EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1241. ভিজা বালিকে স্যান্ড বলে--
ড্রাই
লোম
গ্রিন
ফেসিং
ব্যাখ্যা: ক) গ্রিন স্যান্ড (Green sand): সাধারণত ভিজা বালিকে গ্রিন স্যান্ড বলে। এটি সিলিকা বালির সাথে ১৮ থেকে ৩০% মাটি এবং ৬ থেকে ৮০% পানি মিশ্রিত করে তৈরি করা হয়। এটি নরম, হালকা এবং ছিদ্রবিশিষ্ট হয়ে থাকে। সাধারণত সহজ ধরনের এবং ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে এ স্যান্ড ব্যবহৃত হয়। (খ) ড্রাই স্যান্ড (Dry sand) : সাধারণত শুকনা বালিকেই ড্রাই স্যান্ড বলে বা আর্দ্রতাযুক্ত গ্রিন স্যান্ডকে ড্রাই স্যান্ড বলে। ড্রাই স্যান্ড অধিকতর তাপ সহ্যকারী। ড্রাই স্যান্ড দ্বারা তৈরি মোল্ডের ঢালাইয়ে পিন হোলজাতীয় ত্রুটি থাকে না। ড্রাই স্যান্ড বড় এবং ভারী ঢালাই তৈরিতে ব্যবহার করা হয় (গ) লোম স্যান্ড (Loam sand) : এ জাতীয় বালিতে ৫০ ভাগ মাটি থাকে। শুকালে এটি বেশ শক্ত হয়। এ প্রকার বালিতে ফায়ার ক্লে, গ্রাফাইট এবং আঁশজাতীয় দ্রব্য মিশানো হয়। লোম স্যান্ড দ্বারা তৈরিকৃত মোল্ডে সাধারণত প্যাটার্ন ব্যবহার করা হয় না। এ বালি পানির সাথে মিশিয়ে পেস্টের মতো তৈরি করা হয় এবং ইটের তৈরি কাঠামোর চতুর্দিকে প্লাস্টারের মতো প্রলেপ দেওয়া হয়। বাইন্ডিং ক্ষমতা বাড়ানোর জন্য গোবরজাতীয় সার এবং চপড স্ট্রে বা আঁশজাতীয় দ্রবা ব্যবহার করা হয়। এতে শতকরা ১৮ হতে ২০% আর্দ্রতা তাকে । চপড স্ট্রে মাংসজাতীয় জিনিসের গুঁড়া ঘ) ফেসিং স্যান্ড (Facing saad) : মোল্ডের যে তলগুলো গলিত ধাতুর সংস্পর্শে আসবে তাতে যে বালি ব্যবহার করা হয়, তাকে ফেসিং স্যান্ড বলে। নতুন মাটি এবং সিলিকা বালি দ্বারা এটি তৈরি করা হয়।
1242. কোনটি বয়লার মাউন্টিং?
ইকোনোমাইজার
সুপার হিটার
ফিউজিবল প্লাগ
ইনজেক্টর
ব্যাখ্যা: বয়লার মাউন্টিংস (Boiler mountings) : (ক) ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator); (খ) প্রেসার গেজ (Pressure Gauge): (গ) সেফটি ভালভস (Safety Valves); (ঘ) স্টপ ভালভস (Stop Valves): (ঙ) ফিড চেক ভালভস (Feed check Valves): (চ) ফিউজিবল প্লাগ (Fuxible plug)) বয়লার অ্যাক্সেসরিজ (Boiler accessories) : (ক) ফিড পাম্প (Fred Pump): (খ) সুপারহিটার (Superheater): (গ) ইকোনোমাইজার (Economizer); (ঘ) এয়ার প্রিহিটার (Air Preheater) (ঙ) ড্রাফট (Drafi): (চ) ইনজেক্টর (Enjector)
1243. ঢালাই দ্রব্যে ফাঁপা বা জটিল অংশ রাখার জন্য ব্যবহৃত হয়-
প্যাটার্ন
রাইজার
রানার
কোর
ব্যাখ্যা: কোর (Core): কোর বলতে মোল্ডের ঐ অংশকে বুঝানো হয়, যা ঢালাইয়ের অভ্যন্তরস্থ ফাঁপা অংশ বা গর্ত বা ছিদ্রের রূপদান করে। কোর হলো শুকনো বালির তৈরি, যা আলাদাভাবে তৈরি করে ওভেনে শুকিয়ে মোন্ডে স্থাপন করা হয়।
1244. ফেসিং স্যান্ড গলিত ধাতুর সঙ্গে আটকে গেলে কী ধরনের ত্রুটি দেখা দেয়?
সোয়েল
শিফট
ফিউশন
সংকোচন
ব্যাখ্যা: ব্যাখ্যা: সোয়েল (Swell) : ঢালাই ধাতুর কোনো স্থানের অপ্রত্যাশিত প্রসারণ বা ফুলে উঠাকে সোয়েল বলে। চালাই ধাতুর চাপে এরূপ হয়। ফিউশন (Fusion): গলিত ধাতুর সঙ্গে ফেসিং স্যান্ড গলে আটকে গেলে একে ফিউশন বলে। স্থান পরিবর্তন (Shift) : ঢালাইয়ের দুই অংশের (কোপ এবং ড্রাগ অংশ) পরিমাণ কোনো কারণে অস্বাভাবিক পরিবর্তন হলে একে শিফট বলে। মোল্ডিং বাক্সের দুটি অংশ ঠিকমতো না মিললে এ ত্রুটি দেখা দেয়। সংকোচন (Shrinkage) : ঢালাই করা ধাতু ঠান্ডা হলে যে সংকোচন হয়, তাই সংকোচনের ফলে অনেক সময় দ্রব্যের মাপ, প্রকৃত মাপ অপেক্ষার ছোট হয়ে যায়।
1245. কোন গুণের জন্য বালির দানাগুলো অন্য পদার্থের সাথে লেগে থাকে?
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
পারমিয্যাবিলিটি
পাস্টিসিটি
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যাডহেসিভনেস (Adhesiveness) : এটি মোল্ডিং বালির এমন একটি গুণ যার সাহায্যে এটি অন্য পদার্থের সঙ্গে লেগে থাকতে পারে, একে মোল্ডিং বালির আঠালতা বলে।
1246. কোর ক্যাভিটির উপর গঠিত গ্যাস পকেটকে কী বলে?
ব্লো-হোল
হটটিয়ার
কোর ব্লো
শিফট
1247. বড় এবং ভারী আকারের চালাই বস্তু তৈরিতে কোন স্যান্ড ব্যবহৃত হয়?
লোম স্যান্ড
গ্রিন স্যান্ড
ফেসিং স্যান্ড
ড্রাই স্যান্ড
1248. কোর ওভেনে শুকানো বা বেকিং তাপমাত্রা কত হয়ে থাকে?
100°C-120°C
50°-80°C
150°C-400°C
10°F-50°F
1249. স্যান্ড মোল্ডিং-এ ব্যবহৃত মোল্ডের নিচের অংশ কোনটি?
কোপ (Cope)
চিক (Cheek)
ড্রাগ (Drag)
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোল্ডের উপরের অংশকে কোপ (Cope) বলে এবং মোল্ডের নিচের অংশকে ড্রাগ (Drag) বলে।
1250. পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে কাজে লাগানোর জন্য কী ব্যবহার করা হয়?
এয়ার প্রিহিটার
সুপারহিটার
ফিড পাম্প
ইকোনোমাইজার
ব্যাখ্যা: নোট: পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে এয়ার প্রি-হিটার এবং ইকোনোমাইজার এবং সুপারহিটার সবাইকে কাজে লাগানো যায়। সুতরাং, সঠিক উত্তর বা এবং ঘ উভয়ই।
1251. ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে কোন স্যান্ড ব্যবহৃত হয়?
গ্রিন স্যান্ড
ড্রাই স্যান্ড
লোম স্যান্ড
ফেসিং স্যান্ড
ব্যাখ্যা: সাধারণত ভিজা বালিকে বলে। এটি সিলিকা বালির সাথে ১৮ থেকে ৩০% মাটি এবং ৬ থেকে ৮% পানি মিশ্রিত করে তৈরি করা হয়। এটি নরম, হালকা এবং ছিদ্রবিশিষ্ট হয়ে থাকে। সাধারণত সহজ ধরনের এবং ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে এ স্যান্ড ব্যবহৃত হয়।
1252. মোল্ডিং কাজে যে বালি একবার ব্যবহার করে তা আবার ব্যবহার করাকে কী স্যান্ড বলে?
লোম স্যান্ড
গ্রিন স্যান্ড
ব্যাকিং স্যান্ড
ড্রাই স্যান্ড
1253. নিচের কোন নিরাপদ যন্ত্রটি (Safety device) ধাতুর তাপীয় প্রসারণ (Thermal expansion) ধর্মের উপর ভিত্তি করে কাজ করে না?
প্রেসার কুকার-এর সেফটি ভালভ
রেলট্র্যাক-এর গ্যাপ
বয়লারের স্টিম পাইপের বাঁক
বড় বড় ব্রিজের জোড়া
1254. কোরের গ্রিন সামর্থ্য ভিজা অবস্থায় কত থাকে?
100-500gm/cm²
300-500gm/cm²
300-1000gm/cm²
1000-2000gm/cm²
1255. গ্রিন স্যান্ড মোল্ডিং-এ কী ধরনের কাজ করা হয়?
ছোট ও মধ্যম
বড়
উভয়
কোনোটিই নয়
1256. কোন গুণের জন্য বালির দানাগুলো পরস্পর লেগে থাকে?
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
প্লাস্টিসিটি
পারমিয়‍্যাবিলিটি
ব্যাখ্যা: কোহেসিভনেস (Cohesivenexx): মোল্ড ব্যবহৃত বালির মধ্যে যে গুণ বিদ্যমান থাকলে দানাগুলো পরস্পর গায়ে লেগে থাকে তাকে কোহেসিভনেস বলে। মোল্ডিং বালির দানাগুলোকে একত্রে জমাট বাঁধতে এ গুণটি অত্যধিক গুরুত্বপূর্ণ।
1257. কোনটি বয়লারের অ্যাক্সেসরিজ?
ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator)
প্রেসার গেজ (Pressure gauge)
ম্যান এবং মাড হোল (Man and mud hole)
সুপারহিটার (Superheater)
ব্যাখ্যা: বয়লার অ্যাক্সেসরিজসমূহ- (ক) ফিড পাম্প (Feed Pump); (খ) সুপারহিটার (Superheater): (গ) ইকোনোমাইজার (Economizer), (ঘ) এয়ার প্রি হিটার (Air Pre-heater) (ঙ) ড্রাফট (Draft): (চ) ইনজেক্টর (Injector)
1258. কোনটি বয়লারের অ্যাক্সেসরিজ নয়?
ইকোনোমাইজার
সুপারহিটার
বাষ্প ট্র্যাপ
টেস্ট কক
ব্যাখ্যা: বয়লার মাউন্টিংস (Boiler mountings) ১। পানির মাত্রা পরিমাপক (Water level indicator) ২। চাপমান যন্ত্র (Pressure gauge) ৩। নিরাপত্তামূলক ভালভ (Safety valve) ৪। স্টিম স্টপ ভালভ (Steam stop valve) ৫। রো অব কক (Blow of cock) ৬। ফিউজিবল প্লাগ (Fusible plug) ৭। ফিড চেক ভালভ (Feed check valve) ৮। স্বয়ংক্রিয় ঘণ্টা (Automatic alarm) বয়লার অ্যাক্সেসরিজ (Boiler accessories) : ১। ফিড ওয়াটার রেগুলেটর (Feed water regulator) ২। ইকোনোমাইজার (Economizer) ৩। ফিড ওয়াটার ফিল্টার (Feed water filter) ৪। বাষ্প সেপারেটর (Steam separator) ৫। বাষ্প ট্র্যাপ (Steam trap) ৬। সুপারহিটার (Superheater) ৭। বি-হিটার (Re-heater) ৮। সূট ব্লোয়ার (Sout blower)। বয়লার অগজিলারিজ (Boiler auxiliaries) : ১। ফিড ওয়াটার পাম্প (Feed water pump) ২। ওয়াটার ইনজেক্টর (Water injector) ৩। ফিড ওয়াটার হিটার (Feed water heater) ৪। ইভাপোরেটর (Evaporator) ৫। রিডিউসিং ভালভ (Reducing valve) ৬। এয়ার প্রি-হিটার (Air pre-heater) ৭। ড্রাফট ফ্যান (Draft fan) ৮। কন্ডেন্সার (Condenser) ইত্যাদি।
1259. গেট কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
২ প্রকার
ব্যাখ্যা: পোর্টিং পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা- (১) উপ গেট, (ii) বটম 'গেট, (ii) পার্টিং লাইন গেট।
1260. সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
ঘনত্ব বাড়ানোর জন্য
দ্রুত জমানো রোধ করার জন্য
দ্রুত জমানো বৃদ্ধি করার জন্য
ওজন বাড়ানোর জন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টে জিপসামের পরিমাণ মত কম হবে এটি তত দ্রুত জমাটবদ্ধ হবে, তাই সিমেন্টের জমাটবদ্ধতার গতি মন্থরের জন্য জিপসাম বাবহার করা হয়।