MCQ
1. বিষুবরেখার সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং এর মধ্যে ফেজ পার্থক্য কত?
৯০০
১৮০০
৩৬০০
০০
2. Windows কী?
Data Storage Device
Programming Language
Antivirus Software
Operating System
3. AB রেখার সম্মুখ বিয়ারিং 130° হলে, তার পেছনের বিয়ারিং কত?
220°
310°
30°
50°
4. RTM বলতে কী বুঝায়?
Request for Project
Restricted Tendering Method
Reserved Tendering Method
Routine Tendering Method
5. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?
লিথিয়াম
সোডিয়াম
পারদ
ইউরেনিয়াম
6. কোনটি surveying instrument নয়?
Plain Table
Level machine
Microscope
Theodolite
7. কোনটি Steel Truss-এর member নহে?
Purline
Kingpost
Lintel
Rafter
8. বস্তুর ওজন কোন স্থানে সবচেয়ে বেশি?
পাহাড়ের উপর
বিষুব অঞ্চলে
মেরু অঞ্চলে
কোনোটিই নয়
9. কোনটি Standard Sieve?
1/2"
#60
#100
#40
10. T-Beam-এর Slab-এর নিচের অংশকে কী বলে?
Bottom
Web
Top
Flange
11. Tunnel Boring Machine (TBM) কী নির্মাণে ব্যবহৃত হয়?
Underground Rail
Bridge
Elevated Rail
Under Pass
12. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না?
Penetration Test
Viscosity Test
Compressive Strength Test
Specific Gravity Test
13. 40 গ্রেড রডের Ultimate Strength কত?
400 Mpa
250 Mpa
265 Mpa
275 Mpa
14. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে-
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
হাইড্রোজেন
অক্সিজেন
15. কম্পিউটার এর কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
সেকেন্ড
ন্যানো সেকেন্ড
ঘণ্টা
মিনিট
16. বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়?
ঘনমিটার
মিলিমিটার
বর্গমিটার
কোনোটিই নয়
17. Spiral Column-এ 16mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা যায়?
৬টি
৮টি
৫টি
৪টি
18. Gunter's chain-এ কত শিকলে ১ মাইল হয়?
৭০ শিকল
১০০ শিকল
৮০ শিকল
৫০ শিকল
19. 1:2:4 অনুপাতে ২০০ cft কংক্রিটের জন্য coarse aggregate-এর পরিমাণ আনুমানিক কত?
১৩৬ cft
১০০cft
১৭০cft
২০০cft
20. দুই লেনবিশিষ্ট জাতীয় মহাসড়ক কত চওড়া হওয়া উচিত?
৭.৫০ মিটার
৯.০০ মিটার
১৫.০০ মিটার
১২.০০ মিটার