MCQ
701. সিমেট্রিক্যাল ফন্টে প্রতি ফেজে কোণের মান কত থাকে?
100°
120°
130 °
126°
702. Low voltage ACB-এর ব্রেকিং ক্যাপাসিটি কত?
10MVA
13MVA
11 MVA
15MVA
703. ড্রপ আউট ফিউজ কোথায় ব্যবহৃত হয়?
11KV
400kV
220kV
132kV
704. High voltage ACB-এর ব্রেকিং ক্যাপাসিটি কত?
100MVA
500MVA
200MVA
1000MVA
705. SF6 সার্কিট ব্রেকার কত ভোল্টেজের জন্য তৈরি করা হয়?
115-230kV
11-33kV
66-132kV
33-66kV
706. পাওয়ার সিস্টেমে কোন ধরনের ফল্ট বেশি হয়ে থাকে?
Symmetrical fault
Unsymmetrical fault
Both
None
707. লো-অয়েল ব্রেকারে কয়টি চেম্বার থাকে?
2টি
3টি
4 টি
5 টি
708. CCL, ফিউজ-এ উচ্চমানের রোধ অংশ যুক্ত থাকে কেন?
শর্টসার্কিট কারেন্ট হ্রাস করার জন্য
শর্টসার্কিট ভোল্টেজ হ্রাস করার জন্য
Inductance বৃদ্ধির জন্য
Capacitance বৃদ্ধির জন্য
709. ফিউজের প্রি-আর্কিং টাইম কত?
1 sec
0.75 sec
0.5 sec
0.001 sec
710. SF6 CB-এর Current Range কত?
60kA
40kA
50kA
100kA
711. SF6 CB-এর Voltage Range কত।
50-60kV
50-70kV
50-65kV
50-80kV
712. HRC ফিউজের ফিলিং পদার্থ হিসাবে কী ব্যবহৃত হয়?
কোয়ার্টজ পাউডার
কাঠের গুঁড়া
বালি
লবণ
713. কোনটি ফল্টের কারণ?
লাইটনিং চার্জ
হোল্ডার নষ্ট হলে
বাল্ব ফিউজ হলে
ফিউজ পুড়ে গেলে
714. ফিউজের অপারেটিং টাইম কত?
1 sec
0.5 sec
0.001 sec
0.002 sec
715. HRC ফিউজে কেমন তার ব্যবহৃত হয়?
তামার তার
রুপার তার
লোহার তার
স্টিলের তার
716. পাওয়ার সিস্টেমে কী কী ধরনের রিয়্যাক্টর ব্যবহৃত হয়?
সিরিজ রিয়্যাক্টর
শান্ট রিয়্যাক্টর
পিটারশন কয়েল
সবগুলো
717. Transformer ও Conservator-এর মাঝে কোন রিলে ব্যবহৃত হয়?
বুখলজ রিলে
ডিফারেনশিয়াল রিলে
পটেনশিয়াল ট্রান্সফর্মার
কোনোটিই নয়
718. Auto-recloser কী?
Fuse
Relay
CB
None
719. ফিউজ কীরূপ যন্ত্র?
নিয়ন্ত্রণ যন্ত্র
রক্ষণ যন্ত্র
নিরাপত্তা যন্ত্র
বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র
720. সার্কিট ব্রেকার ও আইসোলেটরের সমন্বয়ে গঠিত হয়-
বাসবার
সার্কিট ব্রেকার
রিলে
বাস কাপলার