EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. পুলিশী সাহায্য পাওয়ার শর্ট কোড কোনটি?
১০৬
৩৩৩
৯৯৯
১২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মাধ্যমে চালু করা হয়েছে জরুরি সেবা ৯৯৯। যে কোনো মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স সেবা পেয়ে থাকেন।
2. পুন্ড্রনগর কোন জেলায় অবস্থিত?
কুমিল্লা
বগুড়া
নওগা
দিনাজপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রাচীন পুণ্ড্রনগর বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। এটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ পুন্ডু রাজধানী। বর্তমান বগুড়া রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে গঠিত ছিল পুন্ড জনপদ।
3. লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে?
ইউরোপ ও আফ্রিকা
এশিয়া ও ইউরোপ
এশিয়া ও অস্ট্রেলিয়া
আফ্রিকা ও এশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: লোহিত সাগর (Red Sea) ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
4. বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
সমতট
বঙ্গ
পুন্ড্র
হরিকেল
ব্যাখ্যা: ব্যাখ্যা: বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীনকালের প্রধান ৬টি জনপদের একটি বঙ্গ। বঙ্গ ছিল ঢাকা, ময়মনসিংহ ও ফরিদ পুর অঞ্চল নিয়ে বিস্তৃত। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া
5. বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা কোথায় অবস্থিত?
নেপাল
পাকিস্তান
শ্রীলংকা
থাইল্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: তক্ষশীলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। তক্ষশীলার অবস্থান ইসলামাবাদ রাজধানী অঞ্চল এবং পাঞ্জাবের রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) উত্তর-পশ্চিমে, যা গ্রান্ড ট্রাঙ্ক রোড থেকে খুব কাছে। তক্ষশীলা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৪৯ মিটার (১,৮০১ ফিট) উচ্চতায় অবস্থিত। ভারতবিভাগ পরবর্তী পাকিস্তান সৃষ্টির আগ পর্যন্ত এটি ভারতবর্ষের অর্ন্তগত ছিল। পুরাতন তক্ষশীলা ছিল প্রাচীন গান্ধারের রাজধানী শহর যা সিন্ধু নদীর পূর্ব তীরে অবস্থিত এবং ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ার প্রধান সংযোগস্থল। এটি প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তক্ষশীলার কিছু ধ্বংসাবশেষ আচেমেনিড পারস্য সাম্রাজ্যের সময় থেকে শুরু করে, পরবর্তীতে মৌর্য সাম্রাজ্য, ইন্দো-গ্রীক সাম্রাজ্য, ইন্দো-সিথিয়ান এবং কুশান সাম্রাজ্য। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
6. গ্রিন পিস কি?
জাতীয়তাবাদী সংগঠন
রাজনৈতিক সংগঠন
মানবতাবাদী সংগঠন
পরিবেশবাদী সংগঠন
ব্যাখ্যা: ব্যাখ্যা: "গ্রিনপিস হল্যান্ডে বা নেদারল্যান্ডসভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংস্থা। ১৯৭১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে সংস্থাটি আলাঙ্কায় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করে। সংস্থাটি পারমাণবিক পরীক্ষা এবং তেজস্ক্রিয় ও রাসায়নিক বর্জ্য নিক্ষেপের বিরুদ্ধে সফল আন্দোলন চালিয়ে আসছে। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]"
7. ব্যাকটেরিয়া কী?
জড় বস্তু
উদ্ভিদ
প্রাণী
অণুজীব
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্যাকটেরিয়া হলো এক প্রকারের আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুজীব। এরা এবং (আরকিয়া) গুলো প্রোক্যারিয়ট (প্রাক-কেন্দ্রিক)। ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম ১৬৭৫ খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে নিজের তৈরি সবল অণুবীক্ষণযন্ত্রের নিচে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। আদিকোষী অণুজীবদের একটি বিরাট অধিজগৎ ব্যাকটেরিয়া নিয়ে গঠিত। সাধারণত দৈর্ঘ্যে কয়েক মাইক্রোমিটার ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের আকৃতি রয়েছে, গোলকাকৃতি থেকে দণ্ডাকৃতি ও সর্পিলাকার পর্যন্ত ব্যাপ্ত। গোড়ার দিকে পৃথিবীতে যেসব রূপে প্রাণের আবির্ভাব ঘটেছিল, ব্যাকটেরিয়া তাদের মধ্যে অন্যতম। পৃথিবীর অধিকাংশ আবাসস্থলেই ব্যাকটেরিয়া বিদ্যমান রয়েছে। ব্যাকটেরিয়া মাটি, জল, আম্লিক উষ্ণ ঝরনা, তেজস্ক্রিয় বর্জ্য এবং ভুঙ্গকের গভীর জীবমণ্ডলে বাস করে। ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীর সাথে মিথোজীবী ও পরজীবী সংসর্গেও বাস করে। বেশিরভাগ ব্যাকটেরিয়া চিহ্নিত হয়নি এবং মাত্র প্রায় ২৭ শতাংশ ব্যাকটেরিয়া পর্বের প্রজাতিগুলোকে গবেষণাগারে আবাদ (Culture) করা যায়। মাইক্রোবায়োলজির যে শাখায় ব্যাকটেরিয়া নিয়ে অধ্যয়ন করা হয় তাকে ব্যাক্টেরিওলজি বলে। [তথ্যসূত্রঃ সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণি]
8. সিন্দুরী' বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
বেগম
আম
আলু
টমেটো
ব্যাখ্যা: ব্যাখ্যা: আলুর উন্নত জাত ডায়মন্ড, কার্ডিনাল, কুফরী ও সিন্দুরী [তথ্যসূত্রঃ অগ্রদূত বাংলাদেশ বিষয়াবলি)
9. দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
২.৪৫
৩.৩২
৩.৪০
৩.৪৩
ব্যাখ্যা: ব্যাখ্যা: কর্ণফুলীর ২ তীরকে সংযুক্ত করে চীনের সাংহাই শহরের আদলে 'ওয়ান সিটি টু টাউন' গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পটি হাতে নেয় সরকার। মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন এ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) এই সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। টানেল টিউবের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার এবং ভেতরের ব্যাস ১০ দশমিক ৮০ মিটার। [তথ্যসূত্রঃ ডেইলি স্টার পত্রিকা]
10. খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়?
জুল
কিলো জুল
ক্যালরি
কিলো ক্যালরি
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি খাদ্যদ্রব্য বা পানীয় থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা পরিমাপ করা হয় ক্যালোরি দিয়ে। একজন পুরুষের দৈনিক ২৫০০ কিলোক্যালোরি এবং একজন নারীর দৈনিক ২০০০ কিলোক্যালোরি দরকার হয় তাদের শরীরকে কর্মক্ষম রাখার জন্য- শ্বাস নেয়া থেকে শুরু করে দৌড়ানো পর্যন্ত সবকিছু এর অন্তর্ভুক্ত। ক্যালরি শক্তির একটি একক, পুষ্টিবিজ্ঞানে যার বহুল ব্যবহার রয়েছে। ঐতিহাসিক কারণে ক্যালরির দুইটি একক বহুল প্রচলিত। "ক্ষুদ্র ক্যালরি বা গ্রাম ক্যালরি (সচরাচর যাকে ক্যাল বলে উল্লেখ করা হয়) বলতে বুঝায় ১ গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বা ১ ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে ব্যয়িত তাপশক্তি। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
11. কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জুলিও কুরি' পদকে ভূষিত করা হয়'
১৯৬৮
১৯৭১
১৯৭২
১৯৭০
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১০ অক্টোবর ১৯৭২ চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় শোষিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্বশান্তি প্রতি' স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জুলিও কুরি শান্তি পদক' প্রদানের ঘোম সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া [তথ্যসূত্রঃ বিভিন্ন দৈনিক পত্রিকা] সডেমিয়াল কমিটির অসাধারণ অবদানের দেয়া হয়। ২৩ মে ১৯৭৩ জুলিও কুরি পদক।
12. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
ভূ-পৃষ্ঠে
মেরু অঞ্চলে
নিরক্ষীয় অঞ্চলে
পৃথিবীর কেন্দ্রে
ব্যাখ্যা: ব্যাখ্যা: মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, কেননা এখানে অভিকর্ষজ ত্বরণ ও এর মান সবচেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্রে g- এর মান শূন্য বিধায় বস্তুর ওজন শূন্য। বিষুব অঞ্চলে g- এর মান সবচেয়ে কম বিধায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে কম। খনির ভেতর ভূপৃষ্ঠের তুলনায় এ এর মান কম বিধায় ভূপৃষ্ঠে বস্তুর ওজনের তুলনায় খনির ভেতর বস্তুর ওজন কম। [তথ্যসূত্রঃ সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণি]
13. সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাশ হয় কবে?
১৪ জানুয়ারি-২০২৩
২৪ জানুয়ারি-২০২৩
১৫ অক্টোবর-২০২৩
২৫ অক্টোবর-২০২০
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২৪ জানুয়ারি, ২০২৩ জাতীয় সংসদে 'সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল ২০২৩' পাস হয়েছে। দেশের সব প্রাপ্ত বয়স্ক নাগরিককে পেনশন ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নিয়ে বিলটি পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে এ সংক্রান্ত বিলটি পাসের জন্য উত্থাপন করেন। এরপর এটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলের ওপর আনীত জনমত যাচাই বাছাই কমিটিতে পেরন সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন। সরকার গেজেট জারি করে বাধ্যতামূলক না করা অংশগ্রহণ হবে ঐচ্ছিক। বিলে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে সর্বজনীন বছর বা তার বেশি বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশী নাগরিক এতে অংশ নিতে বিবেচনায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদেরও পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা রাখা হয়েছে সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদাদাতাকে ধারাবাহি পেনশন স্কিে নশনের আওতায় পারবেন। বিশেষ বে মাসিক পেন নবে কমপক্ষে চাঁদা দিতে হবে। ১০ বছর চাঁদা দেয়া শেষে তিনি যে বয়সে উপনীত হবেন, সে বয়স থেকেও ীবন পেন পাবেন। বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীরাও এতে অংশ নিতে পারবেন।
14. বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
চীন
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
সিঙ্গাপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: "বান্দুং শহরটি ইন্দোনেশিয়ার পশ্চিমে জাভা প্রদেশের রাজধানী। বান্দুং শহরটি জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]"
15. কম্পিউটার শব্দের অর্থ কি?
হিসাবকারী যন্ত্র
গণনাকারী যন্ত্র
পরীক্ষার যন্ত্র
বিমান চালানোর যন্ত্র
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রীক শব্দ "Compute" থেকে অধুনা Computer শব্দের উৎপত্তি। আবার ল্যাটিন শব্দ Computare ও থেকে Computer শব্দের উৎপত্তি। যার আর্থ গণনা করা, সেই দিক থেকে চিত্তাকরলে এর অর্থ গণনা কারী যন্ত্র বিশেষ। যেমন Calculator, Counter, Conductor. [তথ্যসূত্রঃ তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি নবম দশম শ্রেণি]
16. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে?
৬ ঘণ্টা
৫ ঘন্টা
৪ ঘণ্টা
৩ ঘণ্টা
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ ৬ ঘণ্টা আগে। জিএমটি বা গ্রীনিচ মান সময় (ইংরেজি: Greenwich Mean Time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। এ সময় অঞ্চলটি যুক্তরাজ্য, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
17. অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে?
চন্দ্র
তারকা
সূর্য
ব্ল্যাক হোল
ব্যাখ্যা: ব্যাখ্যা: অতিবেগুনী রশ্মি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়। এই রশ্মি আসে সূর্য থেকে। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
18. ২০২৩ সালে শাস্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
নার্গিস মোহাম্মদী
নাগিব মাহফুজ
শিরিন এবাদি
প্রফেসর আব্দুস সালাম
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। মোহাম্মদী ইরানের অন্যতম মানবাধিকারকর্মী। তিনি নারীর অধিকার এবং মৃত্যুদণ্ড বিলোপের ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত। বর্তমানে ইরানের এভিন প্রিজনে মোট ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন মোহাম্মদী। ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিরিন এবাদির নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা ডিফেন্ডারস অভ হিউম্যান রাইটস সেন্টার-এর উপ-প্রধান নার্গিস মোহাম্মদী। [তথ্যসূত্রঃ দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা]
19. বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়?
২ এপ্রিল
২ জুন
২ ফেব্রুয়ারি
২ জুলাই
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিশ্ব অটিজম সচেতনতা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস যা প্রতিবছর ২রা এপ্রিল পালিত হয়। এই দিনটিতে জাতিসংঘ বিশ্বজুড়ে তার সদস্য দেশগুলিকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে। দিবসটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক "৬২/১৯৯ ধারা অনুযায়ী মনোনয়ন লাভ করে। "বিশ্ব অটিজম সচেতনতা দিবস" প্রস্তাবটি ২০০৭ সালের ১ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়েছিল এবং সেটি গৃহীত হয়েছিল একই বছরের ১৮ ডিসেম্বর। এটি প্রস্তাব করেছিলেন জাতিসংঘে কাতারের প্রতিনিধিবৃন্দ যাদের মধ্যে ছিলেন প্রিন্সেস শিখা মোজাহ বিনতে নাসের আল-মিসনদ এবং তার স্বামী, কাতার রাজ্যের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। সকল সদস্যরাষ্ট্র তাঁদের এ প্রস্তাবকে সমর্থন করে। তিথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
20. কোনটি উপদ্বীপ?
জার্মান
কোরিয়া
সৌদি আরব
মিয়ানমার
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোরীয় উপদ্বীপ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি উপদ্বীপ। এর দক্ষিণাভিমুখ ১,১০০ কিলোমিটার (৬৮৪ মাইল) প্রসারিত যা এশিয়া মহাদেশ হয়ে প্রশান্ত মহাসাগররে মধ্যে, এটি পূর্বে জাপান সাগর দ্বারা এবং পশ্চিমে হলুদ সাগর দ্বারা বেষ্টিত। এর প্রথম দুটি জলপৃষ্ঠ কোরীয় প্রণালী কর্তৃক সংযোগক্রিত। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]