ঢাকা ওয়াসা
পরীক্ষার তারিখ: ২৭.০৪.২০২৪
পদের নাম: উপ-সহকারি প্রকৌশলী (সিভিল, ইলেকট্রিক্যাল, ম্যাকানিক্যাল)
সময়: ৬০ মিনিট পূর্ণমান: ১০০
১. নিচের কোন বাক্যটি সঠিক?
ক. Paper is made of wood.
খ. Paper is made from wood.
গ. Paper is made by wood.
ঘ. Paper is made on wood.
উ. খ
২. নিচের কোন বাক্যটি সঠিক?
ক. He asked me if I passed.
খ. He asked me if I had passed.
গ. He asked me if I did passed.
ঘ. He asked me did I pass.
উ.খ
৩. I could not convince him... his mistake.
ক. To
গ. For
খ. Of
ঘ. From
উ.খ
8. You must adhere ... your principle.
ক. to
গ. at
খ. with
ঘ. in
উ. ক
৫. She prides herself... her beauty.
ক. on
গ. of
খ. to
ঘ. from
উ. ক
৬. The word disinterested means-
ক. lack of interest
খ. indifferent
গ. callous
ঘ. neutral
উ. ঘ
৭. নিচের কোন বাক্যটি সঠিক?
ক. The teacher reached before the students came.
খ. The teacher had reached before the students came.
গ. The teacher reached before the students had come.
ঘ. The teacher came to before the students come.
উ.খ
৮. শুদ্ধ বানান কোনটি?
ক. বিভিসিকা
খ. বিবিষীকা
গ. বিভীষীকা
ঘ. বিভীষিকা
উ. ঘ
৯. আঞ্চলিক ভাষার অপর নাম-
ক. কথ্যভাষা
খ. সাধুভাষা
গ. উপভাষা
ঘ. চলিত ভাষা
উ. গ
১০. যার কোনো কিছু থেকেই ভয় নেই- এর এক কথায় প্রকাশ কি?
ক. ভয়শূন্য
গ. অভয়
খ. অকুতোভয়
ঘ. নির্ভীক
উ. খ
১১. 'ঋজু' শব্দের বিপরীত শব্দ কোনটি?
উ.খ
ক. বাঁকা
খ. সোজা
গ. কঠিন
ঘ. তরল
উ. ক
১২. বিস্ময় ও সংশয় এর বিপরীত শব্দ কোনটি?
ক. দ্বিধা
খ. নির্ভয়
গ. প্রত্যয়
ঘ. বিস্ময়
উ. গ
১৩. 'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
ক. শেখ মুজিবুর রহমান
খ. শেখ হাসিনা
গ. আব্দুল হামিদ খান ভাসানী
ঘ. এ. কে ফজলুল হক
উ. ক
১৪.১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক
সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
ক. ৯টি
গ. ১৭টি
খ. ১৫টি
ঘ. ১১টি
উ. ঘ
১৫. বাংলাদেশ জাতিসংঘের-
ক . ১৪৬তম সদস্য
খ. ১৩৬তম সদস্য
গ. ১২৬তম সদস্য
ঘ. ১১৬তম সদস্য
উ.খ
১৬. যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়?
ক. কোভিড-১৯
গ. এইডস
খ. জন্ডিস
ঘ. ধনুষ্টংকার
উ. গ
১৭. মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে?
ক. ১০ মার্চ
গ. ২৬ মার্চ
খ. ১৭ এপ্রিল
ঘ. ১৭ মে
উ.খ
১৮. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে UNESCO কত তারিখে 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি প্রদান করে?
ক. ১০ জানুয়ারি
গ. ২৬ এপ্রিল
খ. ৩০ অক্টোবর
ঘ. ১৩ মার্চ
উ.খ
১৯. বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি?
ক. সিটি সেন্টার বাংলাদেশ
খ. ইউনিক সেন্টার
গ. সেনা কল্যাণ ভবন
ঘ. বিআরবি কেবল টাওয়ার
উ. ক
২০. বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে?
ক. ফ্রান্স
খ. সিয়েরালিওন
গ. সেনেগাল
ঘ. বারবাডোস
উ. খ
২১. What is the abbreviation of DWASA?
ক. Dhaka Water and Sewerage Authority.
খ. Dhaka Water System and Sewerage Authority.
গ. Dhaka Water Supply and Sewerage Authority.
ঘ. Dhaka Water Supply and Sewer Authority.
উ. গ
২২. নীচের কোন সংখ্যাটি বৃহত্তম?
ক. ৬/১১
খ. ৮/১৪
গ. ৩/৫
ঘ. ৫/৮
উ. ঘ
২৩. ১৭ সে.মি., ১৫ সে.মি., ৮ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি .............
ক. সমবাহু
গ. সমকোণী
খ. সমদ্বিবাহু
ঘ. স্থূলকোণী
উ. গ
২৪. নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি ৭? = ?৩৪৩
ক. ৭
খ. ৩৪৩
গ. ৭৭
ঘ. ৪৯
উ.ঘ
২৫. tanθ = 34 হলে sinθ এর মান কত?
ক. ৫/৩
গ. ৪/৩
খ. ৩/৫
ঘ. ৪/৫
উ. খ
২৬. ৬০ লিটার পানি ও লবণের মিশ্রণের অনুপাত ৭: ৩। ঐ মিশ্রণে আর কত লিটার লবণ মিশালে অনুপাত ৩: ৭ হবে?
ক. ৭০
গ. ৮০
খ. ৬০
ঘ. ৫০
উ. গ
২৭. x + 1X = 2 হলে x = ?
ক. 1
খ. 25.4
গ. 3
ঘ. 4
উ. ক
২৮. ঘর্ষণ শক্তি সর্বদা সেই দিকে কাজ করে যে দিকে বস্তু, বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে।
ক. বিপরীত
গ. আনতভাবে
খ. লম্বভাবে
ঘ. সমানভাবে
উ. ক
৩০. নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাপ দেয়?
ক. নিউটনের ১ম সূত্র
খ. নিউটনের ২য় সূত্র
গ. নিউটনের ৩য় সূত্র
ঘ. কোনটিই নয়
উ.খ
৩২. যদি ২ × ৩ = ৮১২, ৪ x ৫ = ১৬২০ হয় তবে ৬ × ۹ = কত?
ক. ২৪২৮
গ. ৪২
খ. ২৪৪২
ঘ. ১২১৪
উ. ক
৩৩. ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬..................... ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
ক. ৬
খ. ৭
গ. ২৮
ঘ. ২৯
উ. গ
৩৪. 3X + 4X+1 = 2 হলে x এর মান কত?
ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4
উ. গ
৩৫. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংকের তিন গুণ। দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত?
ক. ৩৯
খ. ৯৩
গ. ৩১
ঘ. ১৩
উ. খ
৩৬. যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
ক. ২১%
গ. ২০%
খ. ২৩%
ঘ. ২২%
উ. ক
৩৭. নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি ৭? = ?৩৪৩
ক. ৭
গ. ৭৭
খ. ৩৪৩
ঘ. ৪৯
উ. ঘ
৩৮. কোনটিতে ঋণাত্মক আধান থাকে?
ক. ইলেকট্রন
গ. নিউট্রন
খ. প্রোটন
ঘ. নিউক্লিয়াস
উ. ক
৪১. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে?
ক. দর্পণ
গ. প্রিজম
খ. লেন্স
ঘ. বিম্ব
উ. ক
৪৩. বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয়?
ক. গ্যাস ওয়েল্ডিং
গ. থারমিট
খ. রেজিস্ট্যান্স
ঘ. সবগুলি
উ.খ
৪৫. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয়, কিন্তু এসিকে অনুমতি দেয় তাকে বলা হয়-
ক. রেক্টিফায়ার
গ. ক্যাপাসিটর
খ. ইন্ডাক্টর
ঘ. ট্রান্সডিউসার
উ. গ
৪৮. গান মেটালের প্রধান উপাদান কি?
ক. তামা
খ. সীসা
গ. নিকেল
ঘ. দস্তা
উ. ক
৫১. পানি বরফে পরিণত হলে কি ঘটে?
ক. ঘনত্ব বেড়ে যায়
খ. আয়তন বেড়ে যায়
গ. ভর কমে যায়
ঘ. আয়তনের পরিবর্তন ঘটবে না
উ.খ
৫৩. যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম-
ক. টেনোমিটার
খ. অ্যাভোমিটার
গ. ওহম মিটার
ঘ. ব্যারোমিটার
উ. ঘ
৫৯. বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ রূপান্তরিত হয়? শক্তি কোন প্রকার শক্তিতে
ক. তাপ শক্তি
গ. শব্দ শক্তি
খ. রাসায়নিক শক্তি
ঘ. আলোক শক্তি
উ.গ
৬১. সিমেন্টে চুনের পরিমাণ কত?
ক. ৪০-৫০%
গ. ৬০-৬৭%
খ. ৫০-৬০%
ঘ. ৭০-৭৫%
উ. গ
৬২. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
ক. অ্যালুমিনিয়াম
গ. সিলিকন
খ. প্লাস্টিক
ঘ. কোনোটিই নয়
উ. গ
৬৩. নিচের কোনটি ধাতু?
ক. আয়োডিন
খ. পারদ
গ. ক্লোরিন
ঘ. ওজন
উ.খ
৬৪. তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট শংকর ধাতু কোনটি?
ক. Babbit metal
গ. Monem metal
খ. Brass
ঘ. Bronze
উ. খ
৬৫. নিচের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী?
ক. তামা
গ. নাইক্রোম
খ. অ্যালুমিনিয়াম
ঘ. ম্যাঙ্গানিজ
উ. গ
এই ওয়েবসাইট থেকে যারা পড়াশোনা করেছে তাদের Dhaka WASA পরীক্ষায় ৮০% কমন পেয়েছে।