EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়ে থাকে?
গোলাকার
বর্গাকার
কোনিকাল
চতুর্ভুজ
ব্যাখ্যা: আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার নানা ধরনের জ্যামিতিক আকারে ভবন নির্মাণ করা হয়। তবে স্ট্রাকচারাল ও আর্কিটেকচারাল ফাংশনকেন্দ্রীক বিভিন্ন সুবিধার জন্য বর্গাকার ভবন বেশি জনপ্রিয়।
2. শিখাড়া (Shikhara) কিসের অংশ?
হিন্দু মন্দির
বাংলা কুড়েঘর
মসজিদ
নৌকা
ব্যাখ্যা: শিখাড়া একটি সংস্কৃত শব্দ বা আক্ষরিক অর্থ পর্বত শিখর। এটি দ্বারা উত্তর ভারতের হিন্দু মন্দির স্থাপত্যের ক্রমবর্ধমান টাওয়ারকে বুঝায়।
3. 'মেঘে মেঘে' শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়?
ব্যাপ্তি
বহুত্ব
প্রকর্ষ
ঈযৎ স্বল্পতা
ব্যাখ্যা: 'মেঘে মেঘে' শব্দদ্বৈত দ্বারা ঈষৎ (অল্প কিঞ্চিত সামান্য) অর্থ প্রকাশ পায়। যেমন- মেঘে মেঘে কেটে গেছে অনেক বেলা। মেঘে মেঘে অনেক সময় হয়ে গেছে। মেঘে মেঘে বেলা তো কম হয় নি।
4. He failed (keep) his promise. Choose the right form of verb:
in keeping
keeping
kept
to keep
ব্যাখ্যা: Past tense-যুক্ত বাক্যের Principal verb past sense আকারে হলেও তারপরে যদি ব্রাকেট আকারে verb থাকে তাহলে তার পূর্বে 10 ব্যবহৃত হয়। এটি infinitive verb-এর মধ্যে পড়ে।
5. উপসর্গ সাধারণত কোথায় বসে?
বাক্যের শেষে
শব্দের শেষে
শব্দের পূর্বে
শব্দের মধ্যে
ব্যাখ্যা: উপসর্গ শব্দের পূর্বে বসে শব্দের পরিবর্তন আনে। যেমন- অ চেনা শব্দের পূর্বে বসে শব্দ পরিবর্তন করে- অচেনা। 'অনুসর্গ' শব্দের পরে বসে।
7. BNBC অনুযায়ী গাড়ি চলাচলের জন্য র্যাম্পের অনুপাত-
১:৪
১:৬
১:৮৮
১:১২
8. 'পুতুল নাচের ইতিকথা' গ্রন্থের রচয়িতা-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা: পুতুল নাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়-এর লেখা তৃতীয় উপন্যাস এবং চতুর্থ মুদ্রিত গ্রন্থ। উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় বাংলা ১৩৪১ সালের পৌষ থেকে ১৩৪২ সালের অগ্রহায়ণ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসটিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজতান্ত্রিক মানসিকতার পরিচয় মেলে।
9. তিন মৌলিক রং হলো-
লাল, সবুজ, পার্পেল
নীল, সবুজ, লাল
লাল, হলুদ, নীল
হলুদ, লাল, সবুজ
10. কোন শহরটি 'বিগ অ্যাপেল' নামে পরিচিত?
প্যারিস
নিউ ইয়র্ক
সিংগাপুর
লন্ডন
ব্যাখ্যা: শান্তির শহর বলা হয় ইতালির রোমকে। বিগ অ্যাপেল বলা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে।
11. একটি Office building-এ প্রবেশের পর কী দেখতে। চান?
লবি
লিফ্ট
লাউঞ্জ
রিসিপশন
12. আমাদের climate-এ বিল্ডিং-এর orientation কী হবে?
পূর্ব
পশ্চিম
দক্ষিণ
দক্ষিণ-পশ্চিম
13. তুমি এতক্ষণ কী করেছ?- এ বাক্যে 'কী' কোন পদ?
সর্বনাম
অব্যয়
ক্রিয়া
বিশেষণ
ব্যাখ্যা: বিশেষণ হলো যা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। যেমন- ভালো, ছোট, গুণ, পাঁচটি ইত্যাদি। অব্যয় হলো যে পদের কোনো পরিবর্তন নেই। যেমন- এবং, কিংবা, কিন্তু, ইত্যাদি। সর্বনাম হলো যা বিশেষ্যের পরিবর্তে আসে। যেমন- আমি, তুমি, সে ইত্যাদি। ক্রিয়াপদ হলো যে পদ দ্বারা কার্যসম্পন্ন হয়। যেমন- করা, খাওয়া ইত্যাদি। সুতরাং, তুমি ও কী উভয়ই সর্বনাম।
14. শরণার্থীদের দুঃখ-দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
লুইজ গ্লিক
বব ডিলান
আবদুল রাজাক গুরনাহ
গুন্টার গ্রাস
ব্যাখ্যা: সুইডিশ একাডেমি আবদুল রাজাক গুরনাহ'র কৃতিত্ব হিসেবে বলছে, তার আপোসহীন ও দরদি লেখায় উঠে এসেছে ঔপনিবেশিকতার প্রভাব ও শারণার্থী জীবনের দুঃখ-দুর্দশা। তিনি ১১৮তম সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার জিতলেন। ১৯৪৮ সালে তানজানিয়ার জাঞ্জিবারে জন্ম নেয়া আবদুল রাজাক গুরনাহ ষাটের দশকে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমান।
15. কোন দেশ থেকে সর্বপ্রথম করোনো ভাইরাসের 'ওমিক্রন ভ্যারিয়েন্ট' সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়?
ভারত
দক্ষিণ আফ্রিকা
ইটালি
ভুটান
ব্যাখ্যা: দক্ষিণ আফ্রিকার সার্স কোড-২ এর নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে ২৪ নভেম্বর প্রথম জানা যায়। এটি বি.১.১.৫২৯ বা ওমিক্রন হিসেবে উল্লেখ করা হচ্ছে। আলফা, বিটা, ডেল্টার মতো ওমিক্রন গ্রিক বর্ণমালার একটি অক্ষর। এই ভ্যারিয়েন্টটিতে প্রচুর পরিমাণে পরিযোজন হয়েছে। এখানে ৩০টির বেশি ভাইরাল স্পাইক প্রোটিন আছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহজেই আঘাত হানতে পারে।
16. 'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা কে?
সত্যজিৎ রায়
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
অচিন্ত্যকুমার সেন গুপ্ত
বলাইচাঁদ মুখোপাধ্যায়
ব্যাখ্যা: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও কিছু উপন্যাসের নাম হলো- অপরাজিত, আরণ্যক, চাদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী, অশনি সংকেত।
17. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
১৯ এপ্রিল
৮ মার্চ
১৭ মার্চ
৯ ডিসেম্বর
ব্যাখ্যা: ৮ মার্চ নারীরা সারা বিশ্বব্যাপী একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদ্যাপন করেন। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবসের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্যাপনের মুখ্য বিষয় হয়। আবার কোথাও মহিলাদের আর্থিক রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা বেশি গুরুত্ব পায়।
18. শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জুলিও কুরী পুরস্কার পান?
১৯৭৩ সালের ২৩ মে
১৯৭৩ সালের ২৪ মে
১৯৭৩ সালের ২৩ জুন
১৯৭৩ সালের ২৪ জুন
ব্যাখ্যা: ১৯৭৩ সালের ২৩ মে বিশ্বশান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়। বিশ্বশান্তি পরিষদের শান্তি পদক ছিল জাতির পিতার কাজের স্বীকৃতিস্বরূপ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি। এটি ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক পুরস্কার।
19. বাংলাদেশ সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে?
৭টি
৯টি
৮টি
৬টি
ব্যাখ্যা: বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে। যথাক্রমে- ১ম-- (১৯৭৩-১৯৭৮) ২য়- (১৯৮০-১৯৮৫) (0888-DACS) -126 ৪র্থ- (১৯৯০-১৯৯৫) ৫ম- (১৯৯৭-২০০২) ৬ষ্ঠ- (২০১১-২০১৫) ৭ম-(২০১৬-২০২০) ৮ম- (২০২০-২০২৫)
20. 'Please don't disturb me'. Select the correct passive form of the sentence:
I should not be disturbed
Let not I disturbed
I might not be disturbed
I may not please be disturbed
ব্যাখ্যা: Please don't disturb me'- Active voice-টি Imperative sentence structure-এ রয়েছে। Imperative sentence যুক্ত বাক্যকে Active থেকে Passive করতে প্রথমে Sub + should+ not + be + মূল Verb এর Past Participle করতে হয়।