Image
বেসিক ইলেকট্রনিক্স MCQ
ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ ও আপডেট প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
81. একটি Common emitter amplifier-এর voltage gain হলো-
1 অপেক্ষা ক্ষুদ্রতর
10 অপেক্ষা ক্ষুদ্রতর
1500 এর মতো
কোনোটাই সত্য নয়
82. বন্ডেড টাইপ স্ট্রেইন গেজ কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
83. লিকুইড লেভেল পরিমাপে ব্যবহৃত ট্রান্সডিউসারের নাম কী?
স্ট্রেইন গেজ
আয়োনাইজেশন গেজ
ডাই-ইলেকট্রিক গেজ
ম্যাগনেটোস্ট্রিকশন গেজ
84. দৃশ্যমান বাতির তরঙ্গদৈর্ঘ্য কত?
৩০০-৩১০ nm
৫০০-৫১০ nm
৪০০-৪১০ nm
৬০০-৬১০ nm
85. একটি Common emitter বর্তনীতে লোড লাগানো হয়-
collector সার্কিটে
Base সার্কিটে
Emitter সার্কিটে
কোনোটিই নয়
86. যে ট্রান্সডিউসার পরিচালনার জন্য কোনো বাহ্যিক সোর্সের প্রয়োজন হয় না, তাকে কী বলে?
অ্যাকটিভ ট্রান্সডিউসার
প্যাসিভ ট্রান্সডিউসার
প্রাইমারি ট্রান্সডিউসার
সেকেন্ডারি ট্রান্সডিউসার
87. রেজিস্টরের চতুর্থ ব্যান্ডে কোনো কালার না থাকলে বুঝায়-
±10% টলারেন্স
±20% টলারেন্স
শূন্য টলারেন্স
অসীম টলারেন্স
88. Rotational রেজিস্টিভ ট্রান্সডিউসার কোন ধরনের পরিমাপে ব্যবহৃত হয়?
কৌণিক সরণ পরিমাপে
কৌণিক বেগ পরিমাপে
ব্যাস পরিমাপে
ব্যাসার্ধ পরিমাপে
89. নিচের কোনটি বহুল ব্যবহৃত ফটোকন্ডাকটিভ সেমিকন্ডাক্টর?
সোডিয়াম সালফাইড
ক্যাডমিয়াম সালফাইড
অ্যালুমিনিয়াম সালফাইড
সোডিয়াম সেলিনাইড
90. যে ট্রান্সডিউসার পরিচালনা করার জন্য বাহ্যিক সোর্সের প্রয়োজন হয়, তাকে কী বলে?
অ্যাকটিভ ট্রান্সডিউসার
প্যাসিভ ট্রান্সডিউসার
প্রাইমারি ট্রান্সডিউসার
সেকেন্ডারি ট্রান্সডিউসার
92. একটি Common emitter amplifier-এর current gain-
1 এর চেয়ে কম
যথেষ্ট বেশি
5 এর চেয়ে কম
কোনোটাই সত্য নয়
94. অসিলোস্কোপের বিম-এর তীব্রতা পরিবর্তন করা যায়-
ইনটেনসিটি নব ঘুরিয়ে
ট্রিগার নব ঘুরিয়ে
ফোকাস নব ঘুরিয়ে
ভোল্ট/ডিভিশন নব ঘুরিয়ে
95. পটেনশিওমিটার ট্রান্সডিউসারে কয়টি প্লেট থাকে?
১টি
২টি
৫টি
৪টি
98. সাধারণ ডায়োডের তুলনায় টানেল ডায়োডে ডোপিং করা হয়-
১০ গুণ
১০০ গুণ
১০০০ গুণ
১০০০০ গুণ
100. 'UP'S'-এর ব্যাকআপ সময় যার উপর নির্ভরশীল তা হলো-
লোড
ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার
ব্যাটারির চার্জের অবস্থা
সব কয়টিই