Image
এসি সার্কিট MCQ
81. সিরিজ রেজোন্যান্সের বেলায় কোনটি সত্য--
রিয়্যাকট্যান্স শূন্য এবং ইম্পিড্যান্স রেজিস্ট্যান্সের সমান হয়
সার্কিটে কারেন্টন্ট সর্বোচ্চ হয়
ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সে ভোল্টেজ পরস্পরকে রদ করে
উপরের সব ক'টিই সত্য
85. যদি একটি সিরিজ 'রেজোন্যান্ট' সার্কিটের রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি করা হয়, তবে-
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পাবে, কিন্তু কারেন্ট স্থির থাকবে
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি হ্রাস পাবে, কিন্তু কারেন্ট স্থির থাকবে
সার্কিটটির বিবর্ধন বৃদ্ধি পাবে
সার্কিটটি তথাপি রেজোন্যান্ট থাকবে
86. A resistor of 3 kiloohm, a 0.05 microfarad capacitor, and a 120 mH coil are in series across a 5 kHz, 20V ac source. What is the impedance, expressed in polar form?
636 ohm
433 ohm
3769 ohm
4337 ohm
87. একটি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় হয়-
সর্বোচ্চ
সর্বনিম্ন
একক
শূন্য
89. লোডের পাওয়ার ফ্যাক্টর নিম্ন হওয়ার জন্য-
ভোল্টেজ রেগুলেশন হ্রাস পায়
ভোল্টেজ রেগুলেশন বৃদ্ধি পায়
প্রেরণ লাইনে দক্ষতা বৃদ্ধি পায়
প্রেরণ লাইনের পাওয়ার লস হ্রাস পায়
90. একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে কারেন্টের উল্লম্ব উপাদানকে বলে-
অ্যাডমিট্যান্স
সাসসেন্ট্যান্স
কন্ডাকট্যান্স
রিয়্যাকট্যান্স
92. কারেন্ট রেজোন্যান্স সংঘটিত হয়-
শুধুমাত্র প্যারালেল সার্কিটে
শুধুমাত্র সিরিজ সার্কিটে
সিরিজ এবং প্যারালেল উভয় সার্কিটে
সঠিকভাবে শনাক্ত করা যায় না
93. একটি ইন্ডাকটর এবং একটি ক্যাপাসিটর সমবায়ে গঠিত প্যারালেল সার্কিটে যদি ইন্ডাকট্যান্সকে দ্বিগুণ এবং ক্যাপাসিট্যান্সকে অর্ধেক করা হয়, তবে রেজোন্যালের বেলায় ইস্পিড্যান্স-
দ্বিগুণ হবে
চারগুণ হবে
এক-চতুর্থাংশ হ্রাস পাবে
অপরিবর্তিত থাকবে
94. একটি RLC সিরিজ সার্কিট রেজোন্যান্সের সময় যদি প্রয়োগকৃত ভোল্টেজের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা হয়, তবে সার্কিটটি হবে-
ইন্ডাকটিভ
ক্যাপাসিটিভ
রেজিস্টিভ
রেজোন্যান্ট
95. একট বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে 'পাওয়ার ফ্যাক্টর' হয়-
সর্বোচ্চ
একক
সর্বনিম্ন
শূন্য
96. একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে, কারেন্টের অনুভূমিক উপাদানকে বলে-
অ্যাডমিট্যান্স
কন্ডাকট্যান্স
সাসস্ট্যান্স
রিয়‍্যাকট্যান্স
97. একটি প্যারালেল সার্কিটের একটি শাখায় R এবং L সিরিজে এবং অন্যটিতে একটিমাত্র ক্যাপাসিটর C আছে। যদি R এবং L কে স্থির রেখে C-কে বাড়ানো হলে-
ডাইনামিক ইম্পিড্যান্স হ্রাস পাবে
ডাইনামিক ইম্পিড্যান্স বৃদ্ধি পাবে
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পাবে
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি হ্রাস পাবে
98. এসি সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিয়‍্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সের সমান হয়, তখন সার্কিটটিকে বলা হয়-
ইন্ডাকটিভ সার্কিট
রেজোন্যান্ট সার্কিট
ক্যাপাসিটিভ সার্কিট
প্যাসিভ সার্কিট
99. সার্কিটের ভোল্টেজ বিবর্ধন উৎপাদককে বলে-
পাওয়ার ফ্যাক্টর
ভোল্টেজ ফ্যাক্টর
ফরম ফ্যাক্টর
কিউ ফ্যাক্টর
100. 'ভোল্টেজ রেজোন্যান্স' সংঘটিত হয়-
প্যারালেল সার্কিটে
সিরিজ সার্কিটে
সিরিজ এবং প্যারালেল উভয় সার্কিটে
সঠিকভাবে শনাক্ত করা যায় না