Image
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য "এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং" সাবজেক্টের সকল MCQ এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি নিয়োগ, রেজাল্ট, সাজেশন, অনলাইন ক্লাসের জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Environmental MCQ
101. পানিতে ক্যালগন মিশানোর পরিমাণ-
0.25-1.75 ppm
0.75-2.25 ppm
0.50-2 pmm
1-2.50 ppm
102. স্যানিটারি সিস্টেমে সিউয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ আকার হয়-
৫ সেমি এবং ১০০ সেমি
১৫ সেমি এবং ১২০ সেমি
১০ সেমি এবং ১৮০ সেমি
১০ সেমি এবং ১৫০ সেমি
104. অবরুদ্ধ পানি ধারক স্তর পর্যন্ত প্রসারিত কূপকে বলে-
অগভীর কূপ
অভিকর্ষ কৃপ
গভীর কূপ
আর্টেসীয় কূপ
105. যে স্থানে সিউয়ার দিক পরিবর্তন করে সে স্থানে ব্যবহৃত হয়-
Vent Pipe
Trap
Bend Pipe
Soil Pipe
106. পানি সরবরাহ প্রকল্পে অপচয়ের জন্য পানির পরিমাণ-
5-10%
7-14%
10-15%
8-16%
107. সিউয়ার অথবা ড্রেনের ভিতরের সর্বনিম্ন অংশকে বলা হয়-
Crude
Infiltration
Vent
Invert
109. 100 শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য মাথাপিছু পানির চাহিদা-
320 লিটার
445 লিটার
340 লিটার
455 লিটার
110. অগ্নিনির্বাপণের জন্য পানির পরিমাণ ধরা হয়-
5%
10%
7%
12%
111. মাথাপিছু সালেজের পরিমাণ কত?
৯০-২২৫ লিটার
৯০-১০০ লিটার
১০০-১৫০ লিটার
৯০-১২৫ লিটার
112. সবচেয়ে বেশি হেডরুম পাওয়া যায় কোন সিউয়ারে?
ডিম্বাকার সিউয়ারে
আয়তাকার
অধোমুখ ডিম্বাকার সিউয়ারে
ত্রিভুজাকার
113. সঞ্চিত গ্যাস যাতে বিপরীত জন্য ব্যবহার করা হয়- দিকে আসতে না পারে তার জন্য ব্যাবহার করা হয়
Soil Pipe
Trap
Vent
Headroom
114. সালেজ-এ অন্তর্ভুক্ত নয়-
রান্নাঘর থেকে নির্গত নোংরা জল
কলতলা ও হাত-মুখ ধৌত করা নোংরা জল
স্নানাগার থেকে নির্গত নোংরা জল
কসাইখানা ও হাসপাতালের অস্ত্রোপচার থেকে থেকে নির্গত তরল
115. মাথাপিছু Garbage-এর পরিমাণ কত কেজি ধরা হয়?
০.১৫-০.২৫
১.০-১.১
০.১-০.২ ০
.৫-০.৭
116. স্বয়ংক্রিয়ভাবে পানিকে একদিকে প্রবাহিত করতে ব্যবহার করা হয়-
গেট ভালভ
রিলিফ ভালভ
স্টপ ভালভ
চেক ভালভ
117. ১৫ সেমি ব্যাস পর্যন্ত সিউয়ারের স্বধৌত বেগ কত?
১ মি./সেকেন্ড
১.৫ মিটার/সে
০.৭৫ মি./সে
০.৫ মি./সে
118. সিউয়ারেজ সিস্টেমে বাংলাদেশে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
খোলা পদ্ধতি
যুক্ত পদ্ধতি
স্বতন্ত্র পদ্ধতি
আংশিক স্বতন্ত্র পদ্ধতি
119. সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলা হয়-
Whope wall
Wing wall
বাফেল ওয়াল
Pier
120. পানি সরবরাহ প্রকল্পের ডিজাইন পিরিয়ড কত ধরা হয়?
25-40 বছর
30-45 বছর
20-35 বছর
15-30 বছর