Image
MCQ
364. যদি একটি অল্টারনেটরের ল্যাগিং লোড পাওয়ার ফ্যাক্টর কমে যায়, তবে আর্মেচার রিয়‍্যাকশনের ডি- ম্যাগনেটাইজিং প্রভাবও-
একই থাকে
কমতে থাকে
বাড়তে থাকে
কোনোটিই নয়
365. একটি অল্টারনেটরে সিনক্রোনাস রিয়‍্যাক্ট্যান্স দেখা দেয়--
লিকেজ ফ্লাক্সের কারণে
ডি.সি. ফিল্ড এক্সাইটেশনের কারণে
আর্মেচার রিয়‍্যাকশনের কারণে
উপরের সব ক'টির কারণে
366. একটি অল্টারনেটরের ফুল লোড ইফিসিয়েন্সি মেশিনের আকারের সাথে সাথে-
বাড়তে থাকে
কমতে থাকে
অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
367. একই পাওয়ার রেটিং-এর জন্য একটি অল্টারনেটরের আকার একটি ডি.সি. জেনারেটরের আকারের-
সমান
চেয়ে বড় হয়
চেয়ে ছোট হয়
কোনোটিই নয়
369. একটি অল্টারনেটর কর্তৃক উৎপাদিত ইএমএফ-এর পরিমাণ নির্ভর করে-
পোলের সংখ্যার উপর
রোটর স্পিডের উপর
প্রতি পোল ফ্লাক্সের উপর
উপরের সব ক'টির উপর
371. একটি অল্টারনেটরের আর্মেচার রিয়‍্যাকশনের প্রভাব সর্বনিম্ন হয় কোন পাওয়ার ফ্যাক্টরে?
0.866 ল্যাগিং
0.866 লিডিং
0.5 ল্যাগিং
ইউনিটি
372. একটি টারবো অল্টারনেটরের রোটর সিলিন্ড্রিক্যালভাবে তৈরি করা হয়, কারণ-
এডি কারেন্ট লস হ্রাস করার জন্য
হিস্টেরেসিস লস কমানোর জন্য
কপার লস কমানোর জন্য।
উইন্ডেজ লস কমানোর জন্য
373. যখন একটি অল্টারনেটরে লোড বৃদ্ধি পেতে থাকে, তখন এর টার্মিনাল ভোল্টেজও বৃদ্ধি পেতে থাকে, যদি পাওয়ার ফ্যাক্টর হয়-
জিরো
লিডিং
ল্যাগিং
ইউনিটি
374. একটি Radio receiver-এর মৌলিক Building block-গুলো ধারাবাহিক নিম্নরূপ-
ও অ্যান্টেনা রেডিও অ্যামপ্লিফায়ার ডিমডুলেটর-অডিও অ্যামপ্লিফায়ার-স্পিকার
ও অ্যান্টেনা-ডিটেক্টর-স্পিকার
ও অ্যান্টেনা-রেডিও অ্যামপ্লিফায়ার-স্পিকার
অ্যান্টেনা-অ্যামপ্লিফায়ার-ডিমডুলেটর-স্পিকার
375. একটি TV receiver-কে নিম্নোক্তভাবে ব্যবহার করা যেতে পারে-
শুধুমাত্র TV station থেকে broadcast করা video এবং audio signal গ্রহণ করতে পারবে
একটি PC monitor এর বিকল্প হিসাবে
VCR TV receiver এর সাথে connect করা যাবে
উপরের সব কয়টিই
376. একটি টারবো অল্টারনেটরের ইফিসিয়েন্সি তার স্পিড বাড়ার সাথে সাথে-
কমতে থাকে
অপরিবর্তিত থাকে
বাড়তে থাকে
কোনোটিই নয়
377. প্রতি সেকেন্ডে 50 সাইকেল উৎপাদনের জন্য 6-পোলের একটি অল্টারনেটরকে কত গতিতে ঘুরতে হবে?
500 rpm
1000 rpm
1200 rpm
1500 rpm
378. একটি VCR-এর Recording mode-এ ব্যবহৃত মোটরটি হচ্ছে-
একটি DC মোটর
একটি DC servo মোটর
একটি AC servo মোটর
একটি Induction মোটর
379. Superheterodyne radio receiver গৃহীত যে-কোনো Radio signal-এর Frequency-কে-
একটি Local oscillator frequency-তে রূপান্তরিত করে
একটি Fixed frequency-তে রূপান্তরিত করে
একটি Audio frequency-তে রূপান্তরিত করে
একটি Modulating frequency-তে রূপান্তরিত করে
380. ৪-পোল বিশিষ্ট একটি অল্টারনেটর 900 rpm-এ ঘুরলে। উৎপাদিত ই.এম.এফ.-এর ফ্রিকুয়েন্সি হবে-
50Hz
60Hz
100Hz
120Hz