MCQ
1. স্টিল বীমের সেকশন নিচের কোন আকৃতির হতে পারে?
F
H
O
M
2. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
প্রায় ৭ গ্যালন
প্রায় ৮ গ্যালন
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
3. নিচের কোনটি আরসিসি বীমের উপাদান নয়?
খোয়া
সিমেন্ট
এম.এস.রড
কোনটিই নয়
4. রাস্তার প্রস্তুতি তল সংস্থাপনের জন্য নিচের কোনটি করা হয়?
কটুরিং
স্টেডিয়া জরিপ
লেভেলিং
প্লেন টেবিল জরিপ
5. সাধারণত কয়টি ধাপে নিট সিমেন্ট ফিনিশিং কাজ সম্পন্ন করা হয়?
2
3
4
5
6. সেপটিক ট্যাংকের দৈর্ঘ্যকে প্রন্থ অপেক্ষা কত গুণ বেশি ধরে ডিজাইন করা হয়?
2
১০
১৫
২০
7. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ে কয়টি পরীক্ষা করা হয়?
2
3
4
5
8. নিচের কোনটি মাটি পরীক্ষা পদ্ধতি নয়?
কোর বোরিং
ওয়াশ বোরিং
পারকুশন বোরিং
টেস্ট সিলিন্ডার
9. ইটের গাঁথুনী শেষ হবার কত দিন পরে প্লাস্টার করা উচিৎ?
২ দিন
৮ দিন
১৫ দিন
২৮ দিন
10. ব্রড গেজে রেলের প্রন্থ-
0.6096m
0.762m
1.00m
1.676m
11. টেকোমিটার দিয়ে কী মাপা হয়?
বিয়ারিং
উচ্চতা
দৈর্ঘ্য
প্রন্থ
12. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়?
CaO
AlO3
SiO2
MgO
13. নিচের কোন ক্ষেত্রে নিট সিমেন্ট ফিনিশিং করা হয় না ?
মেঝে
স্কান্টিং
ড্রেন
টয়লেট
14. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা কোনটি নির্দেশ করে -
শূন্য লোড
কাপল লোড
হেলানো লোড
সেন্ট্রাল লোড
15. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
কম্পাস
ক্রিনোমিটার
টেস
থিওডোলাইড
16. ক্লোজার সাধারণত কত প্রকার হয়ে থাকে?
2
3
4
5
17. বাকল অপসারিত করা গাছের কান্ডকে বলে -
রাফ টিম্বার
লগ টিম্বার
স্টান্ডিং টিম্বার
কনভার্টেড টিম্বার
18. বাংলাদেশে প্রচলিত ইটের দৈর্ঘ্য সাধারণত হয়?
9"
9.5"
9.25"
10"
19. বীম ও স্ল্যাব একত্রে ঢালাই করলে তাকে কী বলে?
সাধারণভাবে স্থাপিত বীম
অবিচ্ছিন্ন বীম
টি বীম
ক্যান্টিলিভার বীম
20. প্রথম শ্রেণির ইট ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখলে তার ওজনের কত অংশ পানি শোষন করে-
1/3
1/6
¼
1/7