EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. আদর্শ প্রক্টর পরীক্ষায় মাটিকে দৃঢ়করণের জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন-
৫.৫ কেজি
৩.৫ কেজি
৪.৫ কেজি
২.৫ কেজি
2. সিমেন্টের ফাইনাল সেটিং টাইম কত সময়ের বেশি হওয়া উচিত নয়?
৫ ঘন্টা
১০ ঘন্টা
৭ ঘন্টা
১২ ঘন্টা
3. ভাইকাটস্ এপারেটাস সিমেন্ট টেস্টের জন্য ব্যবহৃত প্লাজারের ব্যাস-
১০ মি.মি.
২০ মি.মি.
১৫ মি.মি.
২৫ মি.মি.
4. ACI কোড অনুসারে স্লাবের সর্বনিম্ন পুরুত্বের পরিমাণ-
৯ সে.মি.
১০ সে.মি.
১২ সে.মি.
১৪সে.মি.
5. সেটিং টাইম নিয়ন্ত্রণের জন্য সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট কত ভাগ জিপসাম মিশানো হয়?
১%- ২%
২.৫% -৩%
১.৫%-২%
৩% -৪%
6. একটি মাটির নমুনার ভয়েড রেশিও এর মান ০.৩ হলে পরোসিটি কত?
২.৩০
০.২৩
০.০২৩
০.০০২৩
7. ভাল ইটের চাপ শক্তির পরিমান সাধারনত কত?
১০০-১১০ কেজি/বর্গ,সে.মি.
১২০-১৩০ কেজি/বর্গ.সে.মি.
১৪০-১৫০ কেজি/বর্গ,সে.মি.
১৫০-১৬০ কেজি/বর্গ.সে.মি.
8. স্পাইরাল কলামে খাড়া রডের নূন্যতম সংখ্যা-
৪টি
৫টি
৬টি
৮টি
9. কোন পদ্ধতির জরিপ কার্যকে গ্রাফিক্যাল জরিপ পদ্ধতি বলা হয়?
শিকল জরিপ
প্লেন জরিপ
কম্পাস জরিপ
থিওডোলাইড জরিপ
10. শুকনা বালির স্থিরতা কোণ কত?
২০°
৩০"
২৫°
৩৫°
11. কংক্রিটের compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১৫ সে.মি. ৩০ সে.মি.
৩০ সে.মি. ৩০ সে.মি.
১৫ সে.মি. ১৫ সে.মি,
৩০ সে.মি. ১৫ সে.মি.
12. মাটির ঘনত্বসূচক মান সর্ব্বোচ্চ কত?
০.১
১.৫০
১.০০
২.০০
13. স্থানীয় আকর্ষন না থাকেেল সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য হওয়া উচিত-
৯০°
১৮০°
০°
৫০°
14. সেটিং টাইম টেস্ট সুই (নিডল) সিমেন্ট পেস্টের মধ্যে সম্পূর্ণ না ডুবে কত মি.মি. পর্যন্ত ডুবলে বুঝতে হবে যে প্রান্তিক সেটিং শুরু হয়েছে?
৩৫ মি.মি.
৪০ মি.মি.
২৫ মি.মি.
৩০ মি.মি.
15. সিমেন্টের প্রান্তিক সেটিং টাইম পরীক্ষায় ব্যবহৃত সুই-এর প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল হবে-
১ বর্গ, মি.মি.
৩ বর্গ, মি.মি.
২ বর্গ, মি.মি.
৪ বর্গ. মি.মি.
16. ট্রাই-এক্সিয়াল টেস্টে মাটিকে কী টেস্ট করা হয়?
কমপেকশন টেস্ট
কনসোলিডেশন টেস্ট
শিয়ার স্ট্রেস্থ টেস্ট
টেনসাইল স্ট্রেস্থ টেস্ট
17. একটি প্রথম শ্রেণীর ইটে সিলিকার (SiO₂) পরিমান কত?
৫০%
৬০%
৫৫%
৬৫%
18. শিয়ার ফোর্স ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলে-
ইরপ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপদজনক বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
19. সিমেন্ট চুনের শতকরা পরিমাণ-
৪০-৫০%
৬০-৬৭%
৫০-৬০%
৭০-৭৫%
20. ২৮ দিন কিউরিং এর ফলে সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট কত % শক্তি অর্জন করে?
50%
60%
70%
80%