MCQ
401. টেলিফোনে ডিজিটাল ভয়েস কমিউনিকেশনের জন্য যে বিট-রেট প্রয়োজন, তা হলো-
প্রতি সেকেন্ডে ৪ কিলোবিট
প্রতি সেকেন্ডে 16 কিলোবিট
প্রতি সেকেন্ডে 32 কিলোবিট
প্রতি সেকেন্ড 64 কিলোবিট
402. আমরা টেলিফোন চ্যানেলের মাধ্যমে যখন কথা আদান- প্রদান করি, তখন তার ফ্রিকুয়েন্সি রেঞ্জ থাকে-
20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ
300 হার্টজ থেকে 3500 হার্টজ
০ হার্টজ থেকে 4 কিলোহার্টজ
10 হার্টজ থেকে 10 কিলোহার্টজ
403. একটি অল্টারনেটরের স্টেটরে কোন ধরনের স্লট খুব কমই ব্যবহৃত হয়?
ওয়াইড ওপেন টাইপ
সেমি-ক্লোজড টাইপ
ক্লোজড টাইপ
কোনোটিই নয়
404. স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) কমিউনিকেশনে আকাশে ভাসমান স্যাটেলাইটের 'ডাউন-লিংক ফ্রিকুয়েন্সি' তার 'আপ লিংক ফ্রিকুয়েন্সি'র তুলনায়-
সমান রাখা হয়
বেশি রাখা হয়
কম রাখা হয়
৪০ মেগাহার্টজ কম রাখা হয়
405. একটি অল্টারনেটরের স্টেটর নিম্নের কোনটির অনুরূপ---
ডি.সি. জেনারেটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
সিঙ্গেল-ফেজ ইন্ডাকশন মোটর
রোজেনবার্গ জেনারেটর
406. মাল্টিস্টেজ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারে পাওয়ার অ্যামপ্লিফিকেশনের কাজে যে ধরনের কাল্পিং ব্যবহার করা হয়, তা হলো-
ডাইরেক্ট কাল্লিং
আরসি কাল্পিং
ট্রান্সফর্মার কাপ্লিং
রেজিস্ট্যান্স কাপ্লিং
407. একটি টারবো-অল্টারনেটর ব্যবহার করে-
স্যালিয়েন্ট গোল ফিল্ড স্ট্রাকচার
নন-স্যালিয়েন্ট পোল ফিল্ড স্ট্রাকচার
রোটেটিং এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
কোনোটিই নয়
408. 'মডেম'-এর মধ্যে যা থাকে তা হলো-
একটি মডুলেটর
একটি এনকোডার
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
একটি কোডেক
409. যদি 2000/200V, 20kVA-এর একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে প্যাঁচ সংখ্যা 66 হয়, তবে প্রাইমারি প্যাঁচ সংখ্যা হবে-
330
550
440
660
410. বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। টেলিফোন করা যায়, তার নাম-
ভয়েস অভার ইন্টারনেট প্রটোকল (OVIP)
ইন্টারনেটে টেলিফোনি
মডেম
পোস্ট অফিস প্রটোকল
411. একটি ট্র্যান্সফরমারের নো-লোড ইনপুট পাওয়ার বাস্তবে ট্রান্সফর্মারের কোন লসের সমান?
কপার
আয়রন
এডি কারেন্ট
কোনোটিই নয়
412. বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো থেকে সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগন্যাল সম্প্রচার করা হয়, তার নাম-
অ্যামপ্লিচিউড মডুলেশন
ওফ্রিকুয়েন্সি মডুলেশন
ফেজ মডুলেশন
কোয়াড্রেচার অ্যামপ্লিচিউড মডুলেশন
413. একটি অল্টারনেটরকে অনেক সময় বলা হয়-
অ্যাসিনক্রোনাস জেনারেটর
সিনক্রোনাস জেনারেটর
উভয়ই
কোনোটিই নয়
414. অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করার সময় ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন ফরোয়ার্ড বায়াসড় এবং কালেক্টর বেস জাংশন-
ফরোয়ার্ড বায়াসড় রাখতে হয়
রিভার্স বায়াসড্ রাখতে হয়
নেগেটিভ ভোল্টেজে রাখতে হয়
0.2 ভোল্টের কম রাখতে হয়
415. 'সুপারহেটারোডাইন' রেডিও রিসিভারে যে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি ব্যবহার হয়, তা হলো-
450 কিলোহার্টজ
470 কিলোহার্টজ
455 কিলোহার্টজ
70 কিলোহার্টজ
416. ব্যবহৃত অধিকাংশ অল্টারনেটরে থাকে-
ঘুরন্ত এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
স্থির ফিল্ড টাইপ গঠন
ঘুরন্ত ফিল্ড টাইপ গঠন
কোনোটিই নয়
417. বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয়-
অ্যামপ্লিচিউড মডুলেশন করে
ফ্রিকুয়েন্সি মন্ডুলেশন করে।
ফেজ মডুলেশন করে
বাইনারি মডুলেশন করে
418. যদি একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ভোল্টেজ 120V, সেকেন্ডারি ভোল্টেজ 12V এবং কারেন্ট 504, তবে প্রাইমারি কারেন্ট হবে-
5A
10A
50A
500A
419. একটি অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং কোনটির সাহায্যে উত্তেজিত হয়?
ডিসি
এসি
ডিসি ও এসি উভয়ই
কোনোটিই নয়
420. ইলেকট্রনিক পরিভাষায় 'AM' দ্বারা বুঝায়-
Anno median
Angelo Marconi
Amperes
Amplitude Modulation