Image
Image
ঢাকা ওয়াসা উপ-সহকারি প্রকৌশলী (তারিখঃ ২৭.০৪.২০২৪)

 

ঢাকা ওয়াসা

পরীক্ষার তারিখ: ২৭.০৪.২০২৪

পদের নাম: উপ-সহকারি প্রকৌশলী (সিভিল, ইলেকট্রিক্যাল, ম্যাকানিক্যাল)

সময়: ৬০ মিনিট                                               পূর্ণমান: ১০০


. নিচের কোন বাক্যটি সঠিক?

. Paper is made of wood.

. Paper is made from wood.

. Paper is made by wood.

. Paper is made on wood.

.

 

. নিচের কোন বাক্যটি সঠিক?

. He asked me if I passed.

. He asked me if I had passed.

. He asked me if I did passed.

. He asked me did I pass.

.

 

. I could not convince him... his mistake.

. To

. For

. Of

. From

.

 

8. You must adhere ... your principle.

. to

. at

. with

. in

.

 

. She prides herself... her beauty.

. on

. of

. to

. from

.

 

. The word disinterested means-

. lack of interest

. indifferent

. callous

. neutral

.

 

. নিচের কোন বাক্যটি সঠিক?

. The teacher reached before the students came.

. The teacher had reached before the students came.

. The teacher reached before the students had come.

. The teacher came to before the students come.

.

. শুদ্ধ বানান কোনটি?

. বিভিসিকা

. বিবিষীকা

. বিভীষীকা

. বিভীষিকা

.

. আঞ্চলিক ভাষার অপর নাম-

. কথ্যভাষা

. সাধুভাষা

. উপভাষা

. চলিত ভাষা

.

১০. যার কোনো কিছু থেকেই ভয় নেই- এর এক কথায় প্রকাশ কি?

. ভয়শূন্য

. অভয়

. অকুতোভয়

. নির্ভীক

.

১১. 'ঋজু' শব্দের বিপরীত শব্দ কোনটি?

.

. বাঁকা

. সোজা

. কঠিন

. তরল

.

১২. বিস্ময় সংশয় এর বিপরীত শব্দ কোনটি?

. দ্বিধা

. নির্ভয়

. প্রত্যয়

. বিস্ময়

.

১৩. 'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?

. শেখ মুজিবুর রহমান

. শেখ হাসিনা

. আব্দুল হামিদ খান ভাসানী

. . কে ফজলুল হক

.

১৪.১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক

সেক্টরে বিভক্ত করা হয়েছিল?

. ৯টি

. ১৭টি

. ১৫টি

. ১১টি

.

১৫. বাংলাদেশ জাতিসংঘের-

. ১৪৬তম সদস্য

. ১৩৬তম সদস্য

. ১২৬তম সদস্য

. ১১৬তম সদস্য

.

১৬. যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়?

. কোভিড-১৯

. এইডস

. জন্ডিস

. ধনুষ্টংকার

.

১৭. মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে?

. ১০ মার্চ

. ২৬ মার্চ

. ১৭ এপ্রিল

. ১৭ মে

.

১৮. বঙ্গবন্ধুর মার্চের ভাষণকে UNESCO কত তারিখে 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি প্রদান করে?

. ১০ জানুয়ারি

. ২৬ এপ্রিল

. ৩০ অক্টোবর

. ১৩ মার্চ

.

১৯. বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি?

. সিটি সেন্টার বাংলাদেশ

. ইউনিক সেন্টার

. সেনা কল্যাণ ভবন

. বিআরবি কেবল টাওয়ার

.

২০. বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে?

. ফ্রান্স

. সিয়েরালিওন

. সেনেগাল

. বারবাডোস

উ. খ

২১. What is the abbreviation of DWASA?

. Dhaka Water and Sewerage Authority.

. Dhaka Water System and Sewerage Authority.

. Dhaka Water Supply and Sewerage Authority.

. Dhaka Water Supply and Sewer Authority.

.

২২. নীচের কোন সংখ্যাটি বৃহত্তম?

. /১১

. /১৪

. /

. /

.

২৩.   ১৭ সে.মি., ১৫ সে.মি., সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি ............. 

. সমবাহু

. সমকোণী

. সমদ্বিবাহু

. স্থূলকোণী

.

২৪. নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি  ? = ?৩৪৩

.

. ৩৪৩

. ৭৭

. ৪৯

.

২৫.  tanθ = 34 হলে sinθ এর মান কত?

. /

. /

. /

. /

.

২৬৬০ লিটার পানি লবণের মিশ্রণের অনুপাত : ৩। মিশ্রণে আর কত লিটার লবণ মিশালে অনুপাত : হবে?

. ৭০

. ৮০

. ৬০

. ৫০

.

২৭.   x + 1X = 2 হলে x = ?

. 1

. 25.4

. 3

. 4

.

২৮. ঘর্ষণ শক্তি সর্বদা সেই দিকে কাজ করে যে দিকে বস্তু, বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে।

. বিপরীত

. আনতভাবে

. লম্বভাবে

. সমানভাবে

.

৩০. নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাপ দেয়?

. নিউটনের ১ম সূত্র

. নিউটনের ২য় সূত্র

. নিউটনের ৩য় সূত্র

. কোনটিই নয়

.

৩২.  যদি × = ৮১২, x = ১৬২০ হয় তবে × ۹ = কত?

. ২৪২৮

. ৪২

. ২৪৪২

. ১২১৪

.

৩৩.   , , , ১৪, , ২১, ৬..................... ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

.

.

. ২৮

. ২৯

.

 ৩৪.   3X + 4X+1 = 2 হলে x এর মান কত?

. 1

. 2

. 3

. 4

.

৩৫. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংকের তিন গুণ। দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত?

. ৩৯

. ৯৩

. ৩১

. ১৩

.

৩৬. যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

. ২১%

. ২০%

. ২৩%

. ২২%

.

৩৭. নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি ? = ?৩৪৩

.

. ৭৭

. ৩৪৩

. ৪৯

.

৩৮. কোনটিতে ঋণাত্মক আধান থাকে?

. ইলেকট্রন

. নিউট্রন

. প্রোটন

. নিউক্লিয়াস

.

৪১. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে?

. দর্পণ

. প্রিজম

. লেন্স

. বিম্ব

.

৪৩. বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয়?

. গ্যাস ওয়েল্ডিং

. থারমিট

. রেজিস্ট্যান্স

. সবগুলি

.

৪৫. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয়, কিন্তু এসিকে অনুমতি দেয় তাকে বলা হয়-

. রেক্টিফায়ার

. ক্যাপাসিটর

. ইন্ডাক্টর

. ট্রান্সডিউসার

.

৪৮. গান মেটালের প্রধান উপাদান কি?

. তামা

. সীসা

. নিকেল

. দস্তা

.

৫১. পানি বরফে পরিণত হলে কি ঘটে?

. ঘনত্ব বেড়ে যায়

. আয়তন বেড়ে যায়

. ভর কমে যায়

. আয়তনের পরিবর্তন ঘটবে না

.

৫৩. যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম-

. টেনোমিটার

. অ্যাভোমিটার

. ওহম মিটার

. ব্যারোমিটার

.

৫৯. বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ রূপান্তরিত হয়? শক্তি কোন প্রকার শক্তিতে

. তাপ শক্তি

. শব্দ শক্তি

. রাসায়নিক শক্তি

. আলোক শক্তি

.

৬১. সিমেন্টে চুনের পরিমাণ কত?

. ৪০-৫০%

. ৬০-৬৭%

. ৫০-৬০%

. ৭০-৭৫%

.

৬২. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?

. অ্যালুমিনিয়াম

. সিলিকন

. প্লাস্টিক

. কোনোটিই নয়

.

৬৩. নিচের কোনটি ধাতু?

. আয়োডিন

. পারদ

. ক্লোরিন

. ওজন

.

৬৪. তামা দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট শংকর ধাতু কোনটি?

. Babbit metal

. Monem metal

. Brass

. Bronze

.

৬৫. নিচের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী?

. তামা

. নাইক্রোম

. অ্যালুমিনিয়াম

. ম্যাঙ্গানিজ

.

 

এই ওয়েবসাইট থেকে যারা পড়াশোনা করেছে তাদের Dhaka WASA পরীক্ষায় ৮০% কমন পেয়েছে।