MCQ
401. একটি অল্টারনেটরের স্টেটরে কোন ধরনের স্লট খুব কমই ব্যবহৃত হয়?
ওয়াইড ওপেন টাইপ
সেমি-ক্লোজড টাইপ
ক্লোজড টাইপ
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সেমি-ক্লোজড টাইপ প্লট অল্টারনেটরের স্টেটরে খুব বেশি ব্যবহৃত হয়। অপরদিকে ক্লোজড টাইপ শুট খুব কম ব্যবহৃত হয়।
402. একটি টারবো-অল্টারনেটর ব্যবহার করে-
স্যালিয়েন্ট গোল ফিল্ড স্ট্রাকচার
নন-স্যালিয়েন্ট পোল ফিল্ড স্ট্রাকচার
রোটেটিং এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
কোনোটিই নয়
403. একটি অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং কোনটির সাহায্যে উত্তেজিত হয়?
ডিসি
এসি
ডিসি ও এসি উভয়ই
কোনোটিই নয়
404. 'মডেম'-এর মধ্যে যা থাকে তা হলো-
একটি মডুলেটর
একটি এনকোডার
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
একটি কোডেক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: মডুলেটর ও ডিমডুলেটর-এর শর্ট ফর্ম হলো Modem. এটি একটি হার্ডওয়্যার, যা telephone line-এর মাধ্যমে Information send এবং Receive করে।
405. বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। টেলিফোন করা যায়, তার নাম-
ভয়েস অভার ইন্টারনেট প্রটোকল (OVIP)
ইন্টারনেটে টেলিফোনি
মডেম
পোস্ট অফিস প্রটোকল
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: Voice Over Internet Protocol (VOIP) এক ধরনের hardware and software, যার মাধ্যমে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়।
406. টেলিফোনে ডিজিটাল ভয়েস কমিউনিকেশনের জন্য যে বিট-রেট প্রয়োজন, তা হলো-
প্রতি সেকেন্ডে ৪ কিলোবিট
প্রতি সেকেন্ডে 16 কিলোবিট
প্রতি সেকেন্ডে 32 কিলোবিট
প্রতি সেকেন্ড 64 কিলোবিট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: টেলিফোন 64kbps হারে voice signal প্রেরণ করে।
407. অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করার সময় ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন ফরোয়ার্ড বায়াসড় এবং কালেক্টর বেস জাংশন-
ফরোয়ার্ড বায়াসড় রাখতে হয়
রিভার্স বায়াসড্ রাখতে হয়
নেগেটিভ ভোল্টেজে রাখতে হয়
0.2 ভোল্টের কম রাখতে হয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: Ic- এর মান বেশি পাওয়ার জন্য ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন ফরোয়ার্ড এবং কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াসড- এ রাখতে হয়। তাহলে আউটপুট বেশি পাওয়া যায়।
408. যদি 2000/200V, 20kVA-এর একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে প্যাঁচ সংখ্যা 66 হয়, তবে প্রাইমারি প্যাঁচ সংখ্যা হবে-
330
550
440
660
409. 'সুপারহেটারোডাইন' রেডিও রিসিভারে যে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি ব্যবহার হয়, তা হলো-
450 কিলোহার্টজ
470 কিলোহার্টজ
455 কিলোহার্টজ
70 কিলোহার্টজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: সুপারহেটারোডাইন রেডিও রিসিভারে 455A11: ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সিতে (IF) Fixed tuned করা থাকে। ব্যবহারের ক্ষেত্রে এক বা একাধিক IF অ্যামপ্লিফিকেশন ব্যবহার হতে পারে।
410. স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) কমিউনিকেশনে আকাশে ভাসমান স্যাটেলাইটের 'ডাউন-লিংক ফ্রিকুয়েন্সি' তার 'আপ লিংক ফ্রিকুয়েন্সি'র তুলনায়-
সমান রাখা হয়
বেশি রাখা হয়
কম রাখা হয়
৪০ মেগাহার্টজ কম রাখা হয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: স্যাটেলাইট-এর Uplink frequency (3.75-7.075) GH: এবং downlink frequency (3.4-4.8) GHz: ব্যবহার করা হয়।
411. একটি ট্র্যান্সফরমারের নো-লোড ইনপুট পাওয়ার বাস্তবে ট্রান্সফর্মারের কোন লসের সমান?
কপার
আয়রন
এডি কারেন্ট
কোনোটিই নয়
412. যদি একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ভোল্টেজ 120V, সেকেন্ডারি ভোল্টেজ 12V এবং কারেন্ট 504, তবে প্রাইমারি কারেন্ট হবে-
5A
10A
50A
500A
413. ব্যবহৃত অধিকাংশ অল্টারনেটরে থাকে-
ঘুরন্ত এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
স্থির ফিল্ড টাইপ গঠন
ঘুরন্ত ফিল্ড টাইপ গঠন
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ছোট ছোট অন্টারনেটে আর্মেচার ও ফিল্ড সুইটিকেই যুবানো হয়। কিন্তু ব্যবহৃত অধিকাংশ অল্টারনেটরে ঘুরত বিল্ড টাইপ হয়।
414. একটি অল্টারনেটরের স্টেটর নিম্নের কোনটির অনুরূপ---
ডি.সি. জেনারেটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
সিঙ্গেল-ফেজ ইন্ডাকশন মোটর
রোজেনবার্গ জেনারেটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি অল্টারনেটরের স্টেটর প্রি-ফো ইন্ডাকশন মোটরের অনুরূপ।
415. মাল্টিস্টেজ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারে পাওয়ার অ্যামপ্লিফিকেশনের কাজে যে ধরনের কাল্পিং ব্যবহার করা হয়, তা হলো-
ডাইরেক্ট কাল্লিং
আরসি কাল্পিং
ট্রান্সফর্মার কাপ্লিং
রেজিস্ট্যান্স কাপ্লিং
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: ট্রান্সফর্মার কাল্লিং-এর কিছু সুবিধার জন্য মাল্টিস্টেজ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের পাওয়ার অ্যামপ্লিফিকেশনে এই কাল্লিং ব্যবহার করা হয়।
(i) খুব ভালো ইম্পিড্যান্স ম্যাচিং সরবরাহ করে
(ii) Gain খুব বেশি
(iii) দক্ষতা অনেক বেশি।
416. ইলেকট্রনিক পরিভাষায় 'AM' দ্বারা বুঝায়-
Anno median
Angelo Marconi
Amperes
Amplitude Modulation
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: লো-ফ্রিকুয়েন্সির সিগন্যালের সাথে হাই- ২৫। ফ্রিকুয়েন্সির ক্যারিয়ার সিগন্যালকে মিশ্রিত করে মূল সিগন্যাল অনুসারে ক্যারিয়ার সিগন্যালের ৫৭ আমপ্লিচিউড পরিবর্তন করে মডুলেটেড সিগন্যাল উৎপন্ন করার পদ্ধতিকে অ্যামপ্লিচিউড মডুলেশন ৫১৭ Amplitude Modulation (AM) বলে।
417. আমরা টেলিফোন চ্যানেলের মাধ্যমে যখন কথা আদান- প্রদান করি, তখন তার ফ্রিকুয়েন্সি রেঞ্জ থাকে-
20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ
300 হার্টজ থেকে 3500 হার্টজ
০ হার্টজ থেকে 4 কিলোহার্টজ
10 হার্টজ থেকে 10 কিলোহার্টজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: টেলিফোনের call limit audio frequency reunge হলো (300Hz-3.4kitz)। এর ট্রান্সমিটার-এর অডিও ফ্রিকুয়েন্সি range হলো (50Hz-7KHz)
418. বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয়-
অ্যামপ্লিচিউড মডুলেশন করে
ফ্রিকুয়েন্সি মন্ডুলেশন করে।
ফেজ মডুলেশন করে
বাইনারি মডুলেশন করে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা। বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যালকে ফ্রিকুয়েন্সি মডুলেশন করে পাঠানো হয়, কারণ-
(1) Amplitude constant থাকায় Receiver নয়েজ রিসিপশন কম হয়।
( ii) চ্যানেল উইডথ বেশি তাই ইমেজ সিগন্যাল তৈরি হয় না।
419. একটি অল্টারনেটরকে অনেক সময় বলা হয়-
অ্যাসিনক্রোনাস জেনারেটর
সিনক্রোনাস জেনারেটর
উভয়ই
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি অল্টারনেটরকে আনক সময় সিনক্রোনাস উপলো জেনারেটর বা এসি জেনারেটর বলা হয়।
420. বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো থেকে সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগন্যাল সম্প্রচার করা হয়, তার নাম-
অ্যামপ্লিচিউড মডুলেশন
ওফ্রিকুয়েন্সি মডুলেশন
ফেজ মডুলেশন
কোয়াড্রেচার অ্যামপ্লিচিউড মডুলেশন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: Modulation index বাড়ালে Side band power বাড়ে এবং Transmission relay station প্রয়োজন হয় না, তাই অ্যামপ্লিচিউড মডুলেশন (AM) বাংলাদেশের বেতার কেন্দ্রে সিগন্যাল সম্প্রচার করে।