Image
MCQ
502. একটি পাতলা ফাঁপা গোলার্ধের (Thin hollow hemisphere) ভরকেন্দ্র (CG) ভূমি হতে-
y/3দূরে
y/2দূরে
y/4দূরে
কোনোটিই নয়
504. ভরকেন্দ্রের সাপেক্ষে কখন মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে হবে?
যদি ভরকেন্দ্রের সাপেক্ষে না চলে
যদি কোনো অক্ষ দেওয়া না থাকে
যদি Ix, ও Iy, বের করতে না বলে
যদি ক্ষেত্রফলের চারদিকে মোমেন্ট অব ইনার্শিয়া বের করতে না বলে
510. বস্তুর যে কেন্দ্র বরাবর পৃথিবী আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর বলে।
মোমেন্ট অব ইনার্শিয়া
ভরকেন্দ্র
ত্বরণ
বল
511. ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে, 1xx = কত
IcG + A (y ̅ - y)^2
IcG + A (x ̅ - x) ²
ক , খ
কোনোটিই নয়
512. অর্ধবৃত্তের ভরকেন্দ্র ভূমি হতে উল্লম্ব ব্যাসার্ধ বরাবর দূরত্ব-
3π/8
4π/3π
8r/3
3π/4π
514. সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হলে ত্রিভুজটির উচ্চতা কত?
√3 a/2
2√3 a
a/2√3
3√3/2√3a
516. যে অক্ষ বরাবর খুব সহজেই সমান দু'ভাগে ভাগ করা যায়, সেই অক্ষকে কী অক্ষ বলে?
রেফারেন্স অক্ষ
লেখচিত্র অক্ষ
প্রতিসম অক্ষ
জ্যামিতিক অক্ষ
517. যদি কোনো স্থানে (Gravitational acceleration) দ্বিগুণ করা হয় তবে সেখানে বস্তুর ওজন-
g/2 গুণ বৃদ্ধি পাবে
g গুণ বৃদ্ধি পাবে
2g গুণ কমিবে
2g গুণ বৃদ্ধি পাবে
518. ট্রাপিজিয়াম-এর ভরকেন্দ্রের সমান্তরাল পার্শ্ব ও ৮ এবং দূরত্ব হলে-
h × 2a+b/a + b
h/2× (2b + b / a+b)
h/3 × (2a + b / a+b)
h/3 ×(a + b / 2a+b)
519. মোমেন্ট অব ইনার্শিয়া হলো-
বলের দ্বিতীয় মোমেন্ট
ক্ষেত্রের দ্বিতীয় মোমেন্ট
ভরের দ্বিতীয় মোমেন্ট
উপরের সব ক'টি
520. মেটাসেন্ট্রিক উচ্চতা বলতে বুঝায়।
মেটাসেন্টার ও প্লাবতার কেন্দ্রের মধ্যের দূরত্বকে
প্লাবতার কেন্দ্র ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
মেটাসেন্টার ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
কোনোটিই নয়