MCQ
1. M.K.S. System-এ Run off-এর Unit-
m³/sec
n/sec
m
m³/sec
2. Uniformly distributed একটি Simply supported Beam-এর Bending Moment Diagram কী ধরনের হবে?
Straight line
Horizontal line
Inclined line
None of those
3. নকশার 1cm যদি বাস্তবের 10m এর সমান হয় তবে এই scale-এর অনুপাত কী?
১/১০
১/১০০
১/১০০০
১/১০০০০
4. নিচের কোনটি Mass Rapid Transit?
Metro-Rail
Taxi cab
Motor cycle
Bus
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: Mass Rapid Transit (দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা)-কে বলা হয় Metro-Rail। যানজট নিরসনের জন্য এবং দ্রুত একস্থান হতে অনাস্থানে যাতায়াতের জন্য Metro-Rail বাস্ত ব্যয়ন করা হচ্ছে।
5. Mandatory Trafic Sign-এর আকার কেমন?
বর্গাকৃতি
ত্রিভুজাকৃতি
বৃত্তাকার
কোনোটিই নয়
6. Concrete-এর Workability পরীক্ষা করার জন্য কোন Test করা হয়?
penetration
Gradation
Slump Test
Sleve analysis
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের মিশ্রণ একরকম হওয়া উচিত, যাতে একে সহজে নাড়াচাড়া ও ফর্মের মধ্যে ঢালাই করা যায়। এ গুণাগুণকে কংক্রিটের কার্যোপযোগিতা বলে। এটি পানি-সিমেন্টের অনুপাতের উপর নির্ভর করে।
7. মাটির Total volume-এর সাথে এর Volume of voids-এর সাথে এর volume of voids-এর অনুপাত কে কী বলে?
Water-cament ratio
Void ratio
Porosity
Degree of saturation
8. পাহাড়ি এলাকায় কোন Contouring Method ব্যবহৃত হয়?
Direct Method
Square Method
Crosss-section Method
Tachometric Method
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাহাড়ি এলাকায় Contouring-এর জন্য Tachonutr method ব্যবহার করা হয়। কারণ এর মাধ্যমে অনুভূমিক দূরত্ব ও কোণ নির্ণয় করা যায়।
9. Ordinary Portland Cement-এর Final Setting time সর্বোচ্চ কত?
২ ঘণ্টা
৪ ঘণ্টা
৬ ঘণ্টা
১০ ঘণ্টা
10. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate-এর size সাধারণত কত?
10 mm down grade
16 mm down grade
20 mm down grade
25 mm down grade
11. একটি Foundation কে Shallow বলা হয় যখন এর depth হয়-
th of its width
half of its width
tho of its width
Equal of its width
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: যখন কোনো ভিত্তির গভীরতা তার প্রন্থের সমান হয়, তথন তাকে Shallow ভিত্তি বলে।
12. কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড?
pH = 2
pH = 5 0
pH = 8
pH = 1
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: pH স্কেলে ০ থেকে 7 অ্যাসিডিক এবং 7 থেকে 14 পর্যন্ত ক্ষারকীয়। pH-এর মান 7 থেকে যত কম হবে তার অ্যাসিডিটি তত বেশি।
13. Plan Table-এর size কত?
750 mm x 900mm
600 mm × 750mm
450 mm x 300 mm
300 mm x 450 mm
14. একটি Simply Supported Girder-এর ক্ষেত্রে Bending Train wheel load-এর জন্য সর্বোচ্চ Moment কোথায় হবে?
Centre of Span
Al the Support
Under wheel load
কখনও Wheel load এর নিচে নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: Train wheel load বিমের উপর Uniformly distributed load আকারে কাজ করে। সেজন্য বেন্ডিং মোমেন্ট বিয়ের মাঝখানে উৎপন্ন হবে।
15. ১ম শ্রেণির ইটের সর্বোচ্চ কত পানি শোষিত হবে?
১০%
১৫%
২০%
৩০%
16. Sheet pile কী দিয়ে নির্মিত হয়?
Wood
Concrete
Steel
All of them
17. মাটির শক্তি পরীক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
Triaxia Test
CBR
Specific Gravity Test
LL Test
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: Standard penetration test-এর মাধ্যমে মাটির বিভিন্ন স্ত রের শক্তির পরিমাণ নির্ণয় করা যায়।
18. Prime Coat কোথায় ব্যবহৃত হয়?
Base coarse-এর উপরে
Subgrade-এর উপরে
Rail Track-এ
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: সারফেস কোর্সকে বেস কোর্সের সাথে ভালোভাবে যুক্ত করে পানিরোধকের জন্য বেস কোর্সের উপর প্রাইম কোট দিতে হয়।
19. একটি সিঁড়ির Flight-এ সর্বোচ্চ কতটি ধাপ রাখা প্রয়োজন?
১০
১৫
১২
কোনোটিই নয়
20. কোনটিকে Gague distance বলে?
Center to center of rail
Running face of rail
Outer face of rail
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাশাপাশি দুটি রেলের হেড বরাবর ভিতরের কিনারাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে রেল গেজ বলে।