EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
742. হর্ন গ্যাপ অ্যারেস্টারের অপারেশন টাইম কত?
1 sec
3 sec
2 sec
8 sec
ব্যাখ্যা: ব্যাখ্যা: হর্ন গ্যাপ অ্যারেস্টারের আর্ক নির্বাপণে ও হতে ও সেকেন্ড সময় লাগে। অ্যারেস্টার যতদূর সম্ভব যন্ত্রপাতির নিকটতম স্থানে স্থাপন করা উচিত।
744. লাইটনিং স্টোকদ্বয়ের মধ্যে সময় পার্থক্য কত?
0.0001-0.0005 sec
0.002-0.003 sec
0.0005-0.5 sec
0.1-0.5 sec
ব্যাখ্যা: ব্যাখ্যা: এক একটি স্ট্রোক থেকে আর একটি স্ট্রোকের সময়ের পার্থক্য 0.0005 থেকে 0.5 সেকেন্ড।
746. এক্সপালশন টাইপ অ্যারেস্টার কত kV লাইনে ব্যবহৃত হয়?
33kV
20kV
66kV
11kV
ব্যাখ্যা: ব্যাখ্যা: এক্সপালশন টাইপ লাইটিং অ্যারেস্টারকে অনেক সময় প্রটেক্টর টিউব নামে অভিহিত করা হয়। এটি সাধারণত 33 কেভি লাইনে ব্যবহার করা হয়।
747. বুখলজ রিলে কত রেটিং-এ ব্যবহৃত হয়?
300KVA
500KVA
400kVA
600KVA
ব্যাখ্যা: ব্যাখ্যা: অর্থনৈতিক সাশ্রয়ের জন্য 500kVA-এর নিচে বুখলজ রিলে ব্যবহার করা হয় না।
748. আইসোলেটর কীরূপে ব্যবহৃত হয়?
লোডযুক্ত
লোডবিহীন অবস্থায়
শর্টসার্কিট অবস্থায়
ভার ছিঁড়ে গেলে
749. মার্জ প্রাইজ পদ্ধতিতে পাইলট ওয়্যারের সাথে যে কয়েল ব্যবহৃত হয়, তার নাম কী?
ভোল্টেজ কয়েল
রোটারি কয়েল
কারেন্ট কয়েল
প্রাইমারি কয়েল
751. বুখলজ রিলেতে কয়টি মারকারি সুইচ ব্যবহৃত হয়?
১টি
৩টি
২টি
৪টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বুখলজ রিলেতে ভাসমান ভালভ দুটি এবং প্রতিটি ভালভের সাথে একটি করে পারদের সুইচ লাগানো থাকে।
752. লাইটনিং স্টোকে কারেন্ট কত?
10kA
15kA
12kA
20kA
ব্যাখ্যা: ব্যাখ্যা: লাইটনিং স্ট্রোকের কারেন্ট = 2 ×10° Amp
753. লাইটনিং স্টোকের ক্ষতিকর স্টোক-
A স্টোক
C স্টোক
B স্টোক
D স্টোক
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'এ' স্ট্রোক এর জন্য অতি উচ্চ কোনো অবজেক্টের প্রয়োজন হয়, অবজেক্টে বিপরীত চার্জ সৃষ্টি করতে কিছুক্ষণ সময়ের দরকার পড়ে। এটি বৈদ্যুতিক সিস্টেমে প্রচণ্ডতম আঘাত হানার ক্ষমতা রাখে। তবে এ প্রকার স্ট্রোক সচরাচর সংঘটিত হয় না। প্রয়োজনীয় প্রটেকশনের মাধ্যমে এর দ্বারা সৃষ্ট পাংসাত্মক প্রতিক্রিয়া অনেকাংশে রোধ করা যায়।
754. বুখলজ রিলের অপারেটিং টাইম কত?
0.1 sec
0.3 sec
0.2 sec
0.4 sec
ব্যাখ্যা: ব্যাখ্যা: বুখলজ রিলে স্নো-টাইপের। এটির সর্বনিম্ন অপারেটিং টাইম 0.1 সেকেন্ড।
755. সলিনয়েড এবং প্লাম্বার টাইপ রিলের করটি কয়েদ থাকে?
5 টি
30 টি
2টি
4টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: সলিনয়েড এবং গ্রাঞ্জার টাইপ রিলেতে ২টি কয়েল থাকে। যথা- (1) অপারেটিং কয়েল, (2)রিস্ট্রইনিং কয়েল।
756. ট্রান্সলে পদ্ধতির রেটিং কত?
11KV
33kV
22kV
66kV
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রান্সলে সিস্টেমে অপারেটিং ভোল্টেজ 33 কেভির উর্ধ্বে ব্যবহার করা
757. লাইটনিং স্টোক কে আবিষ্কার করেন?
আইজ্যাক নিউটন
বেঞ্জামিন ফ্রাংকলিন
ম্যাক্সওয়েল
টমাস আলভা এডিসন
ব্যাখ্যা: ব্যাখ্যা: লাইটনিং স্ট্রোক আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
758. নেগেটিভ চার্জিত মেঘে স্ট্রোকের পরিমাণ কত?
70%
80%
75%
87%
ব্যাখ্যা: ব্যাখ্যা: নেগেটিভ চার্জিত মেঘে লাইটনিং স্ট্রোক 87%।
759. আইসোলেটর কীরূপ যন্ত্র---
রক্ষণ যন্ত্র
নিয়ন্ত্রণ যন্ত্র
নিরাপত্তা যন্ত্র
বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র
760. পজিটিভ চার্জিত মেঘে স্ট্রোকের পরিমাণ কত?
10%
12%
11%
13%
ব্যাখ্যা: ব্যাখ্যা: পজিটিভ চার্জিত মেঘে লাইটনিং স্ট্রোক থাকে 13%