MCQ
181. ল্যাপিং-এর সময় কত মিমি পর্যন্ত ধাতু অপসারণ করতে পারে?
0.028mm
0.18mm
0.038mm
0.83mm
182. লেদ-এ ঘূর্ণায়মান জবের সারফেস থেকে কাটিং টুল দ্বারা অপ্রয়োজনীয় ধাতু অপসারণ করার প্রক্রিয়াকে --বলে।
বোরিং
ড্রিলিং
টার্নিং
নার্সিং
183. টুলের ফেসের সাথে টুলের বেসের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে-- অ্যাঙ্গেল বলে।
সাইও র্যাক
এন্ড রিলিফ
ব্যাক র্যাক
এন্ড কাটিং এজ
184. লেদের কোন চাকটি ছোট ব্যাস ধরার কাজে ব্যবহার করা হয়-
কোলেট চাক
ম্যাগনেটিক চাক
ফোর 'জ' চাক
ইউনিভার্সাল চাক
185. কাটিং টুলের পার্শ্ব-ফ্ল্যাংকে এবং বেসের লম্ব রেখার মধ্যে যে কোণ সৃষ্টি হয়, তাকে --অ্যাঙ্গেল বলে।
এন্ড রিলিফ
ব্যাক র্যাক
সাইড রিলিফ
কোনটিই নয়
186. কাটিং টুলের মধ্যে ব্যবহারের কারণে যে গর্তের সৃষ্টি হয় তাকে-- বলে।
চিপিং
চ্যাটারিং
ক্র্যাটারিং
কাটার স্পিড
187. টুল সিগনেচারের এলিমেন্টের সংখ্যা হচ্ছে-
৪
৬
৫
৭
188. টুল সিগনেচার 1102 268 15 1/32 হলে 15 দ্বারা কী বুঝায়?
ব্যাক র্যাক অ্যাঙ্গেল সাইড
এন্ড রিলিফ অ্যাঙ্গেল
সাইড কাটিং এজ অ্যাঙ্গেল
নুজ রেডিয়াস
189. কোনো জবের উপর খাঁজ কাটাকে কী বলে?
নার্লিং
জিগ
রিমিং
কাউন্টার
190. এন্ড ফ্ল্যাংক টুল বেসের লম্ব রেখার সাথে যে কোণ উৎপন্ন হয়, তাকে-- অ্যাঙ্গেল বলে।
এন্ড রিলিফ
ব্যাক র্যাক
সাইড ব্যাক
এন্ড কাটিং এজ
191. কত পদ্ধতিতে ইনডেক্সিং করা হয়?
৪ পদ্ধতিতে
৬ পদ্ধতিতে
৫ পদ্ধতিতে
৭ পদ্ধতিতে
192. টুলের ফেস এবং টুল বেসের সমান্তরাল তলের মধ্যে যে কোণ সৃষ্টি করে, তাকে-- অ্যাঙ্গেল বলে।
ব্যাক র্যাক
সাইড র্যাক
এড রিলিফ
এন্ড কাটিং এজ
193. সাইড কাটিং এজ এবং কাটিং টুলের রৈখিক অক্ষের মধ্যে যে কোণ উৎপন্ন করে, তাকে -- অ্যাঙ্গেল বলে।
এন্ড কাটিং এন্ড
সাইজ কাটিং এজ
এক বিলিফ
সাইড বিলিফ
194. টুল ফেস টুল শ্যাংকের পার্শ্বতলের লম্ব রেখার সাথে যে কোণ সৃষ্টি হয়, তাকে --অ্যাঙ্গেল বলে।
এন্ড কাটিং এজ
এন্ড রিলিফ
সাইড রিলিফ
ব্যাক র্যাক
195. লেদ মেশিনের ইউনিভার্সাল চাকে কয়টি 'জ' থাকে?
৩টি
৪টি
৫টি
৬টি
196. 32mm ব্যাসের একটি জবকে লেদ-এ টার্নিং করতে কত rpm প্রয়োজন হবে, যদি কাটিং স্পিড 25m/min হয়?
148rpm
800rpm
48rpm
248rpm
197. লেদ মেশিনের ফেসপ্লেট কীসের সাথে সংযুক্ত থাকে?
হেডস্টোক
লেদ ডগ
ম্যান্ডেল
স্পিডেল
198. লেদ মেশিনের ইন্ডিপেনডেন্ট চাকে কয়টি 'জ' থাকে?
৩টি
৪টি
৫টি
৯টি
199. মেটাল কাটিং প্রসেস কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
200. লেদ-এর সাহায্যে থ্রেড কাটার সময়-- স্ক্র ব্যবহার করা হয়।
লিড
ড্রিল
ফেস
টেপার