীয় NaCI
17. ক্লোরোফিলে কোন মৌলটির উপস্থিতি বিদ্যমান?
K
Ca
Mg
Na
18. দুবার নোবেল পুরস্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন-
পিয়ারে কুরি
মাদাম কুরি
লুইপান্তর
রোনাল্ড রস
19. জীবকোষে কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
রাইবোজোম
নিউক্লিয়াস
মাইট্রোকন্ড্রিয়া
ক্রোমোজোম
20. কোনটি নোবেল গ্যাস নয়?
আর্গন
হিলিয়াম
ওজন
নিয়ন