Image
এসি সার্কিট MCQ
81. একটি প্যারালেল সার্কিটের একটি শাখায় R এবং L সিরিজে এবং অন্যটিতে একটিমাত্র ক্যাপাসিটর C আছে। যদি R এবং L কে স্থির রেখে C-কে বাড়ানো হলে-
ডাইনামিক ইম্পিড্যান্স হ্রাস পাবে
ডাইনামিক ইম্পিড্যান্স বৃদ্ধি পাবে
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পাবে
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি হ্রাস পাবে
83. একটি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় হয়-
সর্বোচ্চ
সর্বনিম্ন
একক
শূন্য
84. একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে, কারেন্টের অনুভূমিক উপাদানকে বলে-
অ্যাডমিট্যান্স
কন্ডাকট্যান্স
সাসস্ট্যান্স
রিয়‍্যাকট্যান্স
85. একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে কারেন্টের উল্লম্ব উপাদানকে বলে-
অ্যাডমিট্যান্স
সাসসেন্ট্যান্স
কন্ডাকট্যান্স
রিয়্যাকট্যান্স
86. এসি সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিয়‍্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সের সমান হয়, তখন সার্কিটটিকে বলা হয়-
ইন্ডাকটিভ সার্কিট
রেজোন্যান্ট সার্কিট
ক্যাপাসিটিভ সার্কিট
প্যাসিভ সার্কিট
87. একটি RLC সিরিজ সার্কিট রেজোন্যান্সের সময় যদি প্রয়োগকৃত ভোল্টেজের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা হয়, তবে সার্কিটটি হবে-
ইন্ডাকটিভ
ক্যাপাসিটিভ
রেজিস্টিভ
রেজোন্যান্ট
88. একটি ইন্ডাকটর এবং একটি ক্যাপাসিটর সমবায়ে গঠিত প্যারালেল সার্কিটে যদি ইন্ডাকট্যান্সকে দ্বিগুণ এবং ক্যাপাসিট্যান্সকে অর্ধেক করা হয়, তবে রেজোন্যালের বেলায় ইস্পিড্যান্স-
দ্বিগুণ হবে
চারগুণ হবে
এক-চতুর্থাংশ হ্রাস পাবে
অপরিবর্তিত থাকবে
89. সার্কিটের ভোল্টেজ বিবর্ধন উৎপাদককে বলে-
পাওয়ার ফ্যাক্টর
ভোল্টেজ ফ্যাক্টর
ফরম ফ্যাক্টর
কিউ ফ্যাক্টর
90. A resistor of 3 kiloohm, a 0.05 microfarad capacitor, and a 120 mH coil are in series across a 5 kHz, 20V ac source. What is the impedance, expressed in polar form?
636 ohm
433 ohm
3769 ohm
4337 ohm
93. লোডের পাওয়ার ফ্যাক্টর নিম্ন হওয়ার জন্য-
ভোল্টেজ রেগুলেশন হ্রাস পায়
ভোল্টেজ রেগুলেশন বৃদ্ধি পায়
প্রেরণ লাইনে দক্ষতা বৃদ্ধি পায়
প্রেরণ লাইনের পাওয়ার লস হ্রাস পায়
94. 'ভোল্টেজ রেজোন্যান্স' সংঘটিত হয়-
প্যারালেল সার্কিটে
সিরিজ সার্কিটে
সিরিজ এবং প্যারালেল উভয় সার্কিটে
সঠিকভাবে শনাক্ত করা যায় না
96. একট বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে 'পাওয়ার ফ্যাক্টর' হয়-
সর্বোচ্চ
একক
সর্বনিম্ন
শূন্য
97. যদি একটি সিরিজ 'রেজোন্যান্ট' সার্কিটের রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি করা হয়, তবে-
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পাবে, কিন্তু কারেন্ট স্থির থাকবে
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি হ্রাস পাবে, কিন্তু কারেন্ট স্থির থাকবে
সার্কিটটির বিবর্ধন বৃদ্ধি পাবে
সার্কিটটি তথাপি রেজোন্যান্ট থাকবে
98. সিরিজ রেজোন্যান্সের বেলায় কোনটি সত্য--
রিয়্যাকট্যান্স শূন্য এবং ইম্পিড্যান্স রেজিস্ট্যান্সের সমান হয়
সার্কিটে কারেন্টন্ট সর্বোচ্চ হয়
ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সে ভোল্টেজ পরস্পরকে রদ করে
উপরের সব ক'টিই সত্য
99. কারেন্ট রেজোন্যান্স সংঘটিত হয়-
শুধুমাত্র প্যারালেল সার্কিটে
শুধুমাত্র সিরিজ সার্কিটে
সিরিজ এবং প্যারালেল উভয় সার্কিটে
সঠিকভাবে শনাক্ত করা যায় না