MCQ
401. পোলারিটি কয় প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: পোলারিটিকে দুই ভাগে ভাগ করা হয়, যথা-
১। স্ট্রেইট বা সোজা পোলারিটি (Straigth polarity)
২। রিডার্স বা উল্টো পোলারিটি (Reverse polarity)
402. সাধারণত ইলেকট্রোডের দক্ষতা কত হয়ে থাকে?
১০%-৩০%
৭৫%-৭৯%
৫%-১০%
২০%-৩০%
403. মোট্রালজির 'লজি' অর্থ কী?
মাপ
বিজ্ঞান
গতিবিদ্যা
জড়বিদ্যা
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: পরিমাপবিজ্ঞান (Metrology) : মেট্রো অর্থ মাপ এবং লজি অর্থ বিজ্ঞান। সুতরাং পরিমাপ বিজ্ঞানকেই এক কথায় মেট্রোলজি বলে। অর্থাৎ উৎপাদিত পণ্য এবং যন্ত্রাংশের পরিমাণ তথা সঠিকতা নির্ণয়ের কলাকৌশলকেই পরিমাণ বিজ্ঞান বলে।
404. নিচের কোনটি নন-প্রিসিশন যন্ত্র?
সাইনবার
কম্বিনেশন সেট
কম্বিনেশন স্কয়ার
ভার্নিয়ার হাইট গেজ
405. যে দুটি ধাতুকে জোড়া দেওয়া হবে তাদের…. বলে।
বেস মেটাল
প্যারেন্ট মেটাল
ওয়েল্ড মেটাল
ক ও খ
406. মূল ধাতু অসমভাবে উত্তপ্ত হলে কোন ত্রুটি দেখা যায়?
ডিস্ট্ররশন
আন্ডার কাট
ক্র্যাঙ্ক
স্প্যাটার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: আন্ডার কাট (Under cut): ওয়েল্ডিং জোড়ের নিচে বা পার্শ্বে গর্তের মতো অসমতল থাকে এটিই আন্ডার কাট। আন্ডার কাটের কারণে জোড় দুর্বল হয়।
ফাটল বা চিত্র (Cracks) : ওয়েল্ডিং জোড়ের ভিতরে ফাটল বা চিড় দেখা যায়। ফাটল থাকলে জোড় মজবুত হতে পারে না।
স্প্যাটার (Spatteer) : জোড়ের উপরিভাগে ওয়েল্ড মেটাল ছড়ানো-ছিটানো অবস্থায় থাকে।
বিকৃতি (Distortion): ওয়েন্ডিং চলাকালীন সময়ে ধাতুর অসম প্রসারণ ও সংকোচনই বিকৃতির কারণ। প্রসারণ ও সংকোচনজনিত বল নিয়ন্ত্রণ না করলে বিকৃতি ঘটে।
407. অতিরিক্ত কারেন্ট ব্যবহারের কারণে ওয়েল্ড মেটালে- সৃষ্টি হয়।
আন্ডার কাট
ধাতুমল
ফাটল
স্প্যাটার
408. ওয়েল্ডিং সার্কিটের টার্মিনাল কয়টি?
১টি
৩টি
৪টি
২টি
409. নিচের কোনটি ক্ষয়িষ্ণু ইলেকট্রোড?
আবৃত ইলেকট্রোড
টাংস্টেন ইলেকট্রোড
ক ও খ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: ক্ষয়িষ্ণু ইলেকট্রোড (Consumable electrodes) যে ইলেকট্রোড ওয়েল্ডিং করার সময় নিজে গলে গিয়ে করপ্রাপ্ত হতে হতে নিঃশেষ হয়ে যায়, তাকে ক্ষয়িষ্ণু ইলেকট্রোড বলে। এই প্রকার ইলেকট্রোড মূলত বাতবের তৈরি। তাই একে মেটাল ইলেকট্রোড (Metal electrode) বলা হয়। এই ক্ষয়িষ্ণু বা ধাতবের তৈরি ইলেকট্রোড দুই প্রকারের হয়ে থাকে। যথা- (১) আবৃত ইলেকট্রোড (Coated electrode) এবং (ii) অনাবৃত ইলেকট্রোড (flare electrode)
410. ওয়েল্ডিং জোড়ের খাঁজে যখন অতিরিক্ত ওয়েন্ড মেটাল প্রবেশ করে তখন তাকে কী বলে?
মাত্রারিক্ত পেনিট্রেশন
অসম্পূর্ণ পেনিট্রেশন
আন্ডার কাট
স্প্যাটার
411. মেট্রোলজির 'মেট্রো' অর্থ কী?
মাপ
পরিমাণ
বিজ্ঞান
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: পরিমাপবিজ্ঞান (Metrology): মেট্রো অর্থ মাপ এবং লজি অর্থ বিজ্ঞান।
412. অসম ধাতুর ওয়েন্ডিং করা হয়….. পদ্ধতিতে।
ব্রেজিং
ফ্রিকশন ওয়েন্ডিং
রেজিস্ট্যান্স
সবগুলো
413. আর্ক ভোল্টেজ-এর সমীকরণ কোনটি?
E= 20+30h
E= 30+20h
E=10+20h
E=20+40h
414. গলিত ওয়েন্ড ধাতু জোড়ার চারদিকে ছড়িয়ে যাওয়াকে - বলে।
স্প্যাটার
আন্ডার-কাট
ওভার ল্যাপ
ক্র্যাশ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: স্প্যাটার (Spatteer) জোড়ের উপরিভাগে ওয়েল্ড মেটাল হড়ানো-ছিটানো অবস্থায় থাকে।
ফাটল বা চিত্রা (Cracks): ওয়েল্ডিং জোড়ের ভিতরে ফাটল বা চিড় দেখা যায়। ফাটল থাকলে জোড় মজবুত হতে পারে না।
আন্ডার কাট (Under cat) : ওয়েল্ডিং জোড়ের নিচে বা পার্শ্বে গর্তের মতো অসমতল থাকে এটিই আন্ডার কাট। আন্ডার কাটের কারণে জোড় দুর্বল হয়।
ওভার স্যাপ (Over Lap) : প্যারেন্ট মেটাল সম্পূর্ণভাবে গলে মাত্রাতিরিক্ত ওয়েন্ড ধাতু জমে থাকলে তাকে ওভারল্যাপ বলে।
415. বেস মেটালকে জোড়া দেওয়ার সময় তৃতীয় যে ধাতু যোগ করা হয়, তাকে বলে।
বেস মেটাল
ফিলার মেটাল
ওয়েল্ড মেটাল
ক ও খ
416. নিচের কোনটি ফ্লাক্স হিসাবে ব্যবহৃত হয়?
চুনাপাথর
ক্যালসিয়াম অক্সাইড
ম্যাগনেশিয়াম অক্সাইড
অ্যালুমিনিয়াম অক্সাইড
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: বিভিন্ন মেটালে বিভিন্ন ধরনের ফ্লাক্স ব্যবহার হয়। যেমন-
১। লোহা জাতীয় বা ফেরাস মেটালে (Ferrous metal), বোরাক্স (Borax), সোডিয়াম কার্বনেট (Sodium carbonate) চুনাপাথর, সোডিয়াম সিলিকেট (Limestone sodium silicate), সোডিয়াম বাইকার্বনেট (Sodium bicarbonate) জাতীয় ফ্লাক্স ব্যবহৃত হয়।
২। কপার বা কপার মিশ্রিত অ্যালয়ে সোডিয়াম (Sodium) এবং পটাশিয়াম (Potassium), কার্বনেট (Carbonates) ক্লোরাইডস (Chlorides), সালফেটস (Sulphates) এবং বোরিক অ্যাসিড (Boric Acid) প্রভৃতি ফ্লাক্স ব্যবহার করা হয়।
৩। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম অ্যালয়ে (Magnesum alloy) আলেক্যালাইন ফ্লোরাইডস (Alkaline fluorides), পটাশিয়াম ক্লোরাইডস (Potassium chlorides) এবং লিখিয়্যাম ক্লোরাইডস (Lithioum chlorides) ইত্যাদি ফ্লাক্স ব্যবহার করা হয়।
417. ঢালাইলোহা কোন পদ্ধতিতে ওয়েল্ডিং করা যায়?
ব্রেজিং
থারমিট
আর্ক ওয়েল্ডিং
উপরের সব কয়টি
418. SWIPE-এই শব্দটির 'W' দ্বারা কী বুঝায়?
Work
Workpiece
Word
Wood
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: পরিমাপ পদ্ধতির সঠিকতার পাঁচটি উপাদান আছে। সংক্ষেপে এটাকে SWIPE বলে।
এখানে
S= Standard (স্ট্যান্ডার্ড)।
W = Workpiece (ওয়াকপিস)।
I= Instrument (ইনস্ট্রুমেন্ট)।
P = Person (পারসন)।
E=Environment (এনভায়রনমেন্ট)।
419. নিচের কোনটি মেজারিং টুলস?
মাইক্রোমিটার
ভার্নিয়ার ক্যালিপার্স
সাইনবার
স্টিল রুল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: মেজারিং টুলস :
১। নন-প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে সাধারণত মেজারিং টুলস বলে।
২। পরিদর্শন কাজে ব্যবহার হয় না। উৎপাদন কাজে ব্যবহার হয়।
৩। অধিকাংশগুলোর উৎপাদন খুবই সহজ, তাই দাম কম।
৪। উদাহরণ যেমন- স্টিল রুল, কম্বিনেশন সেট, সারফেস গেজ ইত্যাদি।
420. নিচের কোনটি ইনডাইরেক্ট মেজারিং টুলস?
ক্যালিপার্স
প্লায়ার্স
সাইনরার
হ্যামার