Image
MCQ
682. বাসবার ম্যাটেরিয়াল হিসাবে কী ব্যবহৃত হয়?
সিলভার
কপার
অ্যালুমিনিয়াম
খ ও গ
684. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত UPS বিদ্যুৎ সরবরাহে সক্ষম-
অনির্দিষ্ট সময়ের জন্য
প্রায় ১ ঘণ্টার জন্য
কয়েক মিনিটের জন্য
কয়েক ঘণ্টার জন্য
686. VCR-এ ব্যবহৃত তথ্য সংরক্ষণকারী Device হচ্ছে-
Floppy disk
Magnetic tape
Semiconductor memory
Electromechanical element
687. ---এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ ও বিতরণ করে।
রিলে
ফিউজ
বাসবার
সার্কিট ব্রেকার
689. ভালো সুইচগিয়ার এবং প্রটেকটিভ ডিভাইসসমূহের কয়টি গুণাবলি থাকা আবশ্যক?
৫টি
৭টি
৬টি
৮টি
691. VCR-এ ব্যবহৃত তথ্য সংরক্ষণকারী Device হচ্ছে-
Floppy disk
Magnetic tape
Semi-conductor memory
Electromechanical element
692. ওভারলোড প্রটেকশন কোথায় ব্যবহার করা হয় না?
ট্রান্সফরমারে
ডিসি মোটরে
ইন্ডাকশন মোটরে
অল্টারনেটরে
693. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত UPS বিদ্যুৎ সরবরাহে সক্ষম-
অনির্দিষ্ট সময়ের জন্য
প্রায় ১ ঘণ্টার জন্য
কয়েক মিনিটের জন্য
কয়েক ঘণ্টার জন্য
695. আনসিমেট্রিক্যাল ফল্ট কী কী ধরনের হয়?
সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট
লাইন টু লাইন ফল্ট
ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট
সবগুলো
697. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত-
35
60
75
20
699. সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, সে ধরনের ফল্টকে ---বলে।
সিমেট্রিক্যাল ফল্ট
শর্টসার্কিট
আনসিমেট্রিক্যাল ফল্ট
কোনোটিই নয়