Image
MCQ
561. জড়তার ভ্রামক ক্ষেত্রের তল অনুসারে কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
562. মোমেন্ট-এর জন্য কোনটি সঠিক?
বল X দূরত্ব
বল X লম্ব দূরত্ব
টর্ক X দূরত্ব
বল X সরণ
563. একটি বস্তুর দুইটি ভিন্ন বিন্দুতে ক্রিয়ারত সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী দুইটি বলকে কী বলে?
বলের মোমেন্ট
বল বিভাজন
কাপল
লব্ধি
565. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়?
স্টাফ গেজ
হক গেজ
টাইড গেজ
কোনোটিই নয়
566. একটি যুগল (Couple) মোশন (Motion) উৎপন্ন করে-
ট্রান্সলেটরি মোশন
রোটেশনাল মোশন
ট্রান্সলেটরি ও রোটেশনাল মোশন
কোনোটিই নয়
569. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
স্থির ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
কোনোটিই নয়
571. একটি বস্তু কোনো চালু তলে তখনই চলতে শুরু করবে, যখন ঢালু কোণ ঘর্ষণ কোণের-
সমান হবে
কম হবে
বেশি হবে
শূন্য হবে
572. স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল অপেক্ষা ঘর্ষণ বল কম হলে বস্তুর অবস্থা সাম্যাবস্থা হবে কি?
হবে
হবে না
577. কোনো একটি বস্তুর উপর প্রয়োগকৃত বলগুলোকে বিশ্লেষণের মাধ্যমে দেখা গেল যে উৎপন্ন ঘর্ষণ বল, স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল থেকে বেশি- এক্ষেত্রে কী ঘটাবে?
বস্তুটি চলবে
চলার উপক্রম হবে।
স্থির থাকবে
কোনোটিই নয়
578. 300 kg ওজনের একটি কাঠের ব্লক 30° কোণে হেলানো তলের উপর দিয়ে 10m টেনে নিয়ে কী পরিমাণ কাজ সম্পন্ন হবে, বের কর।
3000kg-m
1500kg-m
700kg-m
2598.08kg-m
579. একটি বাঁকা শক্ত দণ্ডের এক প্রান্তে কবজা দ্বারা আটকানো থাকলে তাকে কী বলে?
মোমেন্ট
স্ক্র
লিভার
সবকয়টি
580. কোনো বস্তু 3ms^-2 ত্বরণে চলছে, এখানে ঘর্ষণ সহগ কোনটি ব্যবহার হবে?
μ
μs
μk
কোনোটিই নয়