MCQ
101. অল্প দূরত্বে সরবরাহের জন্য ব্যবহৃত হয়-
ফ্ল্যাট কম্পাউন্ডেড জেনারেটর
ওভার কম্পাউন্ডেড জেনারেটর
আন্ডার কম্পাউন্ডেড জেনারেটর
ক্রিটিক্যাল কম্পাউন্ডেড জেনারেটর
102. ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়?
পরিষ্কার করার জন্য
মরিচা রোধের জন্য
ধাতুকে সুন্দর দেখার জন্য
ধাতুকে জোড়া দেওয়ার জন্য
103. ২ ভোল্টের একটি সেলের সাথে 10 ওহমের একটি। রেজিস্ট্যান্স সংযোগ করলে 1.6 ভোল্ট ড্রপ হয়। অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হবে-
1.25Ω
2Ω
2.5 Ω
0.8Ω
104. ইলেকট্রোপ্লেটিং এর জন্য কত ভোল্টেজ লাগে?
১০-১৬ ভোল্ট
৮-১০ ভোল্ট
১২-১৪ ভোল্ট
১৪-১৬ ভোল্ট
105. সেলগুলো প্যারালেলে সংযোগ করা হয়-
ভোল্টেজ আউটপুট বাড়ানোর জন্য
অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য।
কারেন্ট ক্ষমতা কমানোর জন্য
কারেন্ট ক্ষমতা বাড়ানোর জন্য
106. একটি সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যত বেশি হবে-
ই.এম.এফ তত কম হবে
টার্মিনাল ভোল্টেজ তত কম হবে
ই.এম.এফ তত বেশি হবে
টার্মিনাল ভোল্টেজ তত বেশি হবে
107. একটি কয়েলের মধ্যে আর্মেচারের যতগুলো স্লট অন্তর্ভুক্ত হয়, তাকে বলে-
পোল পিচ
কয়েল পিচ
কয়েল স্প্যান
কমুটেটর পিচ
108. একটি সেলের সাথে ওহমের একটি রেজিস্ট্যান্স সংযোগ করলে এর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পস্ কারেন্ট প্রবাহিত হয়। উক্ত সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। ওহম হলে ই.এম.এফহবে-
1.4V
IV
2.4V
5V
109. পূর্ণ ডিসচার্জ অবস্থায় লেড অ্যাসিড ব্যাটারির ই.এম.এফ হয়-
1.8 ভোল্ট
2.2 ভোল্ট
2.0 ভোল্ট
2.5 ভোল্ট
110. জেনারেটরের আবিষ্ট ই.এম.এফ.-এর সমীকরণ -
ϕZN/60 X A/P V
ϕZN X P/ 60A V
ϕZN /60 X A/P V
ϕZNP /120 X 1
111. 6-ভোল্টের একটি লেড অ্যাসিড ব্যাটারির অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 0.1 ওহম। যদি ব্যাটারির দুটি টার্মিনাল শর্টসার্কিট করা হয়, তবে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে?
1 অ্যাম্প
6 অ্যাম্পস্
60 অ্যাম্পস্
100 অ্যাম্পস্
112. ল্যাপ ওয়াইন্ডিং-এর আর্মেচারের জেনারেটর হতে পাওয়া যায়-
উচ্চ কারেন্ট এবং নিম্ন ভোল্টেজ
উচ্চ কারেন্ট এবং উচ্চ ভোল্টেজ
নিম্ন কারেন্ট এবং নিম্ন ভোল্টেজ
নিম্ন কারেন্ট এবং উচ্চ ভোল্টেজ
113. সকল জেনারেটরই এসি উৎপন্ন করে। তবে সরাসরি এসি পেতে হলে আর্মেচার কয়েলের সাথে ব্যবহার করতে হবে-
কমুটেটর
স্লিপ রিং
গ্রাম রিং
ব্রাশ
114. একটি ব্যাটারির অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হলো-
ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্স
ইলেকট্রোডের রেজিস্ট্যান্স
সারফেস কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স
উপরের সবগুলো
115. ব্রাশ তৈরি করা হয়-
তামা দিয়ে
দস্তা দিয়ে
সিসা দিয়ে
কার্বন দিয়ে
116. পাশাপাশি দুটি কয়েলের ব্যবধানকে বলে-
পোল পিচ
কমুটেটর পিচ
কয়েল স্প্যান
কয়েল পিচ
117. ল্যাপ ওয়াইন্ডিং-এ প্যারালেল পাথের সংখ্যা-
পোলের সংখ্যা অনুযায়ী
2টি
4টি
8টি
118. পূর্ণ ডিসচার্জ অবস্থায় লেড অ্যাসিড ব্যাটারির ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব হয়-
1.140
1.200
1.300
1.400
119. একটি ড্রাইসেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মান-
0.2-0.4 ওহম
1.0-1.5 ওহম
2.0-2.5 ওহম
2.5-5 ওহম
120. শান্ট জেনারেটর ভোল্টেজ উৎপাদনে ব্যর্থ হয়-
রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকলে
রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকলে
শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স অত্যন্ত কম থাকলে
শান্ট ফিল্ড সাকিট 'ওপেন' না হলে