MCQ
681. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত UPS বিদ্যুৎ সরবরাহে সক্ষম-
অনির্দিষ্ট সময়ের জন্য
প্রায় ১ ঘণ্টার জন্য
কয়েক মিনিটের জন্য
কয়েক ঘণ্টার জন্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: অল্প সময়ের Backup-এর জন্য UPS ব্যবহার করা হয়। কিন্তু অধিক সময়ের Backup-এর জন্য IPS ব্যবহার করা হয়।
682. ওভারলোড প্রটেকশন কোথায় ব্যবহার করা হয় না?
ট্রান্সফরমারে
ডিসি মোটরে
ইন্ডাকশন মোটরে
অল্টারনেটরে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: অল্টারনেটরের ক্ষেত্রে ওভারলোড প্রটেকশন ব্যবহার করা হয় না। কেননা, মডার্ন অল্টারনেটরগুলোতে উচ্চ ইম্পিড্যান্স বিদ্যমান থাকে, যার ফলে অল্টারনেটরসমূহে উচ্চ তাপমাত্রায় সামান্য সময়ের জন্য শর্টসার্কিট হয়ে ডিসকানেক্ট হতে পারে।
683. বৈদ্যুতিক ফিউজের রেটিং হয়-
ভোল্ট
অ্যাম্পিয়ার
ফ্যারাডে
হেনরী
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বৈদ্যুতিক ফিউজের রেটিং-এর একক অ্যাম্পিয়ার (A)। যেমন- 108, 15A, 25A, 30A.
684. ---এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ ও বিতরণ করে।
রিলে
ফিউজ
বাসবার
সার্কিট ব্রেকার
685. বাসবার ম্যাটেরিয়াল হিসাবে কী ব্যবহৃত হয়?
সিলভার
কপার
অ্যালুমিনিয়াম
খ ও গ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ ও বিতরণ করে।
686. PC-তে ব্যবহৃত সর্বাপেক্ষা দ্রুত Processor RAM হচ্ছে-
80486 DX
Pentium
80386
None
687. PC-তে ব্যবহৃত সর্বাপেক্ষা দ্রুত Processor হচ্ছে-
80486 DX
Pentium
80386
None
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: প্রশ্নে উল্লিখিত Processor- এর মধ্যে Pentiam-এর গতি সর্বোচ্চ।
- Pentium-এর গতি 60MHz - 300MHz
-80486 DX-এর গতি 16MHz - 100MΗz
-80386:-এর গতি 12MHz - 40MHz
688. কোন ধরনের Memory device-এর Accession speed সর্বোচ্চ?
RAM
Hard disk
HD floppy disk
CD
689. VCR-এ ব্যবহৃত তথ্য সংরক্ষণকারী Device হচ্ছে-
Floppy disk
Magnetic tape
Semiconductor memory
Electromechanical element
690. আনসিমেট্রিক্যাল ফল্ট কী কী ধরনের হয়?
সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট
লাইন টু লাইন ফল্ট
ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট
সবগুলো
691. সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, সে ধরনের ফল্টকে ---বলে।
সিমেট্রিক্যাল ফল্ট
শর্টসার্কিট
আনসিমেট্রিক্যাল ফল্ট
কোনোটিই নয়
692. কোনটি সর্বোচ্চ তথ্য সংরক্ষণ করতে সক্ষম?
Hard disk
CD
RAM
3.5 HD floppy disk
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: হার্ড ডিস্কঃ কম্পিউটারের মধ্যে বিশাল সংখ্যক ডাটাকে স্টোভ ও ব্যাকআপ-এর জন্য একটি স্টোরেজ প্রয়োজন পড়ে। সর্বোচ্চ তথ্য সংরক্ষণের জন্য Hard disk ব্যবহার করা হয়।
693. Power system-এ GIS বলতে কী বুঝায়?
Group Insurance System
Gas Insulated Service
Gas Insulated Switchgear
Gear Insulated Switchgear
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: A Gas Insulated Substation (GIS) is a high voltage substation in which the major structure are contained in a sealed environment with sulfur hexafluoride gas as the insulating medium.
694. VCR-এ ব্যবহৃত তথ্য সংরক্ষণকারী Device হচ্ছে-
Floppy disk
Magnetic tape
Semi-conductor memory
Electromechanical element
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: VCR-এ ইলেকট্রিক্যাল Audio সিগন্যালকে ম্যাগনেটিক এনার্জিতে রূপান্তর করে উক্ত এনার্জিকে Magnetic sape সংরক্ষণ করা হয়।
695. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত-
35
60
75
20
696. শর্টসার্কিট ফল্ট কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: শর্ট সার্কিট ফল্ট প্রধানত দু'প্রকার। যথা- (1) সিমোট্রিক্যাল ফল্ট, (ii) আনসিমেট্রিক্যাল ফল্ট।
697. কোনটি সুইচ গিয়ার?
তার
হোল্ডার
ফিউজ
বাল্ব
698. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত UPS বিদ্যুৎ সরবরাহে সক্ষম-
অনির্দিষ্ট সময়ের জন্য
প্রায় ১ ঘণ্টার জন্য
কয়েক মিনিটের জন্য
কয়েক ঘণ্টার জন্য
699. ভালো সুইচগিয়ার এবং প্রটেকটিভ ডিভাইসসমূহের কয়টি গুণাবলি থাকা আবশ্যক?
৫টি
৭টি
৬টি
৮টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা : ১। সনাক্তকরণ, ২। সংবেদনশীলতা, ৩। বিশ্বস্ততা, ৪। উচ্চগতি, ৫। স্থায়িত্বতা, ৬। সরলতা।
700. একটি Hard disk তৈরি হয় যা দিয়ে, তা হলো-
semiconductor memory devices
magnetic disk
metallic disk
magnetic tape
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: Hard disk are flat, circular plates made of alumi or glass and coated with a magnetic material.