Image
MCQ
462. কম্পিউটার ভাইরাস কী?
এক ধরনের জীবাণু
ধুলাবালি
ক্ষতিকারক সফটওয়্যার প্রোগ্রাম
কম্পিউটার হার্ডওয়্যার
463. যদি ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস গতি এর প্রকৃত গতির সমান হয়, তবে উৎপন্ন টর্ক হবে-
ইউনিটি
অসীম
শূন্য
কোনোটিই নয়
464. ৫০০/২০০ ভোল্ট, ৫ কে.ভি.এ একটি ট্রান্সফরমারের দ্বিতীয়াতে ৮০ টার্ন আছে। প্রথমটিতে টার্নের সংখ্যা-
১০০
২০০
১৫০
২৫০
465. নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম?
এন্ড্রয়েড
Word
এক্সেল
অ্যাডোবি এক্স
466. কোনো সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি আছে, কোন কোন মাত্রায় আছে, তা জানার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করতে হবে?
ফ্রিকুয়েন্সি মিটার
পাওয়ার মিটার
স্পেক্ট্রাম অ্যানালাইজার
অসিলোস্কোপ
467. যদি প্রতি টিভি পিকচারে ৬২৫ লাইনস হয়, তবে প্রতি ফিল্ডে লাইনস হবে---
১২৫০
২৫০০
৬২৫
৩১২.৫
468. কম্পিউটারে নতুন একটি প্রোগ্রাম দেয়াকে সাধারণত কী বলে?
প্রোগ্রাম লোড করা
ইনস্টল করা
ট্রান্সফার করা
আপলোড করা
469. ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি ১০০০ কেসিএফ মডুলেটিং, অডিও ফ্রিকুয়েন্সি ১০০ সাইকেল-৫০০০; আপার সাইডব্যান্ডের সর্বনিম্ন ফ্রিকুয়েন্সি কত?
১০০৫ কেসি
১০০০.১ কেসি
৯৯৯.৯৮ কেসি
১৯৫ কেসি
471. রেডিও, টেলিভিশন, ফোন-এর জন্য কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
শব্দতরঙ্গ
তাপতরঙ্গ
ভূ-তরঙ্গ
তাড়িত চৌম্বক তরঙ্গ
472. একটি অফিসের দুটি কক্ষে অবস্থিত দুটি কম্পিউটার এর মধ্যে স্থাপিত নেটওয়ার্ক সংযোগটি হবে-
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)
গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক (GAN)
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)
ম্মল এরিয়া নেটওয়ার্ক (SAN)
474. অপটিক্যাল ফাইবারে কোনটি ঘটে?
আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
আলোর প্রতিসরণ
আলোর বিচ্ছুরণ
কোনোটিই নয়
475. একটি সিগন্যালে ৫০, ১০০ ও ৫০০ হার্টজ-এর ফ্রিকুয়েন্সি আছে। এই সিগন্যালের জন্য নাইকুয়েস্ট স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি কত হবে?
১০০ হার্টজ
২০০ হার্টজ
৫০০ হার্টজ
১০০০ হার্টজ
476. টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন চুম্বক ব্যবহৃত হয়?
সংকর চুম্বক
অস্থায়ী চুম্বক
সিরামিক চুম্বক
এলিনকো
477. ৩ ফেজ ৬ পোল বিশিষ্ট একটি অল্টারনেটর ১০০০ আর.পি.এম গতিতে ঘুরে ৩ ফেজ, ৮ পোল বিশিষ্ট একটি ইন্ডাকশন মোটরের সরবরাহ দিচ্ছে। কারেন্টের ফ্রিকুয়েন্সি-
১.৫ হার্টজ
৫০ হার্টজ
১৫ হার্টজ
২৫ হার্টজ
478. কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে ৪ পারে?
মেশিন ভাষা
হাই-লেভেল ভাষা
অ্যাসেম্বলি ভাষা
চতুর্থ প্রজন্মের ভাষা
479. সুইচিং মোড পাওয়ার সাপ্লাই-এ কোন প্রকার মডুলেশন ব্যবহৃত হয়?
পালস কোড
পালস পজিশন
পালস উইডথ
পালস উচ্চতা