EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) সম্পূর্ণ প্রশ্নের সমাধান
Image

ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – প্রিলিমিনারি টেস্ট

উপ-সহকারী প্রকৌশলী, সিভিল

Solved by Himalay Sen, PWD

 সময়-১ ঘণ্টা                    তারিখঃ ২২/০১/২০২৬                   পূর্ণমান-১০০
[ মোট প্রশ্ন ১০০ (একশত) টি। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর প্রদেয়। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। ]

 

১. কোনটি রবীন্দ্রনাথ রচিত নাটক নয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ডাকঘর
খ) রাজা ও রানী
গ) লালদর্প
ঘ) রক্তকরবী
উত্তর: গ) লালদর্প
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটকগুলো হলো ডাকঘর, রাজা, রক্তকরবী, বিসর্জন ইত্যাদি। লালদর্প নামে তাঁর কোনো নাটক নেই; নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের।

২. কোন বানানটি শুদ্ধ? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) আকাঙ্খা
খ) আকাংখা
গ) আকাঙ্ক্ষা
ঘ) আকাঙ্কখা
উত্তর: গ) আকাঙ্ক্ষা
ব্যাখ্যা: 'আকাঙ্ক্ষা' বানানটিতে 'ঙ' এর সাথে 'ক্ষ' (ক্+ষ্) যুক্ত থাকে। এটিই প্রমিত বাংলা বানানের নিয়ম।

৩. তিনবার শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ICRC
খ) UNHCR
গ) UNDP
ঘ) IOM
উত্তর: ক) ICRC
ব্যাখ্যা: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (ICRC) ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে মোট তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।

৪. Slenderness ratio - কোনটি? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) L/r 

খ) L/k

গ) L/r  

ঘ) l/k
উত্তর: ক) L/r 
ব্যাখ্যা: Slenderness ratio হলো কলামের কার্যকর দৈর্ঘ্য (effective length) এবং তার সর্বনিম্ন ঘূর্ণন ব্যাসার্ধের (radius of gyration) অনুপাত।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিকের নাম কী? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) সায়মন ড্রিং
খ) জর্জ হ্যারিসন
গ) উইলিয়াম এ.এস.ওডারল্যান্ড
ঘ) রিচার্ড ফিশার
উত্তর: গ) উইলিয়াম এ.এস.ওডারল্যান্ড
ব্যাখ্যা: নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় নাগরিক উইলিয়াম এ. এস. ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি।

৬. এক ব্যাগ সিমেন্টের আয়তন কত? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 2.5 cft
খ) 3 cft
গ) 1.50 cft
ঘ) 1.25 cft
উত্তর: ঘ) 1.25 cft
ব্যাখ্যা: আদর্শ এক ব্যাগ সিমেন্টের ওজন ৫০ কেজি এবং এর আয়তন সাধারণত ১.২৫ ঘনফুট (cft) বা ০.০৩৪৫ ঘনমিটার ধরা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা কত সন ছিল? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ১৩৭৬
খ) ১৩৭৭
গ) ১৩৭৮
ঘ) ১৩৭৯
উত্তর: গ) ১৩৭৮
ব্যাখ্যা: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল ১লা পৌষ, ১৩৭৮ বঙ্গাব্দ। ওই দিনটি ছিল বৃহস্পতিবার।

৮. Level crossing is a- [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Regular sign
খ) Warning sign
গ) Informatory sign
ঘ) None of the above
উত্তর: খ) Warning sign
ব্যাখ্যা: লেভেল ক্রসিং হলো একটি সতর্কতামূলক চিহ্ন (Warning Sign), যা চালককে সামনে রেললাইনের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯. “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।” এ কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ২৭
খ) ২৮
গ) ৩০
ঘ) ৪৭
উত্তর: ক) ২৭
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের আইনের দৃষ্টিতে সাম্য ও সমান অধিকারের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

১০. নিচের কোনটি সঠিক? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) COD > BOD
খ) BOD > COD
গ) COD = BOD
ঘ) BOD
COD
উত্তর: ক) COD > BOD
ব্যাখ্যা: COD (Chemical Oxygen Demand) সবসময় BOD (Biochemical Oxygen Demand) এর চেয়ে বেশি হয় কারণ COD জৈব ও অজৈব উভয় ধরণের পদার্থের পচন পরিমাপ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

১১. 'তামার বিষ' বাগধারার অর্থ কী? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) চিরশত্রু
খ) অর্থের কু-প্রভাব
গ) কঠিন বিপদ
ঘ) অন্তরজ্বালা
উত্তর: খ) অর্থের কু-প্রভাব
ব্যাখ্যা: 'তামার বিষ' বাগধারাটির অর্থ হলো অর্থের মন্দ প্রভাব বা প্রাচুর্যের কারণে সৃষ্ট অহংকার ও চারিত্রিক পতন।

১২. 'দ্যুলোক' অর্থ কী? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) আকাশ
খ) মেঘ
গ) সমুদ্র
ঘ) বাতাস
উত্তর: ক) আকাশ
ব্যাখ্যা: 'দ্যুলোক' একটি তৎসম শব্দ যার অর্থ আকাশ বা স্বর্গ। এর বিপরীত শব্দ হলো 'ভূলোক' বা পৃথিবী।

১৩. গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) প্রশান্ত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) পারস্য উপসাগরে
উত্তর: ক) প্রশান্ত মহাসাগরে
ব্যাখ্যা: বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

১৪. Choose the correct spelling. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Accommodation
খ) Accomodation
গ) Acommodation
ঘ) Accomodassion
উত্তর: ক) Accommodation
ব্যাখ্যা: এই শব্দটিতে দুটি 'c' এবং দুটি 'm' থাকে। বানানটি হলো A-c-c-o-m-m-o-d-a-t-i-o-n

[বইঃ English For Exam]

১৫. বাংলাদেশের কোন জেলা ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ঢাকা
খ) রাজশাহী
গ) সিলেট
ঘ) খুলনা
উত্তর: গ) সিলেট
ব্যাখ্যা: ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশ ৪টি ভূমিকম্প জোনে বিভক্ত, যার মধ্যে জোন-৪ বা সিলেট অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত।

১৬. EU Court of Justice এর সদর দপ্তর কোথায় অবস্থিত? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ব্রাসেলস
খ) রোম
গ) প্যারিস
ঘ) লুক্সেমবার্গ
উত্তর: ঘ) লুক্সেমবার্গ
ব্যাখ্যা: ইউরোপীয় ইউনিয়নের প্রধান বিচারিক সংস্থা 'কোর্ট অব জাস্টিস' লুক্সেমবার্গ শহরে অবস্থিত।

১৭. 'দফতর' কোন ভাষার শব্দ? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ফরাসি
খ) ফারসি
গ) আরবি
ঘ) পর্তুগিজ
উত্তর: খ) ফারসি
ব্যাখ্যা: 'দফতর' বা 'দপ্তর' শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। এর অর্থ কার্যালয়।

১৮. 'সংস্কৃতি কথা' কে লিখেছেন? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) কাজী মোতাহার হোসেন
খ) প্রমথ চৌধুরী
গ) মোতাহার হোসেন চৌধুরী
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: গ) মোতাহার হোসেন চৌধুরী
ব্যাখ্যা: 'সংস্কৃতি কথা' মোতাহার হোসেন চৌধুরীর একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, যেখানে তিনি সংস্কৃতি ও সভ্যতার স্বরূপ বিশ্লেষণ করেছেন।

১৯. 60 Grade রডের strength কত হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 60 ksi
খ) 60 psi
গ) 60 MPa
ঘ) 60 kPa
উত্তর: ক) 60 ksi
ব্যাখ্যা: রডের গ্রেড বলতে তার yield strength বোঝায়। 60 Grade মানে হলো 60,000 psi বা 60 ksi (Kips per square inch)

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২০. AB রেখার সম্মুখ বিয়ারিং 130° হলে, পশ্চাদ বিয়ারিং এর মান কত হবে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 130°
খ) 230°
গ) 250°
ঘ) 310°
উত্তর: ঘ) 310°
ব্যাখ্যা: সূত্র অনুযায়ী, Back Bearing = Fore Bearing ± 180°যেহেতু 130° < 180°, তাই 130° + 180° = 310°
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২১. Cement এর দ্রুত জমাট বাধা রোধের জন্য কোনটি ব্যবহার করা হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) জিপসাম
খ) ক্যালসিয়াম ক্লোরাইড
গ) ক্যালসিয়াম কার্বনেট
ঘ) ম্যাগনেসিয়াম সালফেট
উত্তর: ক) জিপসাম
ব্যাখ্যা: জিপসাম একটি রিটার্ডার হিসেবে কাজ করে যা সিমেন্টের প্রাথমিক জমাট বাধার সময়কে ধীর করে দেয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২২. Standard BOD is measured at - [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 20°C- 5day
খ) 20
°C- 3day
গ) 25
°C- 5day
ঘ) 20
°C- 7day
উত্তর: ক) 20
°C- 5day
ব্যাখ্যা: আদর্শ পরিবেশে BOD পরীক্ষা ৫ দিন ধরে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পন্ন করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৩. কত তারিখে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ২৫ মে
খ) ২৮ মে
গ) ৩০ মে
ঘ) ৩১ মে
উত্তর: ঘ) ৩১ মে
ব্যাখ্যা: প্রতি বছর ৩১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর উদ্যোগে বিশ্বব্যাপী তামাক মুক্ত দিবস পালন করা হয়।

২৪. মাইকেল মধুসূদন প্রবর্তিত ছন্দ কোনটি? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) স্বরবৃত্ত
খ) মাত্রাবৃত্ত
গ) অমিত্রাক্ষর
ঘ) পয়ার
উত্তর: গ) অমিত্রাক্ষর
ব্যাখ্যা: মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় প্রথম অমিত্রাক্ষর ছন্দ (Blank Verse) প্রবর্তন করেন, যা মেঘনাদবধ কাব্যে ব্যবহৃত হয়েছে।

২৫. Mr. Kamal prefers buying some books ...............enjoying a cinema. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) than
খ) but
গ) without
ঘ) to
উত্তর: ঘ) to
ব্যাখ্যা: 'Prefer' শব্দের সাথে পছন্দনীয় দুটি বিষয়ের তুলনার ক্ষেত্রে প্রিপজিশন 'to' বসে (Prefer something to something else)

[বইঃ English For Exam]

২৬. The man was accused........stealing the mobile phone. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) for
খ) with
গ) about
ঘ) of
উত্তর: ঘ) of
ব্যাখ্যা: কোনো অপরাধে অভিযুক্ত হওয়ার ক্ষেত্রে Appropriate Preposition হিসেবে 'Accused of' ব্যবহৃত হয়।

[বইঃ English For Exam]

২৭. Choose the correct spelling. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Dissemination
খ) Dissimination
গ) Discimination
ঘ) Deseiminasion
উত্তর: ক) Dissemination
ব্যাখ্যা: প্রচার বা প্রসারের অর্থে ব্যবহৃত 'Dissemination' শব্দটির সঠিক বানান হলো D-i-s-s-e-m-i-n-a-t-i-o-n

[বইঃ English For Exam]

২৮. What does "take someone to task" mean? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) to employ someone
খ) to praise someone
গ) to take revenge
ঘ) to scold somebody
উত্তর: ঘ) to scold somebody
ব্যাখ্যা: এটি একটি ইডিয়ম (Idiom), যার অর্থ হলো কাউকে কোনো ভুলের জন্য তিরস্কার করা বা বকুনি দেওয়া।

[বইঃ English For Exam]

২৯. He let me come in. Here 'in' is a /an - [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) preposition
খ) pronoun
গ) adjective
ঘ) adverb
উত্তর: ঘ) adverb
ব্যাখ্যা: এখানে 'in' শব্দটি কোনো নাউনের আগে বসে সম্পর্ক বোঝাচ্ছে না, বরং 'come' ভার্বটির স্থান নির্দেশ করছে, তাই এটি Adverb of Place

[বইঃ English For Exam]

৩০. UN এর Peacekeeping mission প্রথম কোথায় শুরু হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) কঙ্গো
খ) সুদান
গ) ফিলিস্তিন
ঘ) সোমালিয়া
উত্তর: গ) ফিলিস্তিন
ব্যাখ্যা: ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য ফিলিস্তিনে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী মিশন (UNTSO) শুরু হয়।

৩১. 'কথাটা ছড়িয়ে পড়েছে' – এখানে 'পড়' ধাতু কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) সমাপ্তি
খ) আকস্মিকতা
গ) ক্রমশ
ঘ) ব্যাপ্তি
উত্তর: খ) আকস্মিকতা
ব্যাখ্যা: বাংলা ব্যাকরণ অনুযায়ী কোনো সংবাদ হঠাত ছড়িয়ে পড়ার ক্ষেত্রে 'পড়' ধাতু আকস্মিকতা বা হঠাৎ সংঘটিত হওয়া বোঝায়।

৩২. Which one is in singular form? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) agenda
খ) oases
গ) radius
ঘ) theses
উত্তর: গ) radius
ব্যাখ্যা: Radius হলো একবচন (singular), যার বহুবচন (plural) হলো Radii
বাকি শব্দগুলো (Agenda, Oases, Theses) বহুবচন ফর্মে আছে।

[বইঃ English For Exam]

৩৩. T-Beam এর Slab এর নিচের অংশকে কী বলে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Flange
খ) Bottom
গ) Top
ঘ) Web
উত্তর: ঘ) Web
ব্যাখ্যা: T-beam এর উপরের চওড়া অংশকে Flange এবং নিচের উলম্ব অংশকে Web বা Stem বলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৪. SPT Test এ Drop Hammer এর ওজন কত হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 62.5 পাউন্ড
খ) 140 পাউন্ড
গ) 70 পাউন্ড
ঘ) 100 পাউন্ড
উত্তর: খ) 140 পাউন্ড
ব্যাখ্যা: Standard Penetration Test (SPT) এ ব্যবহৃত হ্যামারের ওজন ১৪০ পাউন্ড (৬৩.৫ কেজি) এবং এটি ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ফেলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৫. Where there is...........will there is............way. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) the, a
খ) a, a
গ) a, the
ঘ) the, the
উত্তর: খ) a, a
ব্যাখ্যা: প্রবাদটি হলো "Where there is a will, there is a way" (ইচ্ছা থাকলে উপায় হয়)। তাই সঠিক উত্তর 'a, a'

[বইঃ English For Exam]

৩৬. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) চক্রবাক
খ) বিষের বাঁশি
গ) মৃত্যুক্ষুধা
ঘ) দোলনচাঁপা
উত্তর: গ) মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা: 'মৃত্যুক্ষুধা' কাজী নজরুল ইসলামের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। চক্রবাক, বিষের বাঁশি ও দোলনচাঁপা হলো তাঁর কাব্যগ্রন্থ।

৩৭. Which one contains opposites? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Hope and aspiration
খ) Heat and dust
গ) Reproduction and death
ঘ) Emerged and advanced
উত্তর: গ) Reproduction and death
ব্যাখ্যা: 'Reproduction' (জন্ম/প্রজনন) এবং 'Death' (মৃত্যু) শব্দ দুটি পরস্পর বিপরীত অর্থ বহন করে।

[বইঃ English For Exam]

৩৮. বাংলাদেশে আর্সেনিক এর Permissible limit কত? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 0.01mg/L
খ) 0.02 mg/L
গ) 0.05 mg/L
ঘ) 0.015 mg/L
উত্তর: গ) 0.05 mg/L
ব্যাখ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সীমা ০.০১ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা ০.০৫ মিলিগ্রাম/লিটার।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৯. যা কোনোভাবেই নিবারণ করা যায় না - এক কথায় প্রকাশ করুন: [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) দুর্নিবার
খ) অনিবার্য
গ) অনির্বাণ
ঘ) দুর্বার
উত্তর: খ) অনিবার্য
ব্যাখ্যা: যা ঠেকানো যায় না বা অবশ্যই ঘটবে তাকে বলা হয় 'অনিবার্য'। আর যা অতি কষ্টে নিবারণ করা হয় তাকে 'দুর্নিবার' বলে।

৪০. Turbidity কিসের পরিমাপক? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) পানির অম্লতা
খ) পানির খরতা
গ) ভাসমান বস্তু
ঘ) দ্রবীভূত বস্তু
উত্তর: গ) ভাসমান বস্তু
ব্যাখ্যা: পানির টার্বিডিটি বা ঘোলাটে ভাব মূলত পানিতে থাকা ভাসমান বস্তুকণা (Suspended particles) এর কারণে হয়ে থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪১. প্রথম শহীদ মিনার কত তারিখে নির্মাণ করা হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ২১ ফেব্রুয়ারি ১৯৫২
খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৫৩
গ) ২৬ ফেব্রুয়ারি ১৯৫২
ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৫৩
উত্তর: খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৫৩
ব্যাখ্যা: ১৯৫২ সালে অস্থায়ীভাবে নির্মিত প্রথম শহীদ মিনারটি পুলিশ ভেঙ্গে দিয়েছিল। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি ১৯৫৩ সালে বর্তমান মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়। (বিকল্প উত্তর ২৬ ফেব্রুয়ারি ১৯৫২ হতে পারে তৎকালীন পরিস্থিতির আলোকে)।

৪২. My friend reminded me......... our plan. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) about
খ) of
গ) for
ঘ) against
উত্তর: খ) of
ব্যাখ্যা: কাউকে কোনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার ক্ষেত্রে 'Remind someone of something' এই গঠনটি ব্যবহৃত হয়।

[বইঃ English For Exam]

৪৩. Contour line কী নির্দেশ করে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) সমুদ্রতরের রেখা
খ) সমউচ্চ বিন্দুর সংযোগ রেখা
গ) সমচাপের রেখা
ঘ) সমতাপের রেখা
উত্তর: খ) সমউচ্চ বিন্দুর সংযোগ রেখা
ব্যাখ্যা: ম্যাপে সমান উচ্চতা বিশিষ্ট বিভিন্ন বিন্দুকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে কন্টুর লাইন (Contour line) বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪৪. নিচের কোনটি তালব্য ধ্বনি? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ক
খ) জ
গ) ল
ঘ) ম
উত্তর: খ) জ
ব্যাখ্যা: চ-বর্গের ধ্বনিগুলো (চ, ছ, জ, ঝ, ঞ) তালব্য ধ্বনি হিসেবে পরিচিত কারণ এগুলো উচ্চারণে জিভ তালুকে স্পর্শ করে।

৪৫. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) বর্গ
খ) উদ্দেশ্য
গ) বিধেয়
ঘ) বাক্যাংশ
উত্তর: ঘ) বাক্যাংশ (বা বর্গ)
ব্যাখ্যা: বাক্যের ক্ষুদ্র অংশ যা একাধিক শব্দ নিয়ে গঠিত হয়ে একটি বিশেষ পদ হিসেবে কাজ করে তাকে বাক্যাংশ বা বর্গ (Phrase) বলা হয়।

৪৬. বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় কত সালে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ১৯৭৩
খ) ১৯৭৪
গ) ১৯৭৬
ঘ) ১৯৭৮
উত্তর: খ) ১৯৭৪
ব্যাখ্যা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম নারী পুলিশ সদস্য নিয়োগের মাধ্যমে বাংলাদেশে মহিলা পুলিশ কার্যক্রম শুরু হয়।

৪৭. Choose the correct sentence. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) What does your father?
খ) What your father does?
গ) What does your father do
ঘ) What do your father does?
উত্তর: গ) What does your father do
ব্যাখ্যা: প্রশ্নবোধক বাক্যে Present Simple টেন্সে Auxiliary 'does' এর পর মূল ভার্বের বেস ফর্ম 'do' ব্যবহৃত হয়।

[বইঃ English For Exam]

৪৮. Cement পানির তুলনায় কতগুণ ভারী? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 2.44 গুণ
খ) 3.15 গুণ
গ) 3.9 গুণ
ঘ) 1.5 গুণ
উত্তর: খ) 3.15 গুণ
ব্যাখ্যা: সিমেন্টের আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity) হলো ৩.১৫, যার মানে হলো এটি সমআয়তন পানির তুলনায় ৩.১৫ গুণ ভারী।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪৯. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় - [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) মহাভারতে
খ) চর্যাপদে
গ) বৈষ্ণব পদাবলিতে
ঘ) মঙ্গলকাব্যে
উত্তর: খ) চর্যাপদে
ব্যাখ্যা: চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত বৌদ্ধ সিদ্ধাচার্যদের গীতিপদ।

৫০. She vowed to ............ her mother's death. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) revenge
খ) avenge
গ) take revenge
ঘ) avenge for
উত্তর: খ) avenge
ব্যাখ্যা: অন্য কারো প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া অর্থে ভার্ব হিসেবে 'avenge' বসে। 'Revenge' সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হয়।

[বইঃ English For Exam]

৫১. আবাসিক ভবনে DPC কোথায় দেওয়া হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Ground level
খ) Grade beam এর কলাম এর জায়েণ্টে
গ) Septic Tank এর চারপাশে
ঘ) Plinth level এ
উত্তর: ঘ) Plinth level এ
ব্যাখ্যা: মাটি থেকে আসা আর্দ্রতা (Dampness) ঠেকাতে দেয়ালের প্লিন্থ লেভেলে (Plinth Level) ড্যাম্প প্রুফ কোর্স বা DPC প্রদান করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫২. Bernoulli's equation এ কোন হেড থাকে না? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Pressure head
খ) Velocity head
গ) Datum head
ঘ) Venchuri head
উত্তর: ঘ) Venchuri head
ব্যাখ্যা: বার্নোলির সমীকরণে প্রবাহীর শক্তির তিনটি রূপ থাকে: চাপীয় শক্তি (Pressure head), গতিশক্তি (Velocity head) এবং স্থিতিশক্তি (Datum head)
ভেনচুরি হেড বলে কোনো নির্দিষ্ট হেড নেই।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৩. Can't you give me a straight yes or no? The underlined word is a/an - [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) noun
খ) adjective
গ) adverb
ঘ) interjection
উত্তর: খ) adjective
ব্যাখ্যা: এখানে 'straight' শব্দটি 'yes' এবং 'no' (যা এখানে নাউন হিসেবে কাজ করছে) এর গুণ বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাই এটি একটি Adjective

[বইঃ English For Exam]

৫৪. Two-way slab এর main রড কোন দিকে দেওয়া হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Long Direction এ
খ) Short Direction এ
গ) Both Direction এ
ঘ) None of the above
উত্তর: গ) Both Direction এ
ব্যাখ্যা: Two-way slab-এ লোড উভয় দিকে সঞ্চালিত হয়, তাই প্রধান রড বা main reinforcement উভয় দিকেই (Long ও Short) প্রদান করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৫. হিরণ পয়েন্ট কী? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) সংরক্ষিত অভয়ারণ্য
খ) দুই নদীর মিলনস্থল
গ) পর্যটকদের রেস্ট হাউস
ঘ) সাগর তীর
উত্তর: ক) সংরক্ষিত অভয়ারণ্য
ব্যাখ্যা: হিরণ পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে অবস্থিত একটি বিখ্যাত এলাকা যা মূলত বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত অভয়ারণ্য এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।

৫৬. Mild steel এ কার্বনের পরিমাণ কত থাকে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 0.25%
খ) 0.025%
গ) 0.5%
ঘ) 1.25%
উত্তর: ক) 0.25%
ব্যাখ্যা: মাইল্ড স্টিল বা মৃদু ইস্পাতে কার্বনের পরিমাণ সাধারণত ০.০৫% থেকে ০.২৫% বা ০.৩০% পর্যন্ত হয়ে থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৭. ‘স্বাগত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) স + গত
খ) স্ব + গত
গ) সু + গত
ঘ) সু + আগত
উত্তর: ঘ) সু + আগত
ব্যাখ্যা: এটি য-ফলা সন্ধির নিয়ম। হ্রস্ব-উ কারের পর উ-ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে উ-কার স্থানে 'ব' (য-ফলা সদৃশ) হয়। সু + আগত = স্বাগত।

৫৮. Beam এর Tension Rod এর পরিমাণ এর Cross Section Area এর সর্বনিম্ন শতকরা কত ভাগ? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 0.5
খ) 1.5
গ) 2.5
ঘ) 4
উত্তর: ক) 0.5
ব্যাখ্যা: ডিজাইনের নিয়ম অনুযায়ী বীমের টেনশন জোনে নূন্যতম রিইনফোর্সমেন্ট প্রদান করতে হয় যেন কংক্রিট হঠাৎ ফেটে না যায়। সাধারণ হিসেবে এটি প্রায় ০.৪% থেকে ০.৫% ধরা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৯. Slump Test কেন করা হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) কংক্রিটের workability ও Consistency বের করার জন্য
খ) কংক্রিটের ফাইনাল স্ট্রেন্থ বের করার জন্য
গ) কংক্রিটের সেটিং টাইম বের করার জন্য
ঘ) কংক্রিটের কিউবিং টাইম বের করার জন্য।
উত্তর: ক) কংক্রিটের workability ও Consistency বের করার জন্য
ব্যাখ্যা: তাজা কংক্রিটের কাজ করার সক্ষমতা (Workability) এবং এর ঘনত্বের সামঞ্জস্যতা (Consistency) যাচাই করার জন্য মাঠে স্ল্যাম্প টেস্ট করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬০. Corner Reinforcement কোথায় ব্যবহার হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Footing এর Corner এ
খ) Grade Beam ও column এর জয়েন্টে
গ) ছাদের interior কর্নারে
ঘ) ছাদের Exterior কর্নারে
উত্তর: ঘ) ছাদের Exterior কর্নারে
ব্যাখ্যা: টু-ওয়ে স্ল্যাবের বাইরের দিকের কর্নারগুলো লোডের কারণে উপরে উঠে যাওয়ার প্রবণতা দেখায়, যা ঠেকাতে সেখানে কর্নার রিইনফোর্সমেন্ট বা টর্শনাল স্টিল দেওয়া হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬১. ‘L’ দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমে ‘ω’ সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ মোমেন্ট কত হবে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]

ক) ωL/8

খ) ωL2/10

গ) ωL2/8

ঘ) ωL2/4
উত্তর: (গ) ωL2/8
ব্যাখ্যা: একটি Simply Supported Beam-এ পুরো দৈর্ঘ্য জুড়ে UDL থাকলে তার কেন্দ্রে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয় ωL2/8
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬২. কোন দেশটির সমুদ্র বন্দর নেই? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) মালদ্বীপ
খ) নেপাল
গ) গ্রীস
ঘ) ভেনেজুয়েলা
উত্তর: খ) নেপাল
ব্যাখ্যা: নেপাল একটি স্থলবেষ্টিত (Landlocked) দেশ, যার চারিদিকে ভারত ও চীন অবস্থিত। ফলে দেশটির নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই।

৬৩. Engineering Chain এর দৈর্ঘ্য কত? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 66ft
খ) 66m
গ) 100ft
ঘ) 100m
উত্তর: গ) 100ft
ব্যাখ্যা: ইঞ্জিনিয়ারিং চেইন লম্বায় ১০০ ফুট হয় এবং এতে ১০০টি লিংক থাকে, প্রতিটি লিংকের দৈর্ঘ্য ১ ফুট।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৪. নিচের কোনটির জন্য Long Column এর Common failure হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Buckling
খ) Crushing
গ) Rupture
ঘ) None of the above
উত্তর: ক) Buckling
ব্যাখ্যা: লম্বা কলামগুলো (Long Column) সাধারণত অক্ষীয় লোডের কারণে বেঁকে গিয়ে বা বাকলিং হয়ে ব্যর্থ হয়। ছোট কলাম ক্রাশিংয়ের মাধ্যমে ব্যর্থ হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৫. We...........english since our childhood. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) are learning
খ) have learned
গ) had learn
ঘ) have been learning
উত্তর: ঘ) have been learning
ব্যাখ্যা: অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে এবং 'since' বা 'for' থাকলে বাক্যটি Present Perfect Continuous টেন্স হয়।

[বইঃ English For Exam]

৬৬. মাটির কণার কোন সাইজটিকে Effective সাইজ বলা হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) D10

খ) D30

গ) D60     

ঘ) D90     

উত্তর: ক)  D10
ব্যাখ্যা: মাটির কণা বিশ্লেষণ ছকে ১০ শতাংশ কণা যে সাইজের চেয়ে ছোট তাকেই ইফেক্টিভ সাইজ বা D10বলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৭. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোথায় অবস্থিত? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) হিলি
খ) বুড়িমারী
গ) বেনাপোল
ঘ) তামাবিল
উত্তর: গ) বেনাপোল
ব্যাখ্যা: যশোরের শার্শা উপজেলায় অবস্থিত বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রধান স্থলবন্দর যা ভারতের সাথে বাণিজ্যে ব্যবহৃত হয়।

৬৮. 500m লম্বা এবং 1.0m উচ্চতার 5" Thickness এর একটি বাউন্ডারী দেয়াল নির্মাণে কতগুলো ইট লাগবে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 22000
খ) 24000
গ) 26000
ঘ) 3000
উত্তর: গ) 26000
ব্যাখ্যা: আয়তন = ৫০০
× × ০.১২৭ মি = ৬৩.৫ ঘনমি। প্রতি ঘনমিটারে ইটের কাজ অনুযায়ী প্রায় ২৬০০০ এর কাছাকাছি ইট লাগবে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৯. Had I been solvent, your financial issues......... [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) would be solved
খ) would have solved
গ) would have been solved
ঘ) would solve
উত্তর: গ) would have been solved
ব্যাখ্যা: এটি ৩য় কন্ডিশনাল (Third Conditional)
'Had + subject + V3' থাকলে পরের অংশে 'would have been + V3' (প্যাসিভ অর্থে) বসে।

[বইঃ English For Exam]

৭০. The boy along with his friends.........playing in the field since morning. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) is
খ) are
গ) have been
ঘ) has been
উত্তর: ঘ) has been
ব্যাখ্যা: 'along with' যুক্ত বাক্যে প্রথম সাবজেক্ট (The boy) অনুযায়ী ভার্ব হয়। সাবজেক্ট সিঙ্গুলার এবং 'since morning' থাকায় 'has been' হয়েছে।

[বইঃ English For Exam]

৭১. কোন ধরনের লোড নেওয়ার ক্ষেত্রে কংক্রিট দুর্বল? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Bending
খ) Tension
গ) Compression
ঘ) Torsion
উত্তর: খ) Tension
ব্যাখ্যা: কংক্রিট চাপে (Compression) খুব মজবুত হলেও টানে বা প্রসারণে (Tension) খুবই দুর্বল থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭২. ‘নন্দিত’ এর বিপরীত শব্দ কী? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) বিগ্রহ
খ) নিন্দিত
গ) বিষণ্ন
ঘ) বিষাদ
উত্তর: খ) নিন্দিত
ব্যাখ্যা: নন্দিত মানে প্রশংসিত, এর বিপরীত হলো নিন্দিত যার অর্থ কুৎসা রটানো বা তিরস্কৃত।

৭৩. ‘সোনার তরী’ কবিতাটি কোন্ ঋতুর প্রেক্ষাপটে রচিত? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) শরৎ
খ) শীত
গ) হেমন্ত
ঘ) বর্ষা
উত্তর: ঘ) বর্ষা
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার পটভূমি হলো গ্রামবাংলার বর্ষাকাল, যেখানে বৃষ্টির দিনে কৃষক ধান কেটে তীরে অপেক্ষা করছে।

৭৪. Prime Coat কোথায় ব্যবহার করা হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Base Course এর উপর
খ) Surface এর উপর
গ) Subgrade এর উপর
ঘ) Binder এর উপর
উত্তর: ক) Base Course এর উপর
ব্যাখ্যা: রাস্তার বেইজ কোর্সের উপর বিটুমিনাস সারফেসিং করার আগে বেইজ মেটেরিয়ালের সাথে ভালো বন্ধন তৈরির জন্য প্রাইম কোট দেওয়া হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৫. I don't know........... [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) where she lives
খ) where does she live
গ) where is she from
ঘ) where does she come from
উত্তর: ক) where she lives
ব্যাখ্যা: এটি একটি Embedded Question
বাক্যের মাঝখানে প্রশ্নবোধক শব্দ থাকলে এরপর সাবজেক্ট + ভার্ব বসে, প্রশ্নবোধক গঠন হয় না।

[বইঃ English For Exam]

৭৬. Cement এর efflorescence কিসের জন্য হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Aluminium
খ) Iron-oxide
গ) Silica
ঘ) Alkalis
উত্তর: ঘ) Alkalis
ব্যাখ্যা: সিমেন্টে ক্ষার বা অ্যালকালির পরিমাণ বেশি থাকলে আর্দ্রতার প্রভাবে দেয়ালে সাদা পাউডারের মতো আস্তরণ বা লোনা পড়ে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৭. Liquid limit-Plastic limit is termed as - [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Flow index
খ) Plasticity index
গ) Shrinkage index
ঘ) Liquidity index
উত্তর: খ) Plasticity index
ব্যাখ্যা: লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের গাণিতিক পার্থক্যকে প্লাস্টিসিটি ইনডেক্স (
PI=LL−PL) বলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৮. নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) সোনালি কাবিন
খ) শেষের কবিতা
গ) মহাপৃথিবী
ঘ) সারা দুপুর
উত্তর: খ) শেষের কবিতা
ব্যাখ্যা: 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি জনপ্রিয় উপন্যাস, এটি কোনো কাব্যগ্রন্থ নয়।

৭৯. Datum Level এর R. L. Value কত হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 0
খ) 50
গ) 100
ঘ) 200
উত্তর: ক) 0
ব্যাখ্যা: ডেটাম লেভেল হলো এমন একটি তল যেখান থেকে উচ্চতা মাপা শুরু হয়, তাই এর মান শূন্য (০) ধরা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮০. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) মালয়েশিয়া
খ) ইন্দোনেশিয়া
গ) চীন
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর: ক) মালয়েশিয়া
ব্যাখ্যা: মালয়েশিয়ার জাতীয় খেলা হলো ব্যাডমিন্টন। এছাড়াও ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় খেলাও এটি।

৮১. একটি রাস্তার Cross-Section এর শীর্ষ বিন্দুকে কি বলে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Centre
খ) Crown
গ) Curb
ঘ) Camber
উত্তর: খ) Crown
ব্যাখ্যা: বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রাস্তার মাঝখানটা উঁচু করা হয়, এই সর্বোচ্চ বিন্দুকে ক্রাউন (Crown) বলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮২. বাংলা গদ্যের জনক কে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) উইলিয়াম কেরি
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে যতি চিহ্নের যথাযথ ব্যবহার এবং গদ্যকে শ্রীমণ্ডিত করার জন্য তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।

৮৩. From Third World to First বইটির লেখক কে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) লি কুয়ান ইউ
খ) অমর্ত্য সেন
গ) রেহমান সোবহান
ঘ) হুমায়ুন আহমেদ
উত্তর: ক) লি কুয়ান ইউ
ব্যাখ্যা: সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এই বইটি লিখেছেন, যেখানে সিঙ্গাপুরের উন্নয়নের ইতিহাস বর্ণিত আছে।

৮৪. R.C.C. Footing এর ক্ষেত্রে মাটির নিচে Clear Covering সর্বনিম্ন কত দিতে হবে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 1.5”
খ) 2.0”
গ) 3.5”
ঘ) 3.0”
উত্তর: ঘ) 3.0”
ব্যাখ্যা: ফুটিং সরাসরি মাটির সংস্পর্শে থাকে বলে রডকে ক্ষয় থেকে বাঁচাতে কমপক্ষে ৩ ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া বাধ্যতামূলক।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৫. হাজং নৃগোষ্ঠী কোন জেলায় বসবাস করে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) রংপুর ও দিনাজপুর
খ) ফেনী ও নোয়াখালী
গ) নেত্রকোনা ও ময়মনসিংহ
ঘ) খাগড়াছড়ি
উত্তর: গ) নেত্রকোনা ও ময়মনসিংহ
ব্যাখ্যা: বাংলাদেশের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার পাহাড়ি ও সমতল অঞ্চলে মূলত হাজং নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে।

৮৬. Spiral column এ সর্বনিম্ন কয়টি রড ব্যবহার করা হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ৬টি
খ) ৮টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: ক) ৬টি
ব্যাখ্যা: ডিজাইনের নিয়ম অনুযায়ী বৃত্তাকার বা স্পাইরাল কলামে প্রধান রিইনফোর্সমেন্ট হিসেবে নূন্যতম ৬টি রড ব্যবহার করতে হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৭. Fine Aggregate এর সর্বোচ্চ সাইজ কতো হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 2.75mm
খ) 3.5mm
গ) 4.75mm
ঘ) 4.50mm
উত্তর: গ) 4.75mm
ব্যাখ্যা: ৪.৭৫ মিমি চালুনী দিয়ে যে দানাগুলো পাস করে যায় তাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ফাইন এগ্রিগেট বা বালি বলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৮. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) স্বরাষ্ট্র
খ) প্রতিরক্ষা
গ) পরিবেশ
ঘ) দুর্যোগ ব্যবস্থাপনা
উত্তর: খ) প্রতিরক্ষা
ব্যাখ্যা: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সংস্থা।

৮৯. Cant বা সুপার এলিভেশন কোথায় দেওয়া হয়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) রাস্তার বাঁকের বাইরের অংশে
খ) রাস্তার বাঁকের ভিতরের অংশে
গ) রাস্তার লম্বালম্বি দিকে
ঘ) রাস্তার বাঁক ও সোজা অংশের সংযোগস্থলে
উত্তর: ক) রাস্তার বাঁকের বাইরের অংশে
ব্যাখ্যা: রাস্তার বাঁক ঘোরার সময় কেন্দ্রবিমুখী বল প্রশমিত করতে বাইরের প্রান্তকে ভেতরের প্রান্তের চেয়ে কিছুটা উঁচু করা হয়, একেই সুপার এলিভেশন বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯০. Water-Cement ration 0.5 হলে এক ব্যাগ সিমেন্ট দিয়ে কংক্রিট তৈরিতে কত কেজি পানি লাগে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) 10 kg
খ) 15 kg
গ) 25 kg
ঘ) 30 kg
উত্তর: গ) 25 kg
ব্যাখ্যা: ১ ব্যাগ সিমেন্ট = ৫০ কেজি। সুতরাং পানি লাগবে = ৫০
× ০.৫ = ২৫ কেজি।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯১. ‘সওগাত’ পত্রিকা প্রকাশিত হয় কত সালে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ১৯০৯
খ) ১৯১০
গ) ১৯১৪
ঘ) ১৯১৮
উত্তর: ঘ) ১৯১৮
ব্যাখ্যা: মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত সচিত্র মাসিক 'সওগাত' পত্রিকা ১৯১৮ সালে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়।

৯২. দেশের একমাত্র জাতি তাত্ত্বিক যাদুঘর কোন শহরে অবস্থিত? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) যশোর
খ) আগ্রাবাদ, চট্টগ্রাম
গ) ঝিনাইদহ, কুষ্টিয়া
ঘ) আগারগাঁও, ঢাকা-২
উত্তর: খ) আগ্রাবাদ, চট্টগ্রাম
ব্যাখ্যা: চট্টগ্রামের আগ্রাবাদে বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর অবস্থিত যা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে কাজ করে।

৯৩. They made me........... the house. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) to decorate
খ) decorating
গ) decorate
ঘ) decorated
উত্তর: গ) decorate
ব্যাখ্যা: 'Make' ভার্বটি যখন Causative verb হিসেবে কাজ করে, তখন পরবর্তী ভার্বটি Base form (Bare Infinitive) এ হয়।

[বইঃ English For Exam]

৯৪. তিস্তা নদীর উৎস কোথায়? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ভুটান
খ) ভারতের ত্রিপুরা রাজ্য
গ) চীনের তিব্বত
ঘ) নেপাল
উত্তর: ঘ) নেপাল
ব্যাখ্যা: তিস্তা নদী ভারতের সিকিম রাজ্যের হিমালয় পর্বতমালা (চাতামু হ্রদ) থেকে উৎপন্ন হয়েছে, যা হিমালয় অঞ্চলের সাথে সংশ্লিষ্ট। অপশন অনুযায়ী নেপাল নিকটতম হিমালয় অঞ্চল নির্দেশ করে।

৯৫. She learnt the poem - [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) by memory
খ) by mind
গ) by soul
ঘ) by heart
উত্তর: ঘ) by heart
ব্যাখ্যা: 'Learn by heart' একটি ইডিয়ম যার অর্থ হলো মুখস্থ করা।

[বইঃ English For Exam]

৯৬. Moment at hinge - [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Highest
খ) Infinity
গ) Zero
ঘ) Depends on load
উত্তর: গ) Zero
ব্যাখ্যা: হিংজ জয়েন্ট মুক্তভাবে ঘুরতে পারে, তাই সেখানে বেন্ডিং মোমেন্ট প্রতিরোধ করার ক্ষমতা থাকে না অর্থাৎ মোমেন্ট শূন্য হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৭. গাজা স্ট্রিপ কোন সাগরের তীরে অবস্থিত? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) লোহিত সাগর
খ) মালয় সাগর
গ) ভূমধ্যসাগর
ঘ) কৃষ্ণসাগর
উত্তর: গ) ভূমধ্যসাগর
ব্যাখ্যা: ফিলিস্তিনের গাজা উপত্যকা ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা।

৯৮. Mr. Khan will preside........... the meeting. [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) in
খ) over
গ) at
ঘ) of
উত্তর: খ) over
ব্যাখ্যা: সভায় সভাপতিত্ব করার ক্ষেত্রে Appropriate Preposition হিসেবে 'Preside over' ব্যবহৃত হয়।

[বইঃ English For Exam]

৯৯. অমিত্রাক্ষর ছন্দে কয় মাত্রার পঙ্‌ক্তি থাকে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) ৬
খ) ৮
গ) ১৪
ঘ) ১৬
উত্তর: গ) ১৪
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ সাধারণত ১৪ মাত্রার হয়ে থাকে যা বাংলা কবিতার পয়ারের আধুনিক রূপ।

১০০. কংক্রিট Compaction এর সময় উপরিভাগে পানি উঠে আসলে তাকে কি বলে? [ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) – ২২/০১/২০২৬]
ক) Flooding
খ) Segregation
গ) Bleeding
ঘ) Creep
উত্তর: গ) Bleeding
ব্যাখ্যা: কংক্রিটিংয়ের সময় ভারী কণাগুলো নিচে জমে গিয়ে পানি ও পাতলা সিমেন্ট পেস্ট উপরে উঠে আসার প্রক্রিয়াকে ব্লিডিং (Bleeding) বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

 

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে। 

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01948718700

২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01305693338

৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা। ফোনঃ 01918347715

৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট। ফোনঃ 01621551614

৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01790624972

৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01819103043

৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট। ফোনঃ 01819365103

৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর। ফোনঃ 01854772760

৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর। ফোনঃ 01710339966

১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ফোনঃ 01911190021

১১। মুক্তা লাইব্রেরী, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া । ফোনঃ 01827447700

১২। মুন লাইব্রেরী, ময়মনসিংহ । ফোনঃ 01711788764

[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]