MCQ
381. ভার্নিয়ার স্কেল কোন বিজ্ঞানী উদ্ভাবন করেন?
নিউটন
ডালটন
পিয়ারেন ভার্নিয়ার
কোনোটিই নয়
382. প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে কী বলে?
মেজারিং টুলস
মেজারিং ইনস্ট্রমেন্ট
ক ও খ
কোনোটিই নয়
383. পরিমাপ পদ্ধতির সঠিকতার উপাদানগুলো কয়টি?
৩টি
৫টি
৪টি
৬টি
384. প্রিসিশন ইনস্ট্রুমেন্ট-এ কৌণিক মাপ মাপা যায়-
১ মিনিট
২ সেকেন্ড
১ সেকেন্ড
৫ মিনিট
385. চাপ অঙ্কনে কোনটি ব্যবহৃত হয়?
সারফেস প্লেট
ক্যালিপার
ডিভাইডার
এমুলার গেজ
386. মোর'স (Mohr's) স্কেলের রেঞ্জ কত?
১ হতে ৪
১ হতে ১৪
১ হতে ১০
১ হতে ১৬
387. কোনটি প্রিসিশন যন্ত্র?
সাইনবার
মাইক্রোমিটার
ভার্নিয়ার বিভেল প্রোট্রেট্রাক্টর
উপরের সবগুলো
388. সার্বজনীন ডিভাইডার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
বিন ট্র্যামেল
ডিভাইডার
কম্পাস
এমুলার গেজ
389. মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত?
0.01mm
0.002mm
0.5mm
0.05mm
390. মাইক্রোমিটার কোন গেজ দিয়ে ক্যালিপার্স, ডায়াল ইন্ডিকেটর-এর সঠিকতা যাচাই করা যায়?
ফিলার গেজ (Feeler gauge)
স্লিপ গেজ (Slip gauge)
রিং গেজ (Ring gauge)
প্লাগ গেজ (Plug gauge)
391. কোনটি নন-প্রিসিশন যন্ত্র?
স্টিল রুল
সেন্টার গেজ
মাইক্রোমিটার
ক ও খ
392. কত সালে ভার্নিয়ার স্কেল উদ্ভাবন করা হয়?
১৬৫০ সালে
১৬৭০ সালে
১৬৩০ সালে
১৬৩১ সালে
393. সঠিকতার উপর ভিত্তি করে মেজারিং ইনস্ট্রুমেন্টের শ্রেণিবিন্যাস কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
394. পিয়ারেন ভার্নিয়ার কোন দেশের অধিবাসী ছিলেন।
আমেরিকা
ইতালি
জাপান
ফ্রান্স
395. পরিদর্শন কাজে ব্যবহৃত হয় কোনটি?
মেজারিং টুলস
মেজারিং ইনস্ট্রমেন্ট
ক ও খ
স্টিল রুল
396. ডিজিটাল মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত?
0.001mm
0.002mm
0.01mm
0.03mm
397. ভার্নিয়ার ধ্রুবক?
ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান- প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ভার্নিয়ার -স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান
ক ও খ
কোনোটিই নয়
398. স্টিল রুলের লিস্ট কাউন্ট কত?
0.001mm
0.5mm
0.002mm
0.06mm
399. নন-প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে কী বলে? মেজারিং টুলস মেজারিং ইসস্ট্রমেন্ট ক ও খ কোনোটিই নয়
মেজারিং টুলস
মেজারিং ইসস্ট্রমেন্ট
ক ও খ
কোনোটিই নয়
400. সূক্ষ্ম যন্ত্রপাতির দ্বারা সর্বনিম্ন কত মাপ গ্রহণ করা যায়?
0.0001mm
0.01mm
0.001mm
0.05mm