Image
MCQ
2. কোন ধর্মেও কারণে বৃষ্টির ফোটা গোলাকার হয়-
সংশক্তি
সংযুক্তি
সান্দ্রতা
তলটান
3. marble is known as (ভূতাত্বিকভাবে মার্বেল পরিচিত)
sedimentary rock (অধঃক্ষেপন পাথর)
igneous rock (আগ্নেয় পাথর)
mentamorphic (রুপান্তরিত পাথর)
stratified rock (স্তরিত পাথর)
4. ভূমিকম্পে সৃষ্ঠ তরঙ্গ কি ধরণের-
আড় তরঙ্গ
লাম্বিক তরঙ্গ
আড় ও লাম্বিক তরঙ্গ
স্থির তরঙ্গ
5. আধুনিক জেন্ট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?
অভিকর্ষ সূত্র
নিউটনের গতি সূত্র
ফ্যারেডের সূত্র
ভরবেগের নিত্যতা সূত্র
6. ঘটনাটা শুনে রাখ-এ বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?
যৌগিক ক্রিয়া
মৌলিক ক্রিয়া
সমাপিকা ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া
7. A piece of timber whose thickness and width are respectively 5 cm and 10 cm is called. (৫ সেমি. পুরু ও ১০ সেমি. প্রশস্থ কাঠকে বলে-)
Slate
Pluk
Strip
Board
8. ছাদের ঢালায়ে ব্যবহৃত পাথর কোনটি-
গ্রানাইট
প্লেট পাথর
নিস
ব্যাসল্ট
9. সর্বোচ্চ ৭২% লোহা থাকে..... রডে।
ম্যাগনেটাইট
হেমাটাইট
লিমোনাইট
ব্ল্যাক ব্যান্ড
10. অনুসর্গের আর কী নাম রয়েছে?
শব্দ সংক্ষেপ
কর্মপ্রবচনীয় অব্যয়
পদাশ্রিত অব্যয়
বিরক্তি
11. একটি ভালো মানের নিমার্ণ পাথর একদিন পানিতে নিমজ্জিত করলে তার নিজস্ব ওজনের- এর বেশি পানি শোষন করলে নির্মাণ একটি ভালো মানের নিমার্ণ পাথর একদিন পানিতে নিমজ্জিত পরিতাজ্য। করলে তার নিজস্ব পরিতাজ্য।ওজনের- এর বেশি পানি শোষন করলে নির্মাণ কাজে একটি ভালো মানের নিমার্ণ পাথর একদিন পানিতে নিমজ্জিত পরিতাজ্য। করলে তার নিজস্ব ওজনের- এর বেশি পানি শোষন করলে নির্মাণ কাজে কাজে
5%
10%
15%
25%
12. ৫০ কেজি ওজনের দুই ব্যাগ সিমেন্ট গোলানোর জন্য কত লিটার পানির প্রয়োজন?
33
37
45
41
14. কাস্ট আয়রণ- প্রতিক্রিয়ায় আহরিত হয়
বেইজমার
সিমেন্টেশন
ক্রসিবল
ফার্নেস
15. উন্নত মানের বালু কখনো -হতে আহরিত হয় না।
নদী
চর
সাগর
নালা
16. ঘটনাটি শুনে রাখ- বাক্যের যৌগিক ক্রিয়াটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
নিরন্ততা অর্থে
তাগিদ অর্থে
অনুমোদন অর্থে
আকাঙ্খা অর্থে
17. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে কাজের মান শূন্য হবে?
৯০
৬০
১৮০
19. দালিয়ান কোন দেশের সমুদ্র বন্দর?
সুদান
ইরান
ইয়েমেন
চীন
20. ইয়ং এর গুণাঙ্ক কার সবথেকে বেশি
রাবার
তামা
স্বর্ণ
ইস্পাত