MCQ
141. কোনো একটি কার্যবস্তু মুক্ত অবস্থায় যে-সকল দিকে চলাচল বা নড়াচড়া করতে পারে বলে অনুমান করা যায়, সে-সকল দিককে ঐ বস্তুর চলাচলের-- বলে।
টুয়েলড ডিগ্রিস অব ফ্রিডম
ডিগ্রিস অব ফ্রিডম
ডিগ্রিস অব রোটেশন
ডিগ্রিস অব মুভমেন্ট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: ডিগ্রিস অব ফ্রিডম: কোনো একাটি কার্যবস্তু মুক্ত অবস্থায় যে- সকল দিকে চলাচল বা নড়াচড়া করতে পারে বলে অনুমান করা যায়, সে সকল দিককে ঐ বস্তুর চলাচলের ডিগ্রিস অব ফ্রিডম বা চলাচলের সম্ভাব্য স্বাধীন দিক বলে।
টুয়েলভ ডিগ্রিস অব ফ্রিডম: কোনো একটি ত্রিমাত্রিক কার্যবস্তু মুক্ত অবস্থায় তার তিনটি তলের সংযোজক রেখাত্রয়কে অক্ষ রেখা বিবেচনা করে তাদের সাপেক্ষে যে মোট ১২ দিকে চলাচল করতে পারে বলে অনুমান করা হয়, তাকে টুয়েলভ ডিগ্রিস অব ফ্রিডম বা ১২ মাত্রিক মুক্তাবস্থা' বলে।
142. BUE-এর অর্থ কী?
Blind-Up Edge
Built-Up Edge
Break-Up Edge
None of these
143. টুলের ফেসের সাথে টুলের বেসের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে বলে-
লিপ অ্যাঙ্গেল
ব্যাক র্যাক অ্যাঙ্গেল
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল
কাটিং অ্যাঙ্গেল
144. চিপ কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: চিপ-এর প্রকারভেদ: চিপ চার প্রকার, যথা-
(১) ডিসকন্টিনিউয়াস চিপ
(২) কন্টিনিউয়াস চিপ
(৩) কন্টিনিউয়াস ডিপ উইখ বিল্ট-আপ এজ
(৪) ইনহোমোজিনিয়াস চিপ।
145. টুল ডিজাইনে EDM-এর অর্থ কী?
Electronic Discharge Machining
Electro Discharge Machining
Electra Discharge Machining
Electrical Discharge Machining
146. আধুনিক জিগ বোরিং মেশিনে কেমন সুক্ষ্মতা পাওয়া যায়?
0.01 ইঞ্চি পর্যন্ত
0.0001 ইঞ্চি পর্যন্ত
0.001 ইঞ্চি পর্যন্ত
0.00001 ইঞ্চি পর্যন্ত
147. জবকে ধরে রাখে এবং কাটিং টুলকে সঠিক পথে নিয়ন্ত্রণ করে কোনটি?
জিগ
ফিক্সচার
হোল্ডার
টুল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: জিগ: জবকে কার্যস্থানে ধরে রাখা ও টুলকে নিয়ন্ত্রণ করার গুণসম্পন্ন বিশেষ ধরনের ধাতৰ ডিভাইস বা টুলকে জিগ বলা হয়। সাধারণত জিগ ব্যবহার করে লে-আউট ছাড়াই অধিক সূক্ষ্ম জব তৈরি করা যায়। মেশিন ও জবের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের জিগ ব্যবহার করা হয়। যেমন- কিং লিগ, চ্যানেল জিপ ইত্যাদি।
148. কার্যবস্তুর সঠিক অবস্থান নির্দেশ করার একটি ডিভাইস হলো-
ক্ল্যাপ
লোকেটর
হোল্ডার
ফিক্সচার
149. টুলের দুইটি পর্যায়ক্রমিক গ্রাইন্ডিং-এর মধ্যে যে সময় অতিবাহিত হয়, তাকে বলে-
টুল জিওমেট্রি
টুল লাইফ
টুল অ্যাঙ্গেল
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: টুল লাইফ (Tool life) এর মধ্যে যে সময় অতিবাহিত হয়, তাকে টুল লাইফ বলে। এ সময়কালে টুল দক্ষতার সাথে ও কার্যকরভাবে ম্যাটেরিয়াল কর্তন করে। আবার, কাটিং টুলকে পুনবায় ধারালো করার আগ পর্যন্ত সময়কে টুল লাইফ বলে।
150. টুল ফেস এবং কাটিং পয়েন্টে মেশিনিংকৃত সারফেসের সাথে স্পর্শক রেখার মধ্যবর্তী কোণকে --বলে।
নোজ রেডিয়াস
কাটিং অ্যাঙ্গেল
লিপ অ্যাঙ্গেল
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল
151. কন্টিনিউয়াস চিপ উৎপন্নের শর্ত নয় কোনটি?
কম পুরুত্বের কাট
উচ্চ কাটিং স্পিড
অপেক্ষাকৃত বেশি র্যাক অ্যাঙ্গেল
বেশি পুরুত্বের কাট
152. ড্রয়িং অপারেশন কোনটি?
রিভেটিং
ল্যান্সিং
এম্বোসিং
ব্ল্যাংকিং
153. শিট থেকে নির্দিষ্ট আকৃতির ফ্লাট এরিয়া কেটে নেয়ার একটি প্রক্রিয়া হলো--
পিয়ার্সিং
পাঞ্চিং
ট্রিমিং
স্লিটিং (ব্ল্যাংকিং)
154. কাটিং, টুলের ব্যাক ব্যাক অ্যাঙ্গেল কমবেশি হলে কী হয়?
জবের কাটিং সারফেস মসৃণ হয়
জবের কাটিং সারফেস অমসৃণ হয়
চিপ গঠন সুন্দর হয়
কোনোটিই হয় না
155. চিপ থিকনেস রেশিও-এর মান সাধারণত কত হয়?
এককের থেকে বড়
এককের থেকে ছোট
নির্দিষ্ট মান নেই
কোনোটিই নয়
156. মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কপিসের সাপেক্ষে চিপের বেগকে বলে-
শিয়ার বেগ
কাটিং বেগ
টুল বেগ
কাটিং স্পিড
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: শিয়ার বেগ মেটাল কাটিং প্রক্রিয়ায় প্রয়ার্কসিসের সাপেদে চিপের বেগ হলো শিয়ার বেগ।
মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কশিসের সাপেক্ষে টুলের বেগ হলো কাটিং বেগ।
কাটিং স্পিড (Cutting speed) ঘূর্ণায়মান জবের পরিবি বরাবর কাটিং টুল প্রতি মিনিটে যত মিটার দূরত্ব অতিক্রম করে, তাকে কাটিং স্পিড বলে।
157. মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কপিসের সাপেক্ষে টুলের বেগকে বলে-
শিয়ার বেগ
কাটিং বেগ
টুল বেগ
বেন্ডিং
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: শিয়ার বেগ মেটাল কাটিং প্রক্রিয়ায় প্রয়ার্কসিসের সাপেদে চিপের বেগ হলো শিয়ার বেগ।
মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কশিসের সাপেক্ষে টুলের বেগ হলো কাটিং বেগ।
কাটিং স্পিড (Cutting speed) ঘূর্ণায়মান জবের পরিবি বরাবর কাটিং টুল প্রতি মিনিটে যত মিটার দূরত্ব অতিক্রম করে, তাকে কাটিং স্পিড বলে।
158. শিয়ারিং অপারেশন কোনটি?
কাল্পিং
পাঞ্চিং
সাইজিং
সিমিং
159. কার্টের গভীরতা (t) এবং চিপের পুরুত্ব (tc) এর অনুপাতকেই --বলে
চিপ ব্রেখ রেশিও
চিপ থিকনেস রেশিও
চিপ অ্যাঙ্গেল রেশিও
চিপ রিমুভার
160. শুধুমাত্র জবকে ধরে রাখে কিন্তু কাটিং টুলকে নিয়ন্ত্রণ করে না কোনটি?
জিগ
ফিক্সার
হোল্ডার
টুল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: ফিক্সচার ঃ জবকে কার্যস্থানে সুদৃঢ়ভাবে ধরে রেখে জব সম্পন্ন করার সুযোগ দানকারী মাধ্যমগুলোকে ফিক্সচার বলা হয়। ফিক্সচার শুধুমাত্র জবকে শক্তভাবে ধরে রাখে কিছু টুল নিয়ন্ত্রণ করে না। যন্ত্র ও জবের ভিন্নতা অনুযায়ী বিভিন্ন ধরনের ফিক্সচার তৈরি করা হয়। যেমন- টেবিল ভাইস, লেদ চাক ইত্যাদি।